একতা কাপুর

একতা কাপুর
জন্ম (1975-06-07) ৭ জুন ১৯৭৫ (বয়স ৪৯)[]
জাতীয়তাভারত ভারতীয়
পেশাটেলিভিশন প্রযোজক, বালাজী টেলিফিল্মসের সহ-পরিচালন অধিকর্তা
কর্মজীবন১৯৯৫–বর্তমান
আত্মীয়জিতেন্দ্র কাপুর (বাবা)
শোভা কাপুর (মা)
তুষার কাপুর (ভাই)

একতা কাপুর (জন্ম: ৭ জুন ১৯৭৫)[][] হলেন একজন ভারতীয় টেলিভিশন এবং চলচ্চিত্র প্রযোজক। তিনি বালাজী টেলিফিল্মসের সহ-পরিচালন অধিকর্তা এবং নীল চলচ্চিত্র সৃজনশীল পরিচালক।

পারিবারিক জীবন

[সম্পাদনা]

একতা ভারতীয় অভিনেতা জিতেন্দ্র এবং শোভা কাপুর-এর কন্যা। তার ছোট ভাই তুষার কাপুরও একজন বলিউড অভিনেতা[][][]

শিক্ষাজীবন

[সম্পাদনা]

তিনি বোম্বে স্কটিশ বিদ্যালয় হতে পড়াশুনা করেন, এবং মিথিবাই কলেজে ভর্তি হন।

কর্মজীবন

[সম্পাদনা]

একতা টেলিভিশনের জগতে এক পরিচিত নাম। তিনি টেলিভিশনের অনেক নাটক প্রযোজনা করেছেন। একই সাথে তিনি বেশ কয়েকটি চলচ্চিত্র-ও প্রযোজনা করেছেন। তার প্রযোজিত কয়েকটি উল্লেখযোগ্য নাটক হলো: হাম পাঁচ, কিউকি সাস ভি কাভি বাহু থি, কাহানী ঘর ঘর কি, কাসৌটি জিন্দেগী কে, পবিত্র রিশতা, বাড়ে আচ্ছে লাগতে হে এবং যোধা আকবর[] একই সাথে একতা নাগিন, ইয়ে হে মহাব্বাতে, কুমকুম ভাগ্যা, কবচ এবং কসম তেরে পেয়ার কি-এর মতো নাটক প্রযোজনা করেছেন। তিনি তার একটি ফ্যাশন সিরিজ চালু করছেন।

২০০১ সালে কিউ কি... মে ঝুট নেহি বোলতা চলচ্চিত্রে মাধ্যমে বলিউডে চলচ্চিত্র প্রযোজনা করা শুরু করেন। এরই প্রেক্ষিতে ২০০৩-০৪ সালে তিনি কুছ তো হে এবং কৃষ্ণ কটেজ প্রযোজনা করেন। তিনি কেয়া কুল হে হাম সিরিজের ৩টি চলচ্চিত্র-ই প্রযোজনা করেছেন, যেখানে তার ভাই তুশার কাপুর অভিনয় করেছে। এছাড়াও তিনি ২০১৭ সালে তার ভিডিও প্ল্যাটফর্ম "আল্ট বালাজী"র জন্য  সমলৈঙ্গিক প্রেমের ওয়েব সিরিজ "রোমিল এন্ড জুগল" এর প্রযোজনা করেন।

কর্মসমূহ

[সম্পাদনা]
টেলিভিশন
চলচ্চিত্রের তালিকা
বালাজী মোশন পিকচারের অধীনে প্রযোজিত চলচ্চিত্র
সাল চলচ্চিত্রের নাম পরিচালক মন্তব্য
২০০১ কিউ কি... মে ঝুট নেহি বোলতা ডেভিড ধাওয়ান
২০০৩ কুছ তো হে অনুরাগ বসু এবং অনিল ভি কুমার
২০০৪ কৃষ্ণ কটেজ সন্ত্রাম বর্মা
২০০৫ কেয়া কুল হে হাম সঙ্গীত সিভন
২০০৫ কয়ি আপ সা পার্থ মিত্র
২০০৭ শুটআউট এট লোখানন্ডওয়ালা অপূর্ব লাখিয়া সঞ্জয় গুপ্তার সাথে সহ-প্রযোজনা
২০০৮ মিশন ইস্তাম্বুল অপূর্ব লাখিয়া সুনিল শেঠীর সাথে সহ-প্রযোজনা
২০০৮ সি কোম্পানি শচীন ইয়াত্রি
২০০৮ ইএমআইা– লিয়া হে তো চুকানা পারেগা সৌরভ কভ্রা সুনিল শেঠীর সাথে সহ-প্রযোজনা
২০০৮ গাজা কে.মাদেশা কন্নড় চলচ্চিত্র
২০১০ লাভ সেক্স অর ধোঁকা দিবাকর ব্যনার্জি
২০১০ ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই মিলন লুথরিয়া
২০১১ তার‍্যাঞ্চে বাইত কিরন ইয়াদনপভিত মারাঠি চলচ্চিত্র
২০১১ শোর ইন দ্য সিটি রাজ নিদিমরু এবং কৃষ্ণ ডি.কে.
২০১১ রাগিনি এমএমএস পাওয়ান ক্রিপালনি অমিত কাপুর এবং সিদ্ধার্থ এম. জেইনের সাথে সহ-প্রযোজনা
২০১১ দ্য ডার্টি পিকচার মিলন লুথরিয়া
২০১২ কেয়া সুপার কুল হে হাম শচীন ইয়াত্রি
২০১৩ এক থি ডায়ান Kannan Iyer ভিশাল ভরদ্বাজ-এর সাথে সহ-প্রযোজনা
২০১৩ শুটআউট এট ওয়াডালা সঞ্জয় গুপ্তা সঞ্জয় গুপ্তার সাথে সহ-প্রযোজনা
২০১৩ লুটেরা ভিক্রমআদিত্য মোতওয়ানি অনুরাগ কাশ্যাপ-এর সাথে সহ-প্রযোজনা
২০১৩ ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই দোবারা মিলন লুথরিয়া
২০১৪ রাগিনি এমএমএস ২ ভুশন প্যাটেল শোভা কাপুরের সাথে সহ-প্রযোজনা
২০১৫ ভিশ্বারুপ ২ কমল হাসান শোভা কাপুরের সাথে সহ-প্রযোজনা
২০১৬ কেয়া কুল হে হাম ৩ উমেশ গেজ শোভা কাপুরের সাথে সহ-প্রযোজনা
শীঘ্রই ভিরে ডি ওয়েডিং শশাঙ্ক ঘোষ রিয়া কাপুরের সাথে সহ-প্রযোজনা

পুরস্কার ও সম্মাননা

[সম্পাদনা]
  • ২০১২ এশিয়ার সামাজিক ক্ষমতায়ন পুরস্কার- শিক্ষার মাধ্যমে স্বাধীনতা[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "PICS: Ekta Kapoor's 41st birthday bash"The Times of India। ৮ জুন ২০১৬। সংগ্রহের তারিখ ১১ জুন ২০১৬ 
  2. "Happy birthday Ekta Kapoor: 6 things to remind you why she is a big deal"Hindustan Times। ২০১৬-০৬-০৭। সংগ্রহের তারিখ ২০১৬-০৬-০৭ 
  3. Sabharwal, Rahul (২১ জানুয়ারি ২০১০)। "Meet the 'real' Ekta Kapoor"Hindustan Times। ২৫ জানুয়ারি ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০১০ 
  4. "Ekta Kapoor springs a surprise"The Hindu। ১ জুলাই ২০০২। ২৯ ডিসেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০১০ 
  5. "Ekta Kapoor & family take pay cut"The Hindu। ২ অক্টোবর ২০০৯। ৯ মার্চ ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০১০ 
  6. Shekhar (২০১২-০২-২০)। "Ekta Kapoor's obsession with 'K' was strategy, but not superstition"। Entertainment.oneindia.in। ২০১৩-১০-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-০৮-০৮ 
  7. "Recipients of Asia's Social Empowerment Award"। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০১৬ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]