এক লাড়কি কো দেখা তো এ্যাসা লাগা | |
---|---|
![]() পোস্টার | |
পরিচালক | শেলী চোপড়া ধর |
প্রযোজক | বিধু বিনোদ চোপড়া |
চিত্রনাট্যকার |
|
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার | রোচক কোহলী |
চিত্রগ্রাহক | হিম্মন ধমিজা |
সম্পাদক | আশীষ সূর্যবংশী |
প্রযোজনা কোম্পানি | বিনোদ চোপড়া ফিল্মস |
পরিবেশক | ফক্স স্টার স্টুডিওস |
মুক্তি |
|
স্থিতিকাল | ১২০ মিনিট[১] |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
নির্মাণব্যয় | ₹৩০ কোটি[২] |
আয় | প্রা. ₹৪৩.৯৫ কোটি[৩] |
এক লড়কি কো দেখা তো অ্যায়সা লাগা (হিন্দি: एक लड़की को देखा तो ऐसा लगा; বাংলা: এক মেয়েকে দেখলেই তো এমন লাগে) হচ্ছে ২০১৯ সালের একটি হিন্দি ভাষার প্রণয়ধর্মী চলচ্চিত্র। সমপ্রেমের গল্প নিয়ে নির্মিত এই চলচ্চিত্রটিতে সোনম কাপুর এবং রেজিনা ক্যাসান্ড্রা মুখ্য ভূমিকায় ছিলেন। চলচ্চিত্রটি শেলী চোপড়া ধর পরিচালনা করেছিলেন।[৪] সোনম কাপুর এর বাবা অনিল কাপুর চলচ্চিত্রটিতেও তার বাবার ভূমিকাতেই ছিলেন।
সোনম কাপুর সুইটি চরিত্রে অভিনয় করেছেন যিনি নারীদের প্রতি প্রেম এবং যৌন আকর্ষণ অনুভব করেন; একদা এক বিয়ের অনুষ্ঠানে তার কুহু (রেজিনা ক্যাসান্ড্রা) নাম্নী এক মেয়ের সঙ্গে পরিচয় হয় এবং তিনি ঐ মেয়েকেই ভালোবেসে ফেলেন যার কারণে তার পরিবার অনেক ঝামেলা করে, মাঝখান দিয়ে তার সাহিল মীর্জা (রাজকুমার রাও) নামের একটি মঞ্চনাটক নির্মাতার সঙ্গে বন্ধুত্ব হয় যে আবার সুইটিকে পছন্দ করে ফেলে।