এডওয়ার্ড উইটেন

এডওয়ার্ড উইটেন
উইটেন চালমারস ইউনিভার্সিটি অফ টেকনোলজি, গোথেনবার্গ, সুইডেনে একটি বক্তৃতা দিচ্ছেন, ২৯শে এপ্রিল, ২০০৮
জন্ম (1951-08-26) ২৬ আগস্ট ১৯৫১ (বয়স ৭৩)
বাল্টিমোর, ম্যারিল্যান্ড, যুক্তরাষ্ট্র
জাতীয়তামার্কিন
মাতৃশিক্ষায়তনব্র্যান্ডেস বিশ্ববিদ্যালয় (বি.এ.) ইউনিভার্সিটি অব উইসকনসিন, ম্যাডিসন
প্রিন্সটন বিশ্ববিদ্যালয় (পিএইচডি)
পরিচিতির কারণস্ট্রিং তত্ত্ব
এম-তত্ত্ব
কোয়ান্টাম মহাকর্ষ
কোয়ান্টাম ক্ষেত্র তত্ত্ব
সুপারসিমেট্রি
দাম্পত্য সঙ্গীক্লেয়ার ন্যাপি
পুরস্কারম্যাকআর্থার ফেলোশিপ (১৯৮২)
দিরাক মেডেল (১৯৮৫)
অ্যালবার্ট আইনস্টাইন পুরস্কার (১৯৮৫)
ফিল্ডস পদক (১৯৯০)
হেনরি পয়নকেয়ার পুরস্কার (২০০৬)
অ্যালান টি. ওয়াটারম্যান পুরস্কার (১৯৯৫)
ড্যানি হেইনম্যান পুরস্কার (১৯৯৮)
নেমার পুরস্কার (২০০০)
হার্ভে পুরস্কার (২০০৫)
ক্র্যাফোর্ড পুরস্কার (২০০৮)
লোরেন্‌ৎস পদক (২০১০)
আইজ্যাক নিউটন মেডেল (২০১০)
মৌলিক পদার্থবিদ্যা পুরস্কার (২০১২)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রতাত্ত্বিক পদার্থবিজ্ঞান
সুপারস্ট্রিং তত্ত্ব
প্রতিষ্ঠানসমূহইন্সটিটিউট ফর অ্যাডভান্সড স্টাডি
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়
ক্যালিফোর্নিয়া ইন্সটিটিউট অফ টেকনোলজি
প্রিন্সটন বিশ্ববিদ্যালয়
ডক্টরাল উপদেষ্টাডেভিড জোনাথন গ্রস
ডক্টরেট শিক্ষার্থীজোনাথন ব্যাগার
কামরুন ভাফা
স্টিভেন গিডিংস
জিও-গ্যাং ওয়েন
ইভা সিলভারস্টেইন
শমিত কাচরু
সের্গেই গুকভ
মুকুন্দ রাঙ্গামানি
তামার ফ্রাইডম্যান
পিটার সার্ভেক
ওয়েবসাইটhttp://www.sns.ias.edu/~witten/

এডওয়ার্ড উইটেন (ইংরেজি: Edward Witten) (জন্ম ২৬শে আগস্ট, ১৯৫১) গণিতে ফিল্ড্‌স পদক বিজয়ী একজন মার্কিন গণিতবিদতাত্ত্বিক পদার্থবিজ্ঞানী। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রিন্সটন শহরের ইনস্টিটিউট ফর অ্যাডভান্সড স্টাডির নামক গবেষণা প্রতিষ্ঠানের প্রাকৃতিক বিজ্ঞান বিদ্যালয়ের একজন অবসরোত্তর সাম্মানিক (ইমেরিটাস) অধ্যাপক।[] উইটেন স্ট্রিং তত্ত্ব, কোয়ান্টাম অভিকর্ষ, অতিপ্রতিসম কোয়ান্টাম ক্ষেত্রে তত্ত্বসমূহে ও গাণিতিক পদার্থবিজ্ঞানের অন্যান্য ক্ষেত্রের একজন গবেষক। উইটেনের গবেষণাকর্ম বিশুদ্ধ গণিতশাস্ত্রের উপরে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলেছে।[] ১৯৯০ সালে আন্তর্জাতিক গণিত সংঘ তাঁকে প্রথম পদার্থবিজ্ঞানী হিসেবে গণিতে ফিল্ডস পদক প্রদান করে। পদার্থবিজ্ঞানে অন্তর্দৃষ্টির জন্য (যেমন সাধারণ আপেক্ষিকতা ক্ষেত্রে ১৯৮১ সালে ধনাত্মক শক্তি উপপাদ্যটির প্রমাণ) এবং জোনসের অপরিবর্তনীয়গুলিকে ফাইনম্যান সমগ্রক হিসেবে ব্যাখ্যা করার জন্য তাঁকে এই পুরস্কার দেওয়া হয়।[] তাঁকে কার্যত এম-তত্ত্বের প্রতিষ্ঠাতা হিসেবে গণ্য করা হয়।[]

জীবনী

[সম্পাদনা]

উইটেন ম্যারিল্যান্ডের বাল্টিমোরে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭১ সালে ব্যাচেলর্স ডিগ্রি অর্জন করেন। তিনি প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে ১৯৭৪ সালে এমএ এবং ১৯৭৬ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তার পিএইচডি উপদেষ্টা ছিলেন নোবেল বিজয়ী পদার্থবিজ্ঞানী ডেভিড জোনাথন গ্রস। তিনি ১৯৮০ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত প্রিন্সটনে পদার্থবিজ্ঞানের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। []

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Edward Witten"Institute for Advanced Study। সংগ্রহের তারিখ জুলাই ১৪, ২০২২ 
  2. Atiyah, Michael (১৯৯০)। "On the Work of Edward Witten" (পিডিএফ)Proceedings of the International Congress of Mathematicians। পৃষ্ঠা 31–35। মার্চ ১, ২০১৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  3. Michael Atiyah। "On the Work of Edward Witten" (পিডিএফ)Mathunion.org। মার্চ ১, ২০১৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মার্চ ৩১, ২০১৭ 
  4. Duff 1998, p. 65
  5. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি" (পিডিএফ)। ৪ ফেব্রুয়ারি ২০১২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০১৮ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]