একচেটিয়া পুঁজি

কার্টুন চিত্রটিতে একচেটিয়া পুঁজিবাদীদের মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের ক্রিয়াকলাপ পর্যবেক্ষণ চিত্রিত ক্রা হয়েছে।

একচেটিয়া পুঁজি ইংরেজি: Monopoly capitalism বা State monopoly capitalism) হল একটি বিশাল কর্পোরেশন কিংবা এরূপ কর্পোরেশনগুলির একটি সংঘ, পুঁজিপতিদের একটি যোগসাজশ। এই পুঁজিপতিরা কোন এক বা অপর পণ্যের উৎপাদন ও বিক্রয়ের বৃহত্তর অংশকে কেন্দ্রীভূত করে নিয়ে প্রতিযোগিতাকে সীমিত করে এবং একচেটিয়া অধিকার লাভ করে, অর্থাৎ একচেটিয়া দরে পণ্য বিক্রয় করে একচেটিয়া মুনাফা অর্জন করে।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. লিয়েনতিয়েভ, এল, মার্কসীয় অর্থনীতির মূলসূত্র, প্রগতি প্রকাশন, মস্কো, ১৯৮৮ পৃ: ৬৬