এডয়ার্ড কেলভিন কেন্ডাল | |
---|---|
জন্ম | |
মৃত্যু | ৪ মে ১৯৭২প্রিন্সটন, নিউ জার্সি, USA | (বয়স ৮৬)
মাতৃশিক্ষায়তন | কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় |
পরিচিতির কারণ | isolation of thyroxine কর্টিসন আবিষ্কার |
পুরস্কার | Lasker Award (1949) Passano Foundation (1950) চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯৫০) |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | প্রাণরসায়ন |
প্রতিষ্ঠানসমূহ | পার্ক ডেভিস St. Luke's Hospital মায়ো ক্লিনিক প্রিন্সটন বিশ্ববিদ্যালয় |
এডয়ার্ড কেলভিন কেন্ডাল একজন মার্কিন রসায়নবিজ্ঞানী। করটিসোন হরমোন আবিষ্কারের জন্য এবং এবং রিউমাটয়েড আর্থ্রাইটিসের চিকিৎসার ক্ষেত্রে এর প্রয়োগের জন্য কেলভিন তার মায়ো ক্লিনিকের সহকর্মী ফিলিপ শোয়ালটার হেঞ্চ এবং সুইস রসায়নবিদ তাদেউস রাইখস্টেইনের সাথে যৌথভাবে ১৯৫০ সালে শরীরবিদ্যা বা চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কারে ভূষিত হন। নোবেল কমিটি এই ত্রয়ীকে "অ্যাড্রিনাল কর্টেক্সের হরমোন, তাদের গঠন এবং জৈবিক প্রভাব সম্পর্কিত আবিষ্কারের জন্য" পুরস্কার প্রদান করে।[১]
কেন্ডাল ১৮৮৬ সালে কানেকটিকাটে জন্মগ্রহণ করেন। তিনি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে ১৯০৮ সালে ব্যাচেলর অব সায়েন্স, ১৯০৯ সালে মাস্টার অব সায়েন্স এবং ১৯১০ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।