রেডমেইন ১৯৮২ সালের ৬ জানুয়ারি লন্ডনের ওয়েস্টমিনিস্টারে জন্মগ্রহণ করেন।[২] তার মাতা প্যাট্রিশিয়া (বার্কি) একজন ব্যবসায়ী এবং পিতা রিচার্ড রেডমেইন একজন কর্পোরেট ফিন্যান্সের একজন ব্যবসায়ী।[৩] তার প্র-পিতামহ স্যার রিচার্ড রেডমেইন ছিলেন একজন সিভিল ও মাইনিং প্রকৌশলী। তার একজন বড় ভাই ও ছোট ভাই এবং একজন বড় সৎভাই ও একজন সৎবোন রয়েছে।[৪]
রেডমেইন ২০০৬ সালে তার প্রথম চলচ্চিত্র লাইক মাইন্ডস্-এ অভিনয় করেন। তাকে অভিনয়শিল্পী নির্বাচনকারী পরিচালক লুসি বেভান গোট্স নামক মঞ্চনাটক দেখে এই চলচ্চিত্রের জন্য নির্বাচন করেন।[৮] পরবর্তীতে তিনি দ্য গুড শেপার্ড (২০০৬), স্যাভেজ গ্রেস (২০০৭), এলিজাবেথ: দ্য গোল্ডেন এজ (২০০৭), দ্য আদার বলেইন গার্ল (২০০৮), পাওডার ব্লু (২০০৮), গ্লোরিয়াস থার্টি নাইন (২০০৯) ও হিক (২০১১) চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয় করেন। ২০১০ সালে তিনি ক্রিস্টোফার স্মিথের অতিপ্রাকৃত গথিকধর্মী ব্ল্যাক ডেথ ছবিতে অসমুন্ড চরিত্রে প্রধান ভূমিকায় অভিনয় করেন।[৯] একই বছরের ২৬ ফেব্রুয়ারি স্যামুয়েল গোল্ডউইন ফিল্মস থেকে তার ২০০৮ সালে করা দ্য ইয়েলো হ্যান্ডকারচিফ ছবিটি মুক্তি দেওয়া হয়।[১০][১১]
তিনি ২০১১ সালে চলচ্চিত্র নির্মাতা কলিন ক্লার্কের জীবনীমূলক নাট্য চলচ্চিত্র মাই উয়িক উইথ মেরিলিন ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেন। পরের বছর তিনি সঙ্গীতধর্মী লে মিজেরাবল ছবিতে মারিউস পন্টমার্সি চরিত্রে অভিনয় করেন।[১২][১৩]
২০১৫ সালের শুরুর দিকে তিনি জুপিটার অ্যাসেন্ডিং চলচ্চিত্রে বালেম অ্যাব্রাসাক্স চরিত্রে অভিনয় করেন। চলচ্চিত্রটি নেতিবাচক সমালোচনা লাভ করে এবং তিনি তার অভিনয়ের জন্য সবচেয়ে বাজে পার্শ্ব অভিনেতা হিসেবে গোল্ডেন রাসবেরি পুরস্কার লাভ করেন।[১৬] একই বছর তিনি কার্ল হুপার পরিচালিত দ্য ডেনিশ গার্ল ছবিতে যৌন রূপান্তরকারী সার্জারির অগ্রদূত লিলি এলবির ভূমিকায় অভিনয় করেন।[১৭] এই চরিত্রে অভিনয়ের জন্য তিনি টানা দ্বিতীয়বারের মত শ্রেষ্ঠ অভিনেতার জন্য একাডেমি পুরস্কার, গোল্ডেন গ্লোব পুরস্কার ও বাফটা পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[১৮] এছাড়া তিনি টমাস অ্যান্ড ফ্রেন্ড্স চলচ্চিত্রের বিশেষ সডর্স লিজেন্ড অভ দ্য লস্ট ট্রেজার-এ রায়ান দ্য ট্যাঙ্ক ইঞ্জিন চরিত্রে অতিথি চরিত্রে অভিনয় করেন। রেডমেইন ২০১৫ সালে আইটিভির প্রামাণ্যচিত্র ওয়ার আর্ট উইথ এডি রেডমেইন উপস্থাপনা করেন।[১৯]
রেডমেইন ২০১৪ সালের ১৫ ডিসেম্বর হান্নাহ বাগশকে বিয়ে করেন। হান্নাহ একজন জনসংযোগ কর্মকর্তা।[২২] তাদের একমাত্র মেয়ে আইরিস মেরি ২০১৬ সালের জুন মাসে জন্মগ্রহণ করেন।[২৩]
রেডমেইন ২০১৪ সালের আগস্ট মাসে তিনি চলচ্চিত্র শিক্ষা সংস্থা ইনটু ফিল্ম থেকে দূত পদে নিয়োগ লাভ করেন।[২৪] ২০১৫ সালে নাটকে অবদানের জন্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ারের অফিসার পদে নিয়োগ লাভ করেন।[২৫]
২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে রেডমেইন লস অ্যাঞ্জেলেসের অসহায় এলজিবিটি যুবকদের হয়ে কথা বলেন।[২৬]
↑Hirschberg, Lynn (এপ্রিল ২০১৩)। "The New Guard: Eddie Redmayne"। W Magazine (ইংরেজি ভাষায়)। ২৩ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০১৭।