![]() ২০১৬ সালে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের হয়ে এদিমিলসন | |||
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | এদিমিলসন ফের্নান্দেস রিবেইরো[১] | ||
জন্ম | ১৫ এপ্রিল ১৯৯৬ | ||
জন্ম স্থান | সিয়ন, সুইজারল্যান্ড | ||
উচ্চতা | ১.৯০ মিটার (৬ ফুট ৩ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | মাইনৎস ০৫ | ||
জার্সি নম্বর | ২০ | ||
যুব পর্যায় | |||
২০০৭–২০১৩ | সিয়ন | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১৩–২০১৬ | সিয়ন | ৪৮ | (২) |
২০১৬–২০১৯ | ওয়েস্ট হ্যাম ইউনাইটেড | ৪২ | (০) |
২০১৮–২০১৯ | → ফিওরেন্তিনা (ধার) | ২৯ | (২) |
২০১৯– | মাইনৎস ০৫ | ২৪ | (১) |
জাতীয় দল‡ | |||
২০১৬– | সুইজারল্যান্ড অনূর্ধ্ব-২১ | ৫ | (২) |
২০১৬– | সুইজারল্যান্ড | ১৪ | (১) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৪:৪০, ২৬ জুন ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৪:৪০, ২৬ জুন ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
এদিমিলসন ফের্নান্দেস রিবেইরো (পর্তুগিজ: Edimilson Fernandes; জন্ম: ১৫ এপ্রিল ১৯৯৬; এদিমিলসন ফের্নান্দেস নামে সুপরিচিত) হলেন একজন সুইজারল্যান্ডীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে জার্মানির পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর বুন্দেসলিগার ক্লাব মাইনৎস ০৫ এবং সুইজারল্যান্ড জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় এবং আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন।
২০১৬ সালে, এদিমিলসন সুইজারল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে সুইজারল্যান্ডের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। একই বছরে তিনি সুইজারল্যান্ডের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; সুইজারল্যান্ডের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১৪ ম্যাচে ১টি গোল করেছেন। তিনি সুইজারল্যান্ডের হয়ে এপর্যন্ত ১টি উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে (২০২০) অংশগ্রহণ করেছেন।
এদিমিলসন ফের্নান্দেস রিবেইরো ১৯৯৬ সালের ১৫ই এপ্রিল তারিখে সুইজারল্যান্ডের সিয়নে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।