একন | |
---|---|
![]() | |
প্রাথমিক তথ্য | |
জন্মনাম | আলিয়াউনে বাদারা একন থিয়াম |
জন্ম | সেন্ট লুইস, মিজুরি, মার্কিন যুক্তরাষ্ট্র |
উদ্ভব | ডাকার, সেনেগাল |
ধরন | রিদম এ্যান্ড ব্লুজ, হিপহপ, পপ সঙ্গীত, রেগে |
পেশা | সঙ্গীতশিল্পী-গীতিকার, রেকর্ড প্রযোজক |
কার্যকাল | ১৯৯৬–বর্তমান |
লেবেল | সার্বজনীন, এসআরসি, কোনভিকট মুজিক, আপফ্রান্ট |
ওয়েবসাইট | akononline |
একন বা আলিয়াউনে বাদারা একন থিয়াম[১] (ইংরেজি: Akon বা Aliaune Damala Badara Thiam উচ্চরণ: /ˈeɪkɒn/),[২] একজন সেনেগালেস- আমেরিকান রিদম এ্যান্ড ব্লুজ গায়ক-গীতিকার, রেকর্ড প্রযোজক, ব্যবসায়ী এবং মানবপ্রেমিক। তিনি ২০০৪ সালে, তার প্রথম অ্যালবাম ট্রাবল থেকে প্রথম একক গান "লকড আপ" -এর মুক্তির মাধ্যমে সবার দৃষ্টি আকর্ষণ করেন। তার দ্বিতীয় কনভিক্টেড অ্যালবামের একটি “স্ম্যাক দ্যাট” গানের জন্য তিনি গ্র্যামি পুরস্কার মনোনয়ন পান। কনভিক্ট মিউজিক এবং কন লাইভ ডিস্ট্রিবিউসান নামে তিনি দুটো রেকর্ড লেবেল স্থাপন করেছেন। একন অনেক সময় অন্য শিল্পীদের জন্য হুক্স বা অতিথি শিল্পী হিসাবে গেয়ে থাকেন, যা এ পর্যন্ত প্রায় ৩০০টির বেশি অনুষ্ঠানে তিনি অংশ গ্রহণ করে এসেছেন এবং “বিলবোর্ড” হট ১০০ গানের তালিকায় ৪০তম স্থানে রয়েছে। একক শিল্পী হিসাবে তিনিই প্রথম যিনি বিলবোর্ড হট ১০০ চার্টে (সঙ্গীত তালিকা বিশেষ) এক সঙ্গে প্রথম ও দ্বিতীয় স্থানটি দুবার অর্জন করেছিলে।[৩]
একন তার কিছু সাক্ষাৎকারে দাবি করেছেন যে, তার সম্পূর্ণ নাম হল আলিয়াউন দামালা একন থিয়াম,[৪] যদিও একনের আসল নামের একটি অস্পষ্টতা এবং জন্ম তারিখ নিয়ে দ্বিমত ও বিতর্ক আছে। একনকে সাধারণত আলিয়াউনে থিয়াম বলেই জানা হয়।[৫][৬] দীর্ঘতর গঠন ছাড়াও, একনের সম্পূর্ণ নাম আলিয়াউন বাদারা থিয়াম এবং আলিওউন বাদারা থিয়াম হিসেবে চিহ্নিত করা হয়েছে[৭] এবং আবাউট.কম -এর মতে যে তার মধ্য নামটি কখনো সেভাবে আলাদা করে সত্যতার বিচার করা হয়নি। তার জন্মদিন বিষয়ে কিছু গণমাধ্যম প্রতিষ্ঠানের প্রতিবেদন অনুসারে একন ১৯৮১ সালে জন্মগ্রহণ করেন। আসোসিয়েটেড প্রেস সহ অন্যান্য সূত্র মতে, একনের জন্ম ১৯৭৩ সালে এবং সেনেগালেস ডাক্তার মাগুয়াই সেক তার ডেলিভারি করেন।
দ্য স্মোকিং গানের আইনি দলিলে একনের নাম আলিয়াউন দামালা থিয়ামহিসাবে উল্লেখ করা হয়েছে এবং তার জন্ম তারিখ দেওয়া হয়েছে ৩০শে এপ্রিল, ১৯৭৩[৮] বা ১৬ই এপ্রিল, ১৯৭৩,[৯] যাইহোক, বিবিসি থেকে জানা যে, একনের জন্ম ১৪ই অক্টোবর ১৯৮১ সালে।[১০] ভিআইবিএ -এর সাথে একটি সাক্ষাৎকারে তার বয়স নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "আমার বয়স হল একটিমাত্র জিনিস যা আমি লুকাই... আপনাকে মিথ্যা বলার আগে, আমার কিছু না বলাই ভালো।" তারপর থেকে বহু গণমাধ্যম দেখিয়েছে যে, একনের জন্মের সার্টিফিকেট মতে তার জন্ম ১৯৭৭ সালে।
বিখ্যাত সেনেগলিজ পার্কাশানিস্ট মোর থিয়ামের পুত্র হিসাবে একন্ একটি সাঙ্গীতিক পরিমণ্ডলে বেড়ে ওঠেন এবং জেম্বে সহ আরো অনেক বাদ্যযন্ত্র বাজাতে শেখেন। সেন্ট লুই, মিসৌরি, মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মের দরুন তাকে ইমিগ্রেশন বা অভিবাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়নি কিন্তু তার সাত বছর বয়স অবধি তিনি সেনেগালের ডাকারে থাকতেন। পনের বছর বয়স অবধি তিনি আমেরিকা ও সেনেগাল -এ ভাগাভাগি করে থাকতেন। তারপর তিনি স্থায়ী ভাবে নিউ জার্সির জার্সি সিটিতে বসবাস আরম্ভ করেন।[১১]
বলা হয় যে, একন তিন বছর জেলে ছিলেন এবং সেই সময়ে তিনি তার নিজের সাঙ্গীতিক ক্ষমতাগুলো বুঝতে পারেন ও তার পরিবারের সাঙ্গীতিক প্রেক্ষাপটের সঠিক মূল্যায়ন করতে শেখেন। একনের পশ্চিম-আফ্রিকান স্টাইলের অনন্য মিশ্রণ, দক্ষতা ও গায়কী ইউনিভার্সাল-এর কর্তাদের আকর্ষিত করে। একন গান লিখতে শুরু করেন এবং সেই গানগুলো রেকর্ড করেন তার বাড়ির স্টুডিওতে। সেগুলো তারপরে চলে যায় স্ট্রিট রেকর্ডস কর্পোরেশন (SRC)/ইউনিভার্সালে যারা ২০০৪ জুনে একনের প্রথম এলপি ট্রাবল প্রকাশিত করে। অ্যালবামটি একন্-এর মসৃন, পশ্চিম-আফ্রিকান স্টাইলের গায়কীর সঙ্গে ইস্টার্ন কোস্ট ও সাদার্ন বিটের মিশ্রণের এক মেলবন্ধন। একন্-এর বেশিরভাগ গানই শুরু হয় জেলের সেল-এর দরজার ঝন ঝন শব্দ ও একন্-এর "কনভিক্ট" বলে ওঠার মধ্য দিয়ে।[১২]
একন একজন মুসলমান এবং তিনি জানিয়েছেন যে, তার ধর্মানুগত্যের জন্য তিনি কোনদিন মদ্যপান করেননি।[১৩] গুজব আছে যে, তার তিনজন স্ত্রী যদিও তিনি বলে এসেছেন যে তোমেকা নামে তার একটিই স্ত্রী আছে। ব্লেন্ডার -এ এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে, তার তিনজন নারী সূত্রে ছয়টি সন্তান আছে। একন দাবি করেন যে তার সব সন্তানদের সঙ্গেই তার দারুণ সম্পর্ক আছে এবং নিজের পরিবারকে তিনি বাইরের নজর থেকে সুরক্ষিত রাখতে চান। তিনি আরো বলেন যে, তার ধর্ম তাকে একজন ভালো মানুষ হতে সাহায্য করেছে এবং অন্যদের মধ্যে তিনি কীভাবে নিজেকে উপস্থাপিত করবেন সে বিষয়েও তার ধর্ম তাকে পথ প্রদর্শন করে।[১৪]
একনের আফ্রিকায় কনফিডেন্স ফাউন্ডেসান নামক দুঃস্থ শিশুদের জন্য নিজের একটি সাহায্যকারী সংস্থাও রয়েছে। দক্ষিণ আফ্রিকায় একনের একটি হিরে খনি আছে যদিও তিনি কনফ্লিক্ট হিরের (যা সাধারণত "রক্ত হিরে "নামে পরিচিত ) অস্তিত্ব অস্বীকার করেন এই বলে যে,"আমি কনফ্লিক্ট হিরেতে বিশ্বাসীও নই। ওটি একটি চলচ্চিত্র মাত্র। সেটা ভাবুন। ছবিটি বেরোনোর আগে কেউ কিছু, কোন কনফ্লিক্ট হিরে নিয়ে ভাবেনি।[১৫] তারপর থেকে তিনি বলে এসেছেন যে রক্ত হিরের কোন অস্তিত্ব নেই এবং তিনি এমন একটি আফ্রিকান খনির অর্ধ-স্বতাধিকারী যেটি রক্ত হিরে ব্যবহার করে না ও স্থানীয় সম্প্রদায়ের মধ্যে মুনাফাটি দান করে।[১৬] শোনা যায় যে তিনি আগে ড্রাগ পসারি হিসাবে কাজ করতেন কিন্তু অনেক সাক্ষাৎকারে তিনি বলেছেন যে তিনি কখনো ড্রাগ বা মাদকদ্রব্য করেননি, যদিও তাঁর গানের কথা শুনে সেটি বোঝা যায় না। তাঁর বিরুদ্ধে অপরাধের ইতিহাসের অভিযোগ থাকা সত্তেও তিনি বলেছেন যে তিনি নিজেকে একদম পাল্টে ফেলেছেন।
একনের একক ডেবিউ বা প্রারম্ভিক অ্যালবাম ট্রাবল মুক্তি পায় ২৯শে জুন, ২০০৪ সালে এটির অন্তর্গত ছিল "লকড আপ" এবং "লোনলি", "বেলি ডান্সার(বানানজা)", "পট অফ গোল্ড" এবং "ঘেটোর" মত গানগুলো। অ্যালবামটি তাঁর রেকর্ড লেবেল কনভিক্ট মিউজিকের প্রথম মুক্তিপ্রাপ্ত অ্যালবাম ছিল। এমনটা বলা হয় যে তাঁর এই প্রথম একক অ্যালবামটির অনুপ্রেরণা এসেছিলো "গ্র্যান্ড থেফট অটোর" জন্য তার তিন বছর জেলের সংগ্রামী জীবনযাপন থেকে।[৫]"লকড আপ" মার্কিন যুক্তরাষ্ট্রের টপ ১০ গানে এবং যুক্তরাজ্যেতে টপ ১০ গানের পঞ্চম স্থান লাভ করে।টুপাক শাকুর এবং দ্য নটোরিযাস বি.আই.জি এর মত র্যাপেরদের কয়েকটি লাইন ব্যবহার করে ডিজে গ্রিন ল্যান্টার্ন যখন "ঘেটো" গানটি রিমিক্সবা পুনর্মিস্রণ করেন তখন সেটি রেডিওতে বহুল জনপ্রিয়তা লাভ করে।
২০০৫ সালে তিনি "লোনলি" (যেটির মধ্যে অন্তর্গত ছিল ববি ভিন্টন-এর "মিঃ লোনলি") গানটি প্রকাশ করেন। গানটি "বিলবোর্ড" হট ১০০-এ সেরা পঞ্চম স্থানে এবং অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও জার্মানিতে সমস্ত চার্টে শীর্ষস্থান লাভ করে। এপ্রিল ২০০৫ সালে তার অ্যালবামটিও যুক্তরাজ্যেতে শীর্ষস্থানে পৌছয়। সঙ্গীত চ্যানেল দ্য বক্সের যখন একটি সেরা দশ সাপ্তাহিক চার্ট ছিল যেটি নির্ণয় করা হত ভিডিও অনুরোধের সংখ্যা মাফিক, সেখানে একনের "লোনলি" টানা পনেরো সপ্তাহ চলার জন্য সব থেকে দীর্ঘদিন ধরে চলা গান হিসাবে বিবেচিত হয়। নিউজিল্যান্ডবাসী রাপার স্যাভেজের সঙ্গে একন আরো একটি একক গান প্রকাশিত করেন মুনশাইন নামে যা নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া দু'জায়গাতেই জনপ্রিয়তা লাভ করে এবং নিউজিল্যান্ডের চার্টগুলোতে শীর্ষস্থান অধিকার করে। ২০০৫ সালে, লেটস গেট ইট: ঠাগ মোটিভেশন ১০১ নামক ইয়াং জিজির প্রথম অ্যালবামে সল সর্ভাইবার গানটি দিয়ে একন্ তার প্রথম সমালোচক প্রসংশিত অতিথি শিল্পীর অনুষ্ঠান করেন। সেই বছরই ডিসেম্বর মাসে তার ম্যানেজার রবার্ট মন্তানেজ নিউ জার্সিতে একটি বিবাদে জড়ানোর পরে গুলিবিদ্ধ হয়ে মারা যান।
একনের দ্বিতীয় অ্যালবাম, কনভিক্টেড, ১৪ই নভেম্বর, ২০০৬ সালে মুক্তি পায়। এটিতে তিনি, এমিনেম, স্নুপ ডগ এবং স্টাইলস পি এর সঙ্গে যৌথভাবে কাজ করেছেন। এমিনেমের সঙ্গে গাওয়া সংকলনটির প্রথম গান "স্মাক দ্যাট" অগস্টের ২০০৬ সালে প্রকাশিত হয় এবং পরপর পাঁচ সপ্তাহ ধরে বিলবোর্ড হট ১০০ গানে দ্বিতীয় স্থানে থাকে। দ্বিতীয় গান "আই ওয়ানা লাভ ইউ" (স্নুপ ডগ-এর সঙ্গে) প্রকাশিত হয় সেপ্টেম্বরে এবং এটি একনের প্রথম গান যা বিলবোর্ড হট ১০০ -এ এক নম্বর গানের স্থানলাভ করে। স্নুপের কাছে এটি ছিল দ্বিতীয়বার। "আই ওয়ানা লাভ ইউ" মার্কিন যুক্তরাষ্ট্রে চার্টে পরপর দুই সপ্তাহ শীর্ষস্থানে থাকে। জানুয়ারি ২০০৭ সালে প্রকাশিত হয় তৃতীয় গান "ডোন্ট ম্যাটার", যা একনের প্রথম একক গান হিসাবে শীর্ষস্থান লাভ করে এবং ধারাবাহিকভাবে দ্বিতীয়বার হট ১০০ -এর শীর্ষে উঠে যায়। "মামা আফ্রিকা" একটি ইউরোপিয়ান গান হিসাবে প্রকাশ করা হয় ২০০৭ সালের জুলাইতে। এটি অ্যালবামটির চতুর্থ গান যা যুক্তরাজ্যেতে ৪৭ এ পৌছয়। অ্যালবামটির প্ল্যাটিনাম (শোভন) সংস্করণ বেরোনোর সময়ের সঙ্গে মিলিয়ে দেওয়ার জন্য অ্যালবামের পঞ্চম গান "সরি,ব্লেম ইট অন মি" প্রথমবার শোনানো হয় আগস্ট ২০০৭-এ হট ১০০-এর সপ্তম স্থানে। শোভন সংস্করণটি সম্পূর্ণভাবে প্রকাশ করা হয় ২৮শে আগস্ট, ২০০৭ সালে "নেভার টুক দ্য টাইম" গানটি সংকলনের শেষ গান বলে একন্ জানান।[১৭] কনভিক্টেড "বিলবোর্ড ২০০" -এ দ্বিতীয় স্থানে প্রথম শোনানো হয় এবং প্রথম সপ্তাহে এটির ২৮৬,০০০ কপি বিক্রি হয়। মাত্র ছয় সপ্তাহ পরে মার্কিন যুক্তরাষ্ট্রে কনভিক্টেড -এর এক মিলিয়ন ও বিশ্বজুড়ে ১.৩ মিলিয়ন রেকর্ড বিক্রি হয়। সাত সপ্তাহ পরে অ্যালবামটিকে প্ল্যাটিনাম শংসাপত্র দেওয়া হয় এবং ষোলো সপ্তাহ পর ডবল প্ল্যাটিনাম দেওয়া হয়। বিলবোর্ড ২০০ এ ২৮টি ধারাবাহিক সপ্তাহ ধরে গানটি সেরা ২০টিতে ছিল এবং চারটি বিভিন্ন ক্ষেত্রে দ্বিতীয় স্থানে ওঠে। মার্কিন যুক্তরাষ্ট্রে ৩ মিলিয়ন ইউনিট বিক্রি হওয়ার পর ২০শে নভেম্বর, ২০০৭ সালে, RIAA অ্যালবামটিকে 'ট্রিপল প্ল্যাটিনাম’ শংসাপত্র দেয়। বিশ্বজুড়ে এটির ৪ মিলিয়নের বেশি কপি বিক্রি হয়েছে।
৫ই অক্টোবর ২০০৬ সালে হট ১০০ -এ একন্ একটি রেকর্ড ভাঙেন, চার্টটির ৪৮ বছরের ইতিহাসে তিনি সবচেয়ে বৃহত্তম আরোহণের অধিকারী হন যখন "স্মাক দ্যাট" গানটি ৯৭ থেকে সপ্তম স্থানে উঠে আসে। হট ডিজিটাল সংসে ৬৭,০০০ ডাউনলোড সহকারে এই গানটি ছয় নম্বরে প্রথমবার উপস্থাপিত হয়। তারপর থেকে বহুবার রেকর্ড ভাঙ্গা হয়েছে। ২০০৬ সালের ডিসেম্বরে একনের "স্মাক দ্যাট" ৪৯ তম বার্ষিক গ্র্যামি পুরস্কারে মনোনয়ন পায় শ্রেষ্ঠ র্যাপ/সাং কোলাবরেশন পর্যায় কিন্তু জাস্টিন টিম্বারলেক ও টি.আই.-এর "মাই লাভ"-এ কাছে হেরে যায়।
২০০৭ সালে এপ্রিলে, ত্রিনিদাদ ও টবেগোর একটি ক্লাবে এক যাজকের ১৫ বছর বয়সী মেয়ে ডানাহ এলেনের সঙ্গে উদ্দাম নৃত্যের জন্য একন সমালোচিত হন,যদিও মেয়েটি দাবি করে তার বয়স ২১ বছর এবং সে বয়ঃপ্রাপ্ত। একনের দল ঘটনাটি ক্যামেরাবন্দী করে এবং পরে ইন্টারনেটে আপলোড করে। ২০শে এপ্রিল, ২০০৭ সালে স্থানীয় গণমাধ্যম, চ্যানেল সিসিএন টিভি৬, ভিডিওটি সম্প্রচার করে। রেডিও, টেলিভিশন এবং ব্লগোস্ফিয়ারের সমালোচনার মাঝে ভেরিজন ওয়েরলেস একনের গান সমন্নিত সব রিংটন সরিয়ে দেয়। ভেরিজন এও ঠিক করে যে দ্য সুইট এস্কেপ ট্যুর যেখানে একন্ গ্যেন স্তেফানির সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন সেটি তারা আর স্পনসর বা পৃষ্ঠপোষকতা করবে না। যাইহোক, ইউনিভার্সাল মিউজিক গ্রুপ একনের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয় নি। কিন্তু স্বত্বাধিকার লঙ্ঘনের জন্য তারা আদেশ দেয় যে ভিডিও আদান-প্রদানের সাইট ইউ টিউব থেকে যেন ভিডিওটি সরিয়ে নেওয়া হয়। রক্ষনশীল ভাষ্যকার এবং পেরেন্ট'স টেলিভিশন কাউন্সিলের প্রতিষ্ঠাতা এল. ব্রেন্ট বজেল III এটিকে "কর্পোরেট দায়িত্বজ্ঞানহীনতা" বলেন।[২১]
মিশেল মালকিন, লরা ইনগ্রাহাম ও বিল ও'রেলির -মত রাজনৈতিক ভাষ্যকারের একনকে সমালোচনা করেন "নারীদের নিচু করার" জন্য।[২২][২৩] বিভিন্ন মিউজিক ভিডিও ও ত্রিনিদাদ কনসার্টটি থেকে দৃশ্যাবলী ব্যবহার করে মালকিন একন্ সম্পর্কিত একটি বিবরণী ইউ টিউবে আপলোড করেন। ইউনিভার্সাল মিউজিক গ্রুপ তখন একটি ডিজিটাল মিলেনিয়াম কপিরাইট একট টেকডাউন বিজ্ঞপ্তি জারি করে সেটিকে সরিয়ে ফেলতে বাধ্য করে।[২৪] দ্য ইলেক্ট্রনিক ফ্রন্টিয়ার ফাউন্ডেসান মালকিনকে এই সরিয়ে ফেলার বিরুদ্ধে যথার্থ ব্যবহার উদ্ধৃত/প্রদর্শন মামলা করতে সাহায্য করে।[২৫] ২০০৭ সালের মে মাসে UMG ভিডিওটির ওপর থেকে তাদের দাবি বাতিল করে এবং 'ইউ টিউবকে' সেটি ফেরত দিয়ে দেওয়া হয়।
৩রা জুন, ২০০৭ সালে নিউ ইয়র্কের ফিশকিলের ডাচেস স্টেডিয়ামে অনুষ্ঠিত WSPK-এর KFEST কনসার্টে এক দর্শক একটি বস্তু একনের দিকে ছড়ে। একন সমবেত জনতাকে বলে লোকটিকে খুঁজে বের করে মঞ্চে নিয়ে আসতে। নিরাপত্তা রক্ষীরা লোকটিকে ধরে নিয়ে আসে মঞ্চে অবধি। একন তখন জনতার মাঝ থেকে লোকটিকে টেনে তুলে নিজের কাঁধে তুলে নেয়। তারপর একন লোকটিকে আবার জনতার মাঝে ছুড়ে দেয়। ফিশকিল পুলিশ ঘটনার ভিডিওটি পর্যবেক্ষণ করে। একন দাবি করেন যে পুরো ঘটনাটাই সাজানো কারণ তিনি তার আগামী রেকর্ডের জন্য ঘটনাটি ব্যবহার করবেন। পুলিস চিফ ডোনাল্ড এফ. উইলিয়ামস অনুযায়ী নাবালক নিগ্রহ, অভব্য আচরণ, সেকেন্ড-ডিগ্রী হ্যারাসমেন্ট (হয়রানি), আইন লঙ্ঘন ইত্যদির অভিযোগ দায়ের করা হয় এবং একন-কে ৩রা ডিসেম্বর, ২০০৭ সালে ফিশকিল আদালতে আসামী হিসাবে পেশ করা হয়।[২৬]
একন্ তার নতুন অ্যালবাম ফ্রিডম প্রকাশ করেছেন ২রা ডিসেম্বরে। চারটি গান এর অন্তর্গত:" রাইট নাও(নানানা )", "আই'ম সো পেড" (লিল ওয়েন ও ইয়াং জিজির সঙ্গে), "বিউটিফুল" (কার্ডিনাল অফিশাল ও কোলবি ও'ডনিসের সঙ্গে) এবং "উই ডোন্ট কেয়ার"। ৬০০,০০০ কপি বিক্রির মধ্য দিয়ে অ্যালবামটি গোল্ড স্টেটাসে পৌছয়।[তথ্যসূত্র প্রয়োজন]
এপ্রিল ২০০৮ সালে "স্মোকিং গান" জানায় যে একনের অপরাধ ও কারারুদ্ধ হওয়ার ইতিহাসের বেশিরভাগই নাটকীয়ভাবে সাজানো।[৩১][৩২][৩৩] বিশেষত একটি গাড়ি-চুরি চক্রের সঙ্গে যোগাযোগ ও তিন বছর জেলে থাকা - একনের এই দাবিগুলোর বিরুদ্ধে আদালতের রেকর্ড ও একনের কেসটিতে তদন্তকারী গোয়েন্দাদের সাক্ষাৎকার পেশ করা হয়।
"দ্য স্মোকিং" গানের নিবন্ধ অনুযায়ী একনকে কোন অপরাধেই অভিযুক্ত করা হয়নি এবং ১৯৯২-২০০২ পর্যন্ত কোন সময়েই তিনি জেলে থাকেননি যা তিনি পূর্বে দাবি করেছিলেন। একন্ বলেন যে তাঁর "সম্মানহানি" করার যে প্রচেষ্টা "দ্য স্মোকিং গান" করছে তা "একেবারেই নিরর্থক কারণ এটি এমন একটি জিনিস যা তিনি ভুলতে চেষ্টা করছেন।" প্রত্যুত্তরে একন্ আরো বলেন যে তিনি কখনই তিন বছর পরপর জেলে থাকেননি কিন্তু অনেক ছোট ছোট দন্ডের সময় মিলিয়ে তিন বছর হয়েছে। দ্য স্মোকিং গানের নিবন্ধটি এই জায়গাতেই ভুল বুঝেছে বলে তিনি উল্লেখ করেন।[৩৪]
দক্ষিণ আফ্রিকায় তাঁর হিরে খনিটি কনফ্লিক্ট হিরের একটি উৎস বলায় একন্ গণমাধ্যমের তীব্র সমালোচনার মুখে পরেন। এই বিষয়ে ইন্ডিপেনডেন্ট নিউজপেপার -কে একন্ বলেন এটি ব্লাড ডায়মন্ড ছবিটি থেকে আসা একটি ধারণা মাত্র। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো নস্যাত করে তিনি বলেন যে হিরে নিয়ে সংঘর্ষ ও সমস্যাটিকে বাড়িয়ে তোলার জন্য ছবিটিই দায়ী।[৩৫]
একন্ জানিয়েছেন যে তিনি একটি আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠানে কাজ করছেন। সেটির নাম হল "মাই ব্রাদার'স কিপার" এবং শো-টির মূল উদ্দেশ্য হল একন-এর দুই একই দেখতে ভাই আটলান্টায় একন হিসাবে ঘুরেফিরে লোকজনকে বোকা বানাবে। তারা ভিআইপি সুযোগসুবিধা, নারী ও বিনামূল্যে জিনিসপত্র পেতে চেষ্টা করবে। একন বলেছেন যে আটলান্টায় বহু মানুষ তাঁর ভাইদেরকে একন ভেবে ভুল করেছেন এবং এটির ওপরেই ভিত্তি করে শো-টি গরে উঠেছে।[৩৬]
একন ইললিগাল এলিয়েন নামে একটি পূর্ণ দৈর্ঘের ছবি বানানোর পরিকল্পনা করছেন। তাঁর জীবনের কয়েকটি ঘটনাকে ঘিরে ছবিটি নির্মিত হবে এবং অভিনেতা মেখি ফিফার একনের ভূমিকায় অভিনয় করবেন। এছাড়াও আগস্ট ২০০৭ সালে একন্ পোলিশ ওয়েবসাইট INTERIA.PL-এ একটি সাক্ষাৎকারে একন বলেছেন যে তিনি "কোকেন কাউবয়েজ" নামে একটি ছবিতে কাজ করছেন। ছবিটি জন রবার্টস, যিনি মেদেলিন কার্টেলের (কলাম্বিয়ান ড্রাগ পাচারকারী) মুখ্য সচিব, তাকে নিয়ে।[৩৭] তিনি ভেরিজন ওয়ারলেস-এর একটি বিজ্ঞাপনে কাজ করেছেন এবং "পপিন ট্যাগস" নামে সিএসআই: ক্রাইম সিন ইনভেস্টিগেশনের একটি পর্বে ওবি ত্রিচে-এর সঙ্গে স্নিচ গানটিতে উপস্থিত ছিলেন।
৩০শে নভেম্বর, ২০০৭ সালে একন পিনয় বিগ ব্রাদার সেলিব্রিটি এডিশন ২ -এ বিগ ব্রাদার হাউজে প্রবেশ করেন অতিথি হিসাবে সেই জন্য হাউজমেটরা (গৃহবাসী) মাত্র ১০০ সেকেন্ডের জন্য তার সঙ্গে দেখা করতে পারেন।
তিনি ১৭ই নভেম্বর ২০০৮ সালের ডব্লউডব্লউই র-এর সংস্করণটিতেও যোগদান করেন এবং স্যানতিনো মারেলা তাকে তাঁর বক্তৃতায় উদ্ধৃত করেন। স্যানতিনোর ইতালীয় স্টিরিওটাইপিঙ্গের (ধরন) জন্য তিনি একনের নামটিকে ভুল উচ্চারণ করে বলেন "একোর্ন"।
২৭শে এপ্রিল ২০০৮ সালে একন কোলবি ও'ডনিসের সঙ্গে নৃত্য ও সঙ্গীতের ধারাবাহিক ডান্স অন সানসেটে অংশগ্রহণ করেন।
ফেব্রুয়ারি ২০০৭ সালে একন্ কনভিক্ট ক্লদিং নামে তাঁর পোশাক ব্যবসার সুত্রপাত করেন। পোশাকগুলোর মধ্যে ছিল ডেনিম জিন্স, হুডিজ, টি-শার্ট ও টুপির মত সব শহুরে স্ট্রিটওয়ের। আলিয়াউনে হল ব্লেজার,ডেনিম জিন্স ও অন্যান্য জিনিস সহ পুরুষ ও মহিলাদের জন্য আপস্কেল সংস্করণ বা হাই-এন্ড লাইন। এমটিভির ডিরেক্ট এফেক্টে কনভিক্ট ক্লদিং-এর প্রমোশনের সময় একনের সঙ্গে উপস্থিত থাকেন টিমোথি হজ।[৩৮]
| ||||||||
সর্বমোট[ক] | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|
মনোনয়ন | ১২ | |||||||
নোট
|
একন চারটি গ্র্যামি পুরস্কার মনোনয়ন পেয়েছেন ২০০৮ সালে গ্যেন স্তেফানির সঙ্গে "দ্য সুইট এস্কেপ" -এর জন্য বেস্ট পপ কোলাবরেসান উইথ ভোকালস (শ্রেষ্ঠ যৌথ পপ কন্ঠ সহ) টি-পেনের সঙ্গে "বারটেন্ডারের" জন্য বেস্ট রিদম এ্যান্ড ব্লুজ ভোকাল পারফরমেন্স বাই আ ডুও অর গ্রুপ (শ্রেষ্ঠ রিদম এ্যান্ড ব্লুজ কন্ঠসঙ্গীত দুজন বা দলের) বেস্ট কন্টেমপরারি রিদম এ্যান্ড ব্লুজ অ্যালবাম কনভিক্টেডের জন্য (শ্রেষ্ঠ সাম্প্রতিক রিদম এ্যান্ড ব্লুজ অ্যালবাম) স্নুপ ডগের সঙ্গে "আই ওয়ানা লাভ ইউ"-এর জন্য বেস্ট রাপ/সাং কোলাবরেসান (শ্রেষ্ঠ র্যাপ/সাং কোলাবরেশান) ২০০৭ সালের আমেরিকান সঙ্গীত পুরস্কারে ফেভারিট সল/রিদম এ্যান্ড ব্লুজ মেল আর্টিস্ট (পুরুষ শিল্পী) হল একটি মাত্র পুরস্কার যেটি একন্ জিতেছেন এখনো পর্যন্ত। সব মিলিয়ে বারটি মনোনয়ন থেকে একন্ একটি পুরস্কার লাভ করেছেন।
আমেরিকান সঙ্গীত পুরস্কার ১৯৭৩ সালে ডিক ক্লার্ক সূচিত একটি বার্ষিক পুরস্কার অনুষ্ঠান। তিনটি মনোনয়ন থেকে একন্ একটি পুরস্কার লাভ করেছেন।[৩৯][৪০]
বছর | মনোনয়ন / কাজ | পুরস্কার | ফলাফল |
---|---|---|---|
একন | ফেভারিট সল/রিদম এ্যান্ড ব্লুজ মেল আর্টিস্ট | ||
আর্টিস্ট অফ দ্য ইয়ার(বছরের শ্রেষ্ঠ শিল্পী) | মনোনীত | ||
ফেভারিট পপ/রক মেল আর্টিস্ট (পছন্দের পপ/শ্রেষ্ঠ পুরুষ শিল্পী) | মনোনীত |
মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশেনাল একাডেমি অফ রেকর্ডিং আর্টস এন্ড সাইনসেস দ্বারা গ্র্যামি পুরস্কার প্রত্যেক বছর অনুষ্ঠিত হয়। একন্ পাঁচটি মনোনয়ন পেয়েছেন।[৩৯][৪১]
বছর | মনোনয়ন / কাজ | পুরস্কার | ফলাফল |
---|---|---|---|
২০০৭ | "স্ম্যাক দ্যাট "(এমিনেমের সঙ্গে) | বেস্ট রয়াপ/সাং কোলাবরেশান | মনোনীত |
২০০৮ | "দ্য সুইট এস্কেপ" গ্যেন স্তেফানির সঙ্গে) | বেস্ট পপ কোলাবরেশান উইথ ভোকালস | মনোনীত |
"বারটেন্ডার"( টি-পেনের সঙ্গে) | বেস্ট রিদম এ্যান্ড ব্লুজ ভোকাল পারফরমেন্স বাই আ ডুও অর গ্রুপ | মনোনীত | |
কনভিক্টেড | বেস্ট কন্টেমপরারি রিদম এ্যান্ড ব্লুজ অ্যালবাম | মনোনীত | |
"আই ওয়ানা লাভ ইউ"(স্নুপ ডগের সঙ্গে) | বেস্ট রয়াপ/সাং কোলাবরেশন | মনোনীত |
১৯৮৪ সালে এমটিভি দ্বারা প্রতিষ্ঠিত এমটিভি ভিডিও মিউজিক পুরস্কার একটি বার্ষিক পুরস্কার অনুষ্ঠান। একন্ চারটে মনোনয়ন পেয়েছেন।[৩৯][৪২][৪৩]
বছর | মনোনয়ন / কাজ | পুরস্কার | ফলাফল |
---|---|---|---|
২০০৫ | "লকড আপ" | এমটিভি২ পুরস্কার | মনোনীত |
একন | মেল আর্টিস্ট অফ দ্য ইয়ার (বছরের শ্রেষ্ঠ পুরুষ শিল্পী) | ||
"স্ম্যাক দ্যাট"(এমিনেমের সঙ্গে) | মোস্ট আর্থশ্যাটারিং কোলাবরেশন (সবচেয়ে পৃথিবীকাপানো যৌথ গান) | মনোনীত | |
"দ্য সুইট এস্কেপ"(গ্যেন স্তেফানির সঙ্গে) | মোস্ট আর্থশ্যাটারিং কোলাবরেশন (সবচেয়ে পৃথিবীকাপানো যৌথ গান) | মনোনীত |