এডনা ফার্বার | |
---|---|
![]() ১৯২৮ সালে ফার্বার | |
স্থানীয় নাম | ইংরেজি: Edna Ferber |
জন্ম | ক্যালামাজু, মিশিগান, মার্কিন যুক্তরাষ্ট্র | ১৫ আগস্ট ১৮৮৫
মৃত্যু | ১৬ এপ্রিল ১৯৬৮ নিউ ইয়র্ক সিটি, মার্কিন যুক্তরাষ্ট্র | (বয়স ৮২)
পেশা | ঔপন্যাসিক, নাট্যকার, ছোটগল্পকার |
শিক্ষা | লরেন্স বিশ্ববিদ্যালয় |
ধরন | নাটক, প্রণয় |
উল্লেখযোগ্য পুরস্কার | কথাসাহিত্যে পুলিৎজার পুরস্কার (১৯২৫) |
এডনা ফার্বার (১৫ আগস্ট ১৮৮৫ - ১৬ এপ্রিল ১৯৬৮) একজন মার্কিন ঔপন্যাসিক, ছোটগল্পকার ও নাট্যকার।[১] তিনি সো বিগ (১৯২৪) উপন্যাসের জন্য কথাসাহিত্যে পুলিৎজার পুরস্কার অর্জন করেন। তার রচিত একাধিক উপন্যাসকে চলচ্চিত্রে রূপ দান করা হয়; তন্মধ্যে শো বোট (১৯২৬) থেকে ১৯২৭ সালের সঙ্গীতধর্মী চলচ্চিত্র, সিমারন (১৯৩০) থেকে ১৯৩১ সালের একই নামের শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে একাডেমি পুরস্কার বিজয়ী চলচ্চিত্র, জায়ান্ট (১৯৫২) থেকে ১৯৫৬ সালের একই নামের চলচ্চিত্র, এবং আইস প্যালেস (১৯৫৮) থেকে ১৯৬০ সালের একই নামের চলচ্চিত্র। তিনি তার ১৯২২ সালের প্রকাশিত ছোটগল্প ওল্ড ম্যান মিনিক-কে মিনিক নামে নাটকে উপযোগী করেন, যা তিনবার চলচ্চিত্র রূপ দেওয়া হয়; প্রথমবার ১৯২৫ সালে নির্বাক চলচ্চিত্র ওয়েলকাম হোম, ১৯৩২ সালে দি এক্সপার্ট ও ১৯৩৯ সালে নো প্লেস টু গো।
ফার্বার ১৯৬৮ সালের ১৬ই এপ্রিল পাকস্থলীর ক্যান্সারে মৃত্যুবরণ করেন।[২]