এনএইচকে এডুকেশনাল টিভি | |
---|---|
উদ্বোধন | ১০ জানুয়ারি ১৯৫৯ |
মালিকানা | এনএইচকে |
দেশ | জাপান |
ভাষা | জাপানি |
প্রচারের স্থান | সারাদেশ |
প্রধান কার্যালয় | এনএইচকে ব্রডকাস্টিং সেন্টার, শিবুইয়া, টোকিও |
ভ্রাতৃপ্রতিম চ্যানেল(সমূহ) | এনএইচকে জেনেরাল টিভি |
এনএইচকে এডুকেশনাল টিভি, সংক্ষেপে এনএইচকে ই এবং ই টেলে নামে পরিচিত (জাপানি: NHK教育テレビジョン), একটি জাপানিয় শিক্ষাবিষয়ক টেরেস্ট্রিয়াল টেলিভিশন চ্যানেল। এটি এনএইচকের দ্বিতীয় টেলিভিশন চ্যানেল, এবং এনএইচকে জেনেরাল টিভির একটি সহযোগী প্রতিষ্ঠান। এনএইচকে এডুকেশনাল টিভির যাত্রা শুরু হয় ১৯৫৯ সালের ১০ জানুয়ারিতে। জেনেরাল টিভির অসদৃশে এই চ্যানেলে বেশিরভাগ শিক্ষাবিষয়ক, শিল্প, এবং সাংস্কৃতিক অনুষ্ঠান প্রচারিত হয়, যেমন যুক্তরাষ্ট্রের পিবিএস এবং যুক্তরাজ্যের বিবিসি ৪ এর মতো।[১] এটিতে অ্যানিমেও সম্প্রচার করা হয়।