Ekroop Bedi | |
---|---|
জন্ম | |
জাতীয়তা | Indian |
অন্যান্য নাম | রূপ |
পেশা | Actress |
কর্মজীবন | 2011-present |
পরিচিতির কারণ | Suhani Si Ek Ladki |
উচ্চতা | ১৬৩ সেন্টিমিটার (৫ ফুট ৪ ইঞ্চি) |
দাম্পত্য সঙ্গী | Harmeet Jolly (বি. ২০১৮) |
একরূপ বেদী হলেন একজন ভারতীয় অভিনেত্রী, তিনি বিভিন্ন হিন্দি টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছেন যেমন সুহানী সি এক লাডকি, ধরমপত্নী, রব সে সোহনা ইশক, এবং বানী - ইশক দা কলমা। তিনি স্টার প্লাসের কোই লাউট কে আয়া হে ধারাবাহিকে অভিনয় করেছেন।[১][২][৩][৪][৫][৬]
বেদি ১৭-ই ডিসেম্বর ২০১৮ তে হার্মিত জেলির সাথে বিবাহ করেন।
No | Drama | Role | Channel | Year |
---|---|---|---|---|
১. | ধরমপত্নী | ইমাজিন টিভি | ২০১১ | |
২. | রব সে সোনা ইসক | রূপ | জি টিভি | ২০১২ |
৩. | বাণী – ইসক দা কালমা | কুকি সিংহ মন | কলার টিভি | ২০১৩ |
৪. | সুহানি সি এক লেডকি | গৌরী আদিত্য শিবস্তাভ | স্টার প্লাস | ২০১৪ |
৫. | এজেন্ট রাঘব - ক্রাইম ব্রাঞ্চ | আল্পনা | এন্ড টিভি | ২০১৫ |
৬. | কুচ রঙ্গ পিয়ার কে অইসে ভি | টিনা | সোনি টিভি | ২০১৬ |
৭. | বিষকন্যা এক আনখি প্রেম কাহানি | যাকসিনি/লায়লা | জি টিভ | |
৮. | চন্দ্র নন্দিনী | কিন্নারি | স্টার প্লাস | ২০১৬ |
৯. | কৈ লৌট কে আয়া হ্যায় | চাঁন্দা | স্টার প্লাস | ২০১৭ |
১০. | পেশওয়া বাজিরাও (টিভি সিরিজ) | ভিউবাই ঘরবাদে | সোনি টিভি | ২০১৭ |
১১. | কালিরিয়েন | নিম্মো ধীনগ্রা | জি টিভি | ২০১৮ |
১২ | শক্তি - অস্তিত্ব কে এহসাস কি | গুরুইনদার দালজিত সিংহ | কালার্স টিভি | ২০২০ |