ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | এক্তোর বেয়েরিন মরুনো[১] | ||
জন্ম | [২] | ১৯ মার্চ ১৯৯৫||
জন্ম স্থান | বার্সেলোনা, স্পেন | ||
উচ্চতা | ১.৭৮ মিটার (৫ ফুট ১০ ইঞ্চি)[২] | ||
মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | স্পোর্টিং সিপি | ||
জার্সি নম্বর | ১৯ | ||
যুব পর্যায় | |||
২০০৩–২০১১ | বার্সেলোনা | ||
২০১১–২০১৪ | আর্সেনাল | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১২–২০২২ | আর্সেনাল | ১৮৩ | (৪) |
২০১৩–২০১৪ | → ওয়াটফোর্ড (ধারে) | ৮ | (০) |
২০২১–২০২২ | → বেতিস (ধারে) | ২৩ | (০) |
২০২২–২০২৩ | বার্সেলোনা | ৩ | (০) |
২০২৩– | স্পোর্টিং সিপি | ১০ | (১) |
জাতীয় দল‡ | |||
২০১১ | স্পেন অনূর্ধ্ব-১৬ | ৬ | (১) |
২০১২ | স্পেন অনূর্ধ্ব-১৭ | ৬ | (০) |
২০১৩–২০১৪ | স্পেন অনূর্ধ্ব-১৯ | ৯ | (০) |
২০১৫–২০১৭ | স্পেন অনূর্ধ্ব-২১ | ১৪ | (০) |
২০১৬– | স্পেন | ৪ | (০) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ২৬ মে ২০২৩ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১২ নভেম্বর ২০২০ তারিখ অনুযায়ী সঠিক। |
এক্তোর বেয়েরিন মরুনো (জন্ম: ১৯ মার্চ ১৯৯৫) একজন পেশাদার ফুটবলার যিনি পর্তুগীজ প্রিমেইরা লিগার দল স্পোর্টিং সিপি এবং স্পেন জাতীয় দল এর হয়ে ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
বেয়েরিনের ফুটবলার জীবনের হাতেখড়ি হয় বার্সেলোনার যুব প্রকল্প লা মাসিয়ায়। পরবর্তীতে তিনি ইংরেজ ক্লাব আর্সেনাল এর যুব প্রকল্পে যোগদান করেন। ২০১৩ সালে আর্সেনালের হয়ে তার পেশাদার ফুটবলার জীবন শুরু হয়। আর্সেনালে থাকাকালীন সময়ে তিনি ২০১৩–১৪ মৌসুম ওয়াটফোর্ড এ এবং ২০২১–২২ মৌসুম বেতিস এ ধারে কাটান। ২০২২–২৩ মৌসুমের শুরুতে তিনি তার শৈশবের ক্লাব বার্সেলোনায় প্রত্যাবর্তন করেন। ২০২২-২৩ মৌসুমের দ্বিতীয়ার্ধে তিনি পর্তুগীজ লিগের দল স্পোর্টিং সিপিতে যোগদান করেন।
বেয়েরিন স্পেন অনূর্ধ্ব-১৬, স্পেন অনূর্ধ্ব-১৭, স্পেন অনূর্ধ্ব-১৯ ও স্পেন অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলেছেন। অনূর্ধ্ব-২১ দলের হয়ে তিনি ২০১৭ সালে উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপে রানার-আপ হওয়ার কৃতিত্ব অর্জন করেন। ২০১৬ সালের ২৯ মে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে তার স্পেন জাতীয় দল-এ অভিষেক হয়।
ক্লাব | মৌসুম | লিগ | জাতীয় কাপ | লিগ কাপ | ইউরোপীয় | অন্যান্য | মোট | ||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ম্যাচ | গোল | ম্যাচ | গোল | ম্যাচ | গোল | ম্যাচ | গোল | ম্যাচ | গোল | ম্যাচ | গোল | ||
আর্সেনাল | ২০১২–১৩ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | — | ০ | ০ | |
২০১৩–১৪ | ০ | ০ | ০ | ০ | ১ | ০ | ০ | ০ | — | ১ | ০ | ||
২০১৪–১৫ | ২০ | ২ | ৩ | ০ | ১ | ০ | ৪ | ০ | ০ | ০ | ২৮ | ২ | |
২০১৫–১৬ | ৩৬ | ১ | ২ | ০ | ০ | ০ | ৬ | ০ | ১ | ০ | ৪৪ | ১ | |
২০১৬–১৭ | ৩৩ | ১ | ৪ | ০ | ০ | ০ | ৫ | ০ | — | ৪২ | ১ | ||
২০১৭–১৮ | ৩৫ | ২ | ০ | ০ | ৩ | ০ | ৮ | ১ | ১ | ০ | ৪৭ | ৩ | |
২০১৮–১৯ | ১৯ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | — | ১৯ | ০ | ||
২০১৯–২০ | ১৫ | ১ | ৩ | ০ | ২ | ০ | ৩ | ০ | — | ২৩ | ১ | ||
২০২০–২১ | ২৫ | ১ | ১ | ০ | ১ | ০ | ৭ | ৭ | ১ | ০ | ৩৫ | ১ | |
২০২১–২২ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | — | — | ০ | ০ | |||
মোট | ১৮৩ | ৮ | ১২ | ০ | ৮ | ৮ | ৩৩ | ১ | ৩ | ০ | ২৩৯ | ৯ | |
ওয়াটফোর্ড (ধারে) | ২০১৩–১৪ | ৮ | ০ | — | — | — | — | ৮ | ০ | ||||
বেতিস (ধারে) | ২০২১–২২ | ২৩ | ০ | ৫ | ০ | — | ৪ | ০ | — | ৩২ | ০ | ||
বার্সেলোনা | ২০২২–২৩ | ৩ | ০ | ২ | ০ | — | ২ | ০ | ০ | ০ | ৭ | ০ | |
স্পোর্টিং সিপি | ২০২২–২৩ | ১০ | ১ | — | — | ৩ | ০ | — | ১৩ | ১ | |||
সর্বমোট | ২২৭ | ৯ | ১৯ | ০ | ৮ | ০ | ৪২ | ১ | ৩ | ০ | ২৯৯ | ১০ |
জাতীয় দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
স্পেন | ২০১৬ | ৩ | ০ |
২০১৭ | ০ | ০ | |
২০১৮ | ০ | ০ | |
২০১৯ | ০ | ০ | |
২০২০ | ১ | ০ | |
মোট | ৪ | ০ |