মূল উদ্ভাবক | ওলিভার ফোরড্যান |
---|---|
উন্নয়নকারী | বহুজন[১] |
প্রাথমিক সংস্করণ | ১৯৯৬ |
স্থিতিশীল সংস্করণ | ৪.১২[২]
/ ২৮ ফেব্রুয়ারি ২০১৫ |
পূর্বরূপ সংস্করণ | ৪.১৪প্রি২[৩]
|
রিপজিটরি | |
যে ভাষায় লিখিত | সি (জিটিকে+) |
প্ল্যাটফর্ম | ইউনিক্স-সদৃশ |
ধরন | ডেস্কটপ পরিবেশ |
লাইসেন্স | গ্নু জেনারেল পাবলিক লাইসেন্স, গ্নু লেসার জেনারেল পাবলিক লাইসেন্স ও বিএসডি লাইসেন্স |
ওয়েবসাইট | xfce |
এক্সএফসিই (ইংরেজি: Xfce)[৪] ইউনিক্স ও ইউনিক্স-সদৃশ অপারেটিং সিস্টেমের জন্য একটি ফ্রি ও ওপেন সোর্স ডেস্কটপ পরিবেশ, যেমন— লিনাক্স, সোলারিস, বিএসডি ইত্যাদি।
দেখতে সুন্দর ও সহজে ব্যবহারযোগ্য হওয়ার পাশাপাশি এক্সএফসিইর মূল লক্ষ্য হালকা ও দ্রুত হওয়া। এক্সএফসিই মডুলারিটি ও পুনর্ব্যবহারের পুরোনো ইউনিক্স দর্শন ধারণ করে। ভিন্ন ভিন্ন প্যাকেজড অংশ নিয়ে এক্সএফসিই গঠিত, যেগুলো একসাথে একটি ডেস্কটপ পরিবেশের সমস্ত ফাংশন প্রদান করে। freedesktop.org এ উল্লেখ করা স্ট্যান্ডার্ড মেনে চলাও এক্সএফসিই এর একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। [৫]
গ্নোমের মতই এক্সএফসিইও জিটিকে টুলকিটের উপর ভিত্তি করে নির্মিত। তবে এক্সএফসিই গ্নোম ফোর্ক নয়। এটি এক্সএফডব্লিউএম উইন্ডো ম্যানেজার ব্যবহার করে। এটার কনগিগারেশন পুরোটাই মাউজ-ড্রাইভেন, যেখানে কনফিগারেশন ফাইল, সাধারণ ব্যবহারকারী থেকে লুকোনো থাকে। [৬] এক্সএফসিইতে কোন ডেক্সটপ এনিমেশন নেই, তবে এক্সেফডব্লিউএম কম্পোজিটিং সমর্থন করে।[৭]
এক্সএফসিই টিম কর্তৃক ডেভেলপকৃত এপ্লিকেশন জিটিকে+ ও নিজস্বভাবে ডেভেলপকৃত এক্সএফসিই লাইব্রেরি ভিত্তিক। তারা নিজেরা ছাড়াও তৃতীয় পক্ষ এ লাইব্রেরি ব্যবহার করে।[৮]
উপাদান | বিবরণ | টিকা |
---|---|---|
ক্লিপম্যান | ক্লিপবোর্ড ম্যানেজার | |
মাউজপ্যাড | টেক্সট এডিটর | |
ওর্যাজ | গ্রাফিক্যাল ক্যালেন্ডার | |
প্যারোল | জিস্ট্রিমার ফ্রেমওয়ার্কের জন্যে ফ্রন্ট এন্ড | |
থুনার | ফাইল ম্যানেজার | |
এক্সএফবার্ন | অপ্টিক্যাল ডিস্ক অথরিং, সিডি/ডিভিডি/ব্লু রে ডিস্ক সমর্থন করে | |
এক্সএফসিই৪-এপফাইন্ডার | এক্সএফসিই৪-এর জন্যে এপফাইন্ডার | |
এক্সএফসিই৪-মিক্সার | এক্সএফসিই প্যানেলের জন্যে ভলিউম কন্ট্রোল প্লাগইন এবং স্বাধীন সাউন্ড মিক্সার এপ্লিকেশন | জিস্ট্রিমারকে ব্যাকএন্ডে ব্যবহার করে |
এক্সএফসিই৪-নোটিফাইড | সিম্পল ও দৃষ্টিনন্দন নোটিফিকেশন ডেয়মন | |
এক্সএফসিই৪-প্যানেল | ডেস্কটপ টাস্কবার | |
এক্সএফসিই৪-পাওয়ার-ম্যানেজার | পিসি পাওয়ার ব্যবস্থাপনা প্রোগ্রাম | |
এক্সএফসিই৪-সেশন | সেশন ম্যানেজার | |
এক্সএফসিই-টার্মিনাল | টার্মিনাল ইমুলেটর | |
এক্সএফডব্লিউএম | এক্স উইন্ডো ম্যানেজার | ঐচ্ছিক কম্পোজিটিং |