আইনসভা |
---|
কক্ষ |
সংসদ |
সংসদীয় পদ্ধতি |
ধরন |
রাষ্ট্র অনুযায়ী আইনসভা |
এককক্ষ আইনসভা (উচ্চারণ: [ækːokːʰo]) একধরনের আইনসভা যা কেবল একটি কক্ষ বা সদন নিয়ে গঠিত এবং একক কক্ষ হিসাবে নির্বাচন ও আইন প্রণয়ন করে।[১] ২০২২-এর হিসাব অনুযায়ী[হালনাগাদ] বিশ্বের জাতীয় আইনসভার প্রায় ৬০% এককক্ষ ও ৪০% দ্বিকক্ষ এবং প্রাদেশিক স্তরে এককক্ষ আইনসভা বেশি প্রচলিত।[২]
এককক্ষ আইনসভাতে আরও দক্ষভাবে আইন পেশ করা যায়, কারণ সেখানে আইন প্রণয়নের প্রক্রিয়া আরও সরল এবং সেখানে দুই কক্ষের মধ্যে অচলাবস্থার সম্ভাবনা থাকছে না। এককক্ষ আইনসভার সমর্থকরা এটাও দাবি করেছে যে এর মাধ্যমে আইনপ্রণেতার সংখ্যা একই রেখে খরচ কমানো যায়, কারণ এক্ষেত্রে রক্ষণাবেক্ষণ ও আর্থিক চাহিদার জন্য আইন প্রতিষ্ঠানের সংখ্যা কম থাকবে। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে এককক্ষ আনুপাতিক আইনসভা আরও গণতান্ত্রিক ও কার্যকরী বলে মনে করা হয়।[৩]
দ্বিকক্ষ আইনসভার সমর্থকদের দাবি যে আইনসভাকে দুটি কক্ষে বিভক্ত করলে সংখ্যাগরিষ্ঠতে এক অতিরিক্ত নিয়ন্ত্রণ প্রয়োগ করা যায়, যদিও সমালোচকদের পর্যবেক্ষণ যে সংখ্যাগরিষ্ঠকে নিয়ন্ত্রণ করার অন্যান্য উপায় রয়েছে, যেমন নিরপেক্ষ আদালত ও দৃঢ় সংবিধান।[৪]
২০২২-এর হিসাব অনুযায়ী[হালনাগাদ] বিশ্বের জাতীয় আইনসভার প্রায় ৬০% এককক্ষ ও ৪০% দ্বিকক্ষ এবং প্রাদেশিক স্তরে এককক্ষ আইনসভা বেশি প্রচলিত।[২]
এই অনুচ্ছেদটি সম্প্রসারণ করা প্রয়োজন। |
দেশ | এককক্ষ আইনসভা | আসনসংখ্যা | টীকা |
---|---|---|---|
ইরাক | প্রতিনিধি সভা | ৩২৯টি | |
ভেনেজুয়েলা | জাতীয় সভা | ২৭৭টি | |
সংযুক্ত আরব আমিরাত | যুক্তরাষ্ট্রীয় জাতীয় সংসদ | ৪০টি |
দেশ | এককক্ষ আইনসভা | আসনসংখ্যা | টীকা |
---|---|---|---|
আফগানিস্তান | নেতৃত্ব সভা | ৩০টি | মূলত উপদেশক, রাষ্ট্রপ্রধানের হাতে আইন প্রণয়নের ক্ষমতা রয়েছে। |
চীন | জাতীয় গণ কংগ্রেস | ২,৯৭৭টি | |
বাংলাদেশ | জাতীয় সংসদ | ৩৫০টি |