পূর্ণ নাম | Αθλητική Ένωσις Κωνσταντινουπόλεως এথনিকি এনোসিস কোন্সতাদিনুপোলেয়স (কোন্সতান্তিনোলের অ্যাথলেটিক ইউনিয়ন) | |||
---|---|---|---|---|
ডাকনাম | এনোসিস (ইউনিয়ন) কিত্রিনোমাভরি (হলুদ-কালো) দিকেফালোস আয়তোস (দ্বি-মাথাযুক্ত ঈগল) | |||
সংক্ষিপ্ত নাম | এইকে | |||
প্রতিষ্ঠিত | ১৩ এপ্রিল ১৯২৪ | |||
মাঠ | অ্যাথেন্স অলিম্পিক স্টেডিয়াম | |||
ধারণক্ষমতা | ৬৯,৬১৮[১] | |||
মালিক | দিমিত্রিস মেলিসানিদিস[২][৩] | |||
সভাপতি | এভাঙ্গেলোস আসলানিদিস | |||
ম্যানেজার | মাসিমো কাররেরা | |||
লিগ | সুপার লীগ গ্রিস | |||
২০১৮–১৯ | ৩য় | |||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | |||
| ||||
এইকে ফুটবল ক্লাব (গ্রিক: ΠΑΕ AEK, [aek]; Αθλητική Ένωσις Κωνσταντινουπόλεως; এছাড়াও এথনিকি এনোসিস কোন্সতাদিনুপোলেয়স, কোন্সতান্তিনোলের অ্যাথলেটিক ইউনিয়ন, ইউরোপীয় প্রতিযোগিতায় এইকে অ্যাথেন্স ফুটবল ক্লাব, এইকে অ্যাথেন্স অথবা শুধুমাত্র এইকে অ্যাথেন্স এফসি নামে পরিচিত) হচ্ছে অ্যাথেন্স ভিত্তিক একটি গ্রিক পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে গ্রিসের শীর্ষ স্তরের ফুটবল লীগ সুপার লীগ গ্রিসে খেলে। এই ক্লাবটি ১৯২৪ সালের ১৩ই এপ্রিল তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। এইকে অ্যাথেন্স তাদের সকল হোম ম্যাচ অ্যাথেন্সের অ্যাথেন্স অলিম্পিক স্টেডিয়ামে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৬৯,৬১৮। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন মাসিমো কাররেরা এবং সভাপতির দায়িত্ব পালন করছেন এভাঙ্গেলোস আসলানিদিস। গ্রিক মধ্যমাঠের খেলোয়াড় পেত্রোস মান্তালোস এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
ঘরোয়া ফুটবলে, এইকে অ্যাথেন্স এপর্যন্ত ৩৩টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১২টি সুপার লীগ গ্রিস, ১টি সুপার লীগ গ্রিস ২, ১টি ফুটবল লীগ, ১৫টি গ্রিক কাপ, ৩টি গ্রিক সুপার কাপ এবং ১টি গ্রিক লীগ কাপ শিরোপা রয়েছে। অন্যদিকে ইউরোপীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায়, এইকে অ্যাথেন্সের সবচেয়ে বড় সাফল্য হচ্ছে ১৯৭৬–৭৭ উয়েফা কাপের সেমি-ফাইনালে পৌঁছানো; যেখানে তারা ইতালীয় ক্লাব ইয়ুভেন্তুসের কাছে দুই লেগে সামগ্রিকভাবে ১–৫ গোলে পরাজিত হয়েছিল।
টেমপ্লেট:এইকে অ্যাথেন্স ফুটবল ক্লাব টেমপ্লেট:সুপার লীগ গ্রিস