এদিত ক্রেসোঁ | |
---|---|
ফ্রান্সের প্রধানমন্ত্রী | |
কাজের মেয়াদ ১৫ মে ১৯৯১ – ২ এপ্রিল ১৯৯২ | |
রাষ্ট্রপতি | ফ্রঁসোয়া মিতেরঁ |
পূর্বসূরী | মিশেল রোকার |
উত্তরসূরী | পিয়ের বেরেগোভোয়া |
ইউরোপিয়ান কমিশনার ফর রিসার্চ, সায়েন্স অ্যান্ড টেকনোলজি | |
কাজের মেয়াদ ২৩ জানুয়ারি ১৯৯৫ – ১২ সেপ্টেম্বর ১৯৯৯ | |
রাষ্ট্রপতি | জাক সাঁতে মানুয়েল মারাঁ (ভারপ্রাপ্ত) |
পূর্বসূরী | অঁতোনিও রুবের্তি |
উত্তরসূরী | ফিলিপ ব্যুস্কাঁ |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | এদিত কঁপিওঁ ২৭ জানুয়ারি ১৯৩৪ বুলইন-বিয়ঁকুর, ফ্রান্স |
রাজনৈতিক দল | সমাজতান্ত্রিক দল |
দাম্পত্য সঙ্গী | জাক ক্রেসোঁ |
প্রাক্তন শিক্ষার্থী | এইচইসি প্যারিস |
এদিত ক্রেসোঁ[১] (ফরাসি: Édith Cresson এদিত্ ক্রেসোঁ) (জন্মপদবী: কঁপিওঁ, ২৭ জানুয়ারি ১৯৩৪) একজন ফরাসি রাজনীতিবিদ। তিনি ফ্রান্সের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন। তিনি ১৯৯১ থেকে ১৯৯২ সাল পর্যন্ত ফ্রান্সের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ফ্রান্সের প্রথম নারী হিসেবে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন ছাড়া তাঁর মেয়াদ তেমন ঘটনাবহুল ছিল না। গবেষণা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ইউরোপীয় কমিশনার পদে থাকাকালীন দুর্নীতির অভিযোগে তাঁর রাজনৈতিক কর্মজীবনের পরিসমাপ্তি ঘটে।