একরূপ বেদি

Ekroop Bedi
জন্ম (1996-01-01) ১ জানুয়ারি ১৯৯৬ (বয়স ২৮)
জাতীয়তাIndian
অন্যান্য নামরূপ
পেশাActress
কর্মজীবন2011-present
পরিচিতির কারণSuhani Si Ek Ladki
উচ্চতা১৬৩ সেন্টিমিটার (৫ ফুট ৪ ইঞ্চি)
দাম্পত্য সঙ্গীHarmeet Jolly (বি. ২০১৮)

একরূপ বেদী হলেন একজন ভারতীয় অভিনেত্রী, তিনি বিভিন্ন হিন্দি টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছেন যেমন সুহানী সি এক লাডকি, ধরমপত্নী, রব সে সোহনা ইশক, এবং বানী - ইশক দা কলমা। তিনি স্টার প্লাসের কোই লাউট কে আয়া হে ধারাবাহিকে অভিনয় করেছেন।[][][][][][]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

বেদি ১৭-ই ডিসেম্বর ২০১৮ তে হার্মিত জেলির সাথে বিবাহ করেন।

ধারাবাহিক

[সম্পাদনা]
No Drama Role Channel Year
১. ধরমপত্নী ইমাজিন টিভি ২০১১
২. রব সে সোনা ইসক রূপ জি টিভি ২০১২
৩. বাণী – ইসক দা কালমা কুকি সিংহ মন কলার টিভি ২০১৩
৪. সুহানি সি এক লেডকি গৌরী আদিত্য শিবস্তাভ স্টার প্লাস ২০১৪
৫. এজেন্ট রাঘব - ক্রাইম ব্রাঞ্চ আল্পনা এন্ড টিভি ২০১৫
৬. কুচ রঙ্গ পিয়ার কে অইসে ভি টিনা সোনি টিভি ২০১৬
৭. বিষকন্যা এক আনখি প্রেম কাহানি যাকসিনি/লায়লা জি টিভ
৮. চন্দ্র নন্দিনী কিন্নারি স্টার প্লাস ২০১৬
৯. কৈ লৌট কে আয়া হ্যায় চাঁন্দা স্টার প্লাস ২০১৭
১০. পেশওয়া বাজিরাও (টিভি সিরিজ) ভিউবাই ঘরবাদে সোনি টিভি ২০১৭
১১. কালিরিয়েন নিম্মো ধীনগ্রা জি টিভি ২০১৮
১২ শক্তি - অস্তিত্ব কে এহসাস কি গুরুইনদার দালজিত সিংহ কালার্স টিভি ২০২০

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "In & Out: TV celebs onboard, quit or kicked out"The Times of India (ইংরেজি ভাষায়)। ২০১৫-০৯-২২। সংগ্রহের তারিখ ২০২১-০৩-১৬ 
  2. "Inside pictures of Kuch Rang Pyar Ke Aise Bhi actress Ekroop Bedi's wedding"India Today (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৩-১৬ 
  3. Team, Author: Editorial (২০২০-১২-২৯)। "Shakti Astitva Ke Ehsaas Ki Spoiler Alert: Gurvinder SLAPS Angel"IWMBuzz (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৩-১৬ 
  4. "Actress Ekroop Bedi to play a pivotal role in 'Koi Laut Ke Aaya Hai' - Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৩-১৬ 
  5. "Ekroop Bedi to be a part of Chandra Nandani - Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৩-১৬ 
  6. Team, Author: Editorial (২০২০-০৮-১১)। "Shakti Astitva Ke Ehsaas Ki Spoiler Alert: Gurwinder tries her best to unite Heer and Virat"IWMBuzz (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৩-১৬ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]