এনএক্সটি ইউনাইটেড কিংডম চ্যাম্পিয়নশিপ | |||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
তথ্য | |||||||||||||||||||||
সংস্থা | ডাব্লিউডাব্লিউই | ||||||||||||||||||||
ব্র্যান্ড | এনএক্সটি ইউকে | ||||||||||||||||||||
প্রতিষ্ঠা | ১৫ ডিসেম্বর ২০১৬ | ||||||||||||||||||||
অবসর | ৪ সেপ্টেম্বর ২০২২ | ||||||||||||||||||||
অন্যান্য নাম | |||||||||||||||||||||
| |||||||||||||||||||||
|
'এনএক্সটি ইউনাইটেড কিংডম চ্যাম্পিয়নশিপ' (বাংলাঃ এনএক্সটি যুক্তরাজ্য শিরোপা) যুক্তরাষ্ট্রের পেশাদার কুস্তি সংস্থা ডাব্লিউডাব্লিউই কর্তৃক প্রতিষ্ঠিত একটি লুপ্ত শিরোপা। এটি মূলত ডাব্লিউডাব্লিউই-এর যুক্তরাজ্য ভিত্তিক ব্র্যান্ড এনএক্সটি ইউকে'র কুস্তি প্রতিযোগীদের জন্য শীর্ষ শিরোপা ছিল। সাধারণত এনএক্সটি-এর বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠানে ও স্বাধীন কুস্তি সংস্থার প্রতিযোগিতায় এই শিরোপার জন্য লড়াই হয়। ১৫ ডিসেম্বর ২০১৬-এ 'ডাব্লিউডাব্লিউই ইউনাটেড কিংডম চ্যাম্পিয়নশিপ' হিসাবে শিরোপাটি প্রতিষ্ঠিত হয়। শিরোপা প্রতিষ্ঠার পর, জানুয়ারি ২০১৭তে অনুষ্ঠিত ডাব্লিউডাব্লিউই ইউনাইটেড কিংডম চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার বিজয়ীকে পুরস্কার স্বরূপ এই শিরোপা দেয়া হয়েছিল। টাইলার বেট ঐ প্রতিযোগিতার বিজয়ী হিসেবে প্রথম 'ইউনাইটেড কিংডম চ্যাম্পিয়ন' হয়েছিলেন। আগস্ট ২০১৮ এনএক্সটি ইউকে ব্র্যান্ডের খেলা ধারণ ও অক্টোবর হতে ডাব্লিউডাব্লিউই'র নিজস্ব টেলিভিশন চ্যানেল ডাব্লিউডাব্লিউই নেটওয়ার্কে প্রচার শুরু হয়। এনএক্সটি ইউকে ব্র্যান্ডের অভিষেকের আগ পর্যন্ত, শিরোপাটির জন্য প্রাথমিকভাবে ডাব্লিউডাব্লিউই-এর এনএক্সটি এবং যুক্তরাজ্যভিত্তিক স্বাধীন কুস্তি প্রতিযোগিতা সংস্থার প্রযোজিত অনুষ্ঠান সমূহে খেলা হতো। জানুয়ারি ২০২০ হতে শিরোপার নাম পরিবর্তন করে এনএক্সটি ইউকে'র শীর্ষ শিরোপা হিসাবে প্রতিস্থাপন করা হয়। ইতিহাসে চারজন কুস্তিগির শিরোপাটি জয় করেছিলেন। টাইলার বেট শিরোপাটির প্রথম, সর্বোচ্চ দুইবারের এবং ডাব্লিউডাব্লিউই কর্তৃক স্বীকৃত সর্বশেষ ধারক।
১৫ ডিসেম্বর ২০১৬, লন্ডনের ওটু এরেনায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডাব্লিউডাব্লিউই'র প্রধান পরিচালন কর্মকর্তা ও এনএক্সটি ব্র্যান্ডের প্রধান ট্রিপল এইচ জানান যে, ডাব্লিউডাব্লিউই-এর নতুন যুক্তরাজ্য বিভাগের জন্য প্রতিষ্ঠিত ডাব্লিউডাব্লিউই ইউনাইটেড কিংডম চ্যাম্পিয়নশিপ -এর জন্য ১৬ জন পেশাদার কুস্তিগিরের জন্য 'পরাজিত হলে বিদায়' ফরম্যাটের একটি প্রতিযোগিতা হবে। ১৪ ও ১৫ জানুয়ারী ২০১৭, প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছিল এবং ডাব্লিউডাব্লিউই নেটওয়ার্কে প্রচারিত হয়েছিল। প্রতিযোগিতার বিজয়ী হিসেবে টাইলার বেট প্রথম ডাব্লিউডাব্লিউই ইউনাইটেড কিংডম চ্যাম্পিয়নশিপ শিরোপা জেতেন।[১]
উদ্বোধনী প্রতিযোগিতার পর, শিরোপাটি আর বেশি প্রচারের আলোয় আসে ডাব্লিউডাব্লিউই-এর এনএক্সটি ব্র্যান্ডের সাপ্তাহিক অনুষ্ঠানে দেখানোর পর। ২৮ জানুয়ারী ২০১৭, টেক্সাসের সান আন্তোনিওতে এনএক্সটি-র একটি ধারণকৃত(১ ফেব্রুয়ারিতে প্রচারিত) পর্বে টাইলার বেট প্রথম শিরোপাধারী হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন।[২] ফ্লোরিডার উইন্টার পার্কে এনএক্সটি'র 'নিজস্ব বাড়ি' হিসেবে খ্যাত ফুল সেইল বিশ্ববিদ্যালয়ের এরেনায় ধারণ করা পর্বে (১৫ ফেব্রুয়ারিতে প্রচারিত) টাইলার বেট প্রথম বার শিরোপারক্ষার খেলায় ট্রেন্ট সেভেনকে পরাজিত করেছিলেন।[৩] ডাব্লিউডাব্লিউই-এর বাইরে প্রথমবারের মতো শিরোপা রক্ষার ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল লন্ডন ভিত্তিক প্রগ্রেস রেসলিংয়ের একটি অনুষ্ঠানে। যেটা রেসলম্যানিয়া এক্সেসের অংশ হিসাবে ৩১ মার্চ ফ্লোরিডার অরল্যান্ডোতে অনুষ্ঠিত হয়। এই ম্যাচে টাইলার বেট মার্ক অ্যান্ড্রুজের বিপক্ষে শিরোপা ধরে রেখেছিলেন।[৪] ২০ মে ২০১৭তে অনুষ্ঠিত এনএক্সটি টেকওভার:শিকাগোতে, পিট ডান টাইলার বেটকে পরাজিত করলে প্রথম বার শিরোপাটি হাত বদল হয়।[৫][৬] যুক্তরাজ্য বিভাগের বাইরের কুস্তিগির হিসেবে জনি গারগানো ১৮ নভেম্বরের এনএক্সটি'র পর্বে (২২ নভেম্বর প্রচারিত) এই শিরোপার জন্য লড়েছেন এবং ব্যর্থ হয়েছিলেন।[৭]
শিরোপাটি ডাব্লিউডাব্লিউই নেটওয়ার্কের যুক্তরাজ্যে প্রযোজিত কুস্তির অনুষ্ঠান গুলির জন্য শীর্ষ শিরোপা হিসেবে ২০১৬ সালের ডিসেম্বরে উন্মোচন করা হয়েছিল[৮][৯] তবে ২০১৮-এর মধ্যবর্তী সময়ে ডাব্লিউডাব্লিউই তাদের যুক্তরাষ্ট্র ভিত্তিক এনএক্সটি ব্র্যান্ডের সহযোগী ব্র্যান্ড এনএক্সটি ইউকে প্রতিষ্ঠা না করা পর্যন্ত এটা ডাব্লিউডাব্লিউই'র যুক্তরাজ্য বিভাগের শীর্ষ শিরোপা হিসেবে গণ্য হয়নি।[১০][১১] এনএক্সটি ইউকে ব্র্যান্ডের অনুষ্ঠানমালা আগস্ট ২০১৮ হতে ধারণ শুরু হয়। উদ্বোধনী পর্ব ১৭ অক্টোবর প্রচার হয়।[১২] উদ্বোধনী পর্বে পিট ডান নোয়াম দারের বিরুদ্ধে শিরোপা রক্ষার লড়াই জিতে নেন।[১৩] ১৭ জানুয়ারি ২০২০ তারিখে এনএক্সটি ইউকের ধারণকৃত পর্বে, ব্র্যান্ডের শীর্ষ শিরোপা হিসেবে এর নাম পরিবর্তন করে এনএক্সটি ইউনাইটেড কিংডম চ্যাম্পিয়নশিপ করা হয়।[১৪]
আগস্ট, ২০২২-এ ডাব্লিউডাব্লিউই তাদের ইউরোপ ভিত্তিক একমাত্র ব্র্যান্ড এনএক্সটি ইউকে ব্র্যান্ডটি বিরতি দিয়ে এবং ২০২৩ সালে এনএক্সটি ইউরোপ হিসাবে পুনরায় চালু করার ঘোষণা দেয়।[১৫] পরিপ্রেক্ষিতে এনএক্সটি ইউকে চ্যাম্পিয়নশিপটি , এটির সমকক্ষ এনএক্সটি চ্যাম্পিয়নশিপের সাথে একত্রিকরণ করা হয়। একই ধারাবাহিকতায় ২০২২ সালের ৪ সেপ্টেম্বরে অনুষ্ঠিত ওয়ার্ল্ডস কোলাইড অনুষ্ঠানে এনএক্সটি চ্যাম্পিয়ন ব্রন ব্রেকার তৎকালীন ইউনাইটেড কিংডম চ্যাম্পিয়ন টাইলার বেটকে পরাজিত করে শিরোপাটি মূল এনএক্সটি শিরোপার সাথে একত্রিত করেন। ডাব্লিউডাব্লিউই টাইলার বেটকে শিরোপাটির চূড়ান্ত শিরোপাধারীর স্বীকৃতি দেয়। শিরোপা দুইটি একত্রিত হওয়ার পর ব্রন ব্রেকারকে 'উইনিফাইড এনএক্সটি চ্যাম্পিয়ন' হিসেবে কয়েক দিন পরিচিত হন।[১৬]
প্রথম পর্ব ১৪ জানুয়ারি ২০১৭[১৭] | কোয়ার্টার ফাইনাল ১৫ জানুয়ারি ২০১৭[১৮] | সেমি-ফাইনাল ১৫ জানুয়ারি ২০১৭[১৮] | ফাইনাল ১৫ জানুয়ারি ২০১৭[১৮] | ||||||||||||
টাইলার বেট | পিন | ||||||||||||||
টাকার | ১০ঃ৩৪ | ||||||||||||||
টাইলার বেট | পিন | ||||||||||||||
জর্ডান ডেভলিন | ৬ঃ০৫ | ||||||||||||||
ড্যানি বার্চ | ৮ঃ৫৫ | ||||||||||||||
জর্ডান ডেভলিন | পিন | ||||||||||||||
টাইলার বেট | পিন | ||||||||||||||
উলফগ্যাং | ৫ঃ৫৫ | ||||||||||||||
ট্রেন্ট সেভেন | পিন | ||||||||||||||
এইচ সি ডাইয়ের | ৫ঃ২৫ | ||||||||||||||
ট্রেন্ট সেভেন | ৬ঃ৩৫ | ||||||||||||||
উলফগ্যাং | পিন | ||||||||||||||
টাইসন টি-বোন | ৬ঃ২০ | ||||||||||||||
উলফগ্যাং | পিন | ||||||||||||||
টাইলার বেট | পিন | ||||||||||||||
পিট ডান | ১৫ঃ১০ | ||||||||||||||
মার্ক এন্ড্রিউস | পিন | ||||||||||||||
ড্যান মোলোনি | ৫ঃ৩৫ | ||||||||||||||
মার্ক এন্ড্রিউস | পিন | ||||||||||||||
জোসেফ কনার্স | ৮ঃ১০ | ||||||||||||||
জেমস ড্রেক | ৭ঃ১২ | ||||||||||||||
জোসেফ কনার্স | পিন | ||||||||||||||
মার্ক এন্ড্রিউস | ১০ঃ৩৩ | ||||||||||||||
পিট ডান | পিন | ||||||||||||||
পিট ডান | পিন | ||||||||||||||
রয় জনসন | ৭ঃ৩০ | ||||||||||||||
পিট ডান | পিন | ||||||||||||||
স্যাম গ্রেডঅয়েল | ৪ঃ৫০ | ||||||||||||||
সাক্সন হাক্সলি | ৬ঃ০০ | ||||||||||||||
স্যাম গ্রেডঅয়েল | পিন |
বেল্টটির মূল নকশা, ২০১৪ সালে প্রবর্তিত ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ বেল্টের অনুরূপ, তবে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে।[১৯] মাঝের মূলপ্লেটে ডাব্লিউডাব্লিউই'র লোগোর পরিবর্তে, যুক্তরাজ্যের রাজকীয় প্রতীকের নকশা অনুসরণ করা হয়েছে, এই নকশায় একটি বর্মের উভয় পাশে (চিরাচরিত ইউনিকর্নের পরিবর্তে) একটি সিংহ এবং একটি ঘোড়া রয়েছে। বর্মের শীর্ষে মুকুট ধারণ করা। নকশার শীর্ষে থাকা ব্যানারে "ইউনাইটেড কিংডম" এবং নিচের ব্যানারে "চ্যাম্পিয়ন" শব্দটি খোদাই করা রয়েছে। কেন্দ্রীয় প্লেটটি সোনার বিভাজক দিয়ে বেল্টের দুটি পাশের প্লেটগুলি থেকে আলাদা করা হয়েছে। পার্শ্বপ্লেটগুলো অপসারণযোগ্য বৃত্তাকার চাকতি রয়েছে যা, বর্তমান শিরোপাধারীদের লোগো সংবলিত চাকতি দিয়ে প্রতিস্থাপন করা যায়; তবে শিরোপাটি খালি থাকলে পার্শ্বপ্লেটগুলিতে একটি লাল গ্লোবের উপর ডাব্লিউডাব্লিউই'র লোগো সংযুক্ত থাকে। প্লেটগুলি একটি কালো চামড়ার বেল্টের উপর সংযুক্ত রয়েছে। শিরোপাটি প্রথমে ডাব্লিউডাব্লিউই ইউনাইটেড কিংডম চ্যাম্পিয়নশিপ হিসাবে চালু হয়েছিল, তখন মূল প্লেটের কেন্দ্রে ডাব্লিউডাব্লিউই লোগোযুক্ত ছিল। ১ জানুয়ারী ২০২০ এ নাম পরিবর্তন করে এনএক্সটি ইউনাইটেড কিংডম চ্যাম্পিয়নশিপ পরিবর্তন করা হলে ডাব্লিউডাব্লিউই লোগোটি এনএক্সটি ইউকে লোগো দিয়ে প্রতিস্থাপন করা হয়।[১৪]
শিরোপাটির প্রায় ছয় বছরের ইতিহাসে পাঁচ বার হাত বদল হয়েছে। টেইলার বেট প্রথম শিরোপা জয় করেন। তিনি সর্বকনিষ্ঠ ও সর্বশেষ শিরোপা ধারণকারী। প্রথমবার মাত্র ১৯ বছর বয়সে এই শিরোপা জয় করেন। তিনি ১২৫ দিন শিরোপা ধরে রাখেন। অন্যদিকে ওয়াল্টার সবচেয়ে বেশি বয়সী শিরোপাজয়ী। ৩১ বছর বয়সে এই শিরোপা জয় করেন। পিট ডান ৬৮৫ দিন (২০ মে, ২০১৭ - ৫ এপ্রিল, ২০১৯) এই শিরোপা ধরে রাখেন। সবচেয়ে দীর্ঘসময়ের শিরোপাধারী ওয়াল্টার, তিনি নিউইয়র্কের ব্রুকলিনে ৫ এপ্রিল ২০১৯ তে টেকওভার: নিউইয়র্কে পিট ডানকে পরাজিত করেছিলেন। তিনি টানা ৮৭০ দিন শিরোপা ধরে রাখেন।
টাইলার বেট সর্বশেষ এবং রেকর্ড ২বারের শিরোপাধারী, তিনি ২০২২ সালের ৭ জুলাই লন্ডনে আয়োজিত এনএক্সটি ইউকে-এর পর্বে ট্রেন্ট সেভেনকে খালি শিরোপা জয়ের জন্য হারিয়েছিলেন। তার সর্বশেষ শিরোপাধারণ মাত্র ৫৯ দিনের, তবে ডাব্লিউডাব্লিউই সম্প্রচার দেরী করে করার কারণে মাত্র তিন দিনের স্বীকৃতি দিয়েছে।
নাম | বছর |
---|---|
ডাব্লুডব্লিউই ইউনাইটেড কিংডম চ্যাম্পিয়নশিপ | ১৫ ডিসেম্বর ২০১৬ - ১৭ জানুয়ারী ২০২০ |
এনএক্সটি ইউনাইটেড কিংডম চ্যাম্পিয়নশিপ | ১৭ জানুয়ারী ২০২০[১৪] - ৪ সেপ্টেম্বর ২০২২ |
নং | সামগ্রিক রাজত্বের সংখ্যা |
---|---|
রাজত্ব | নির্দিষ্ট চ্যাম্পিয়নের জন্য রাজত্বের নম্বর |
দিন | চ্যাম্পিয়ন থাকার দিন |
স্বীকৃত দিন | সংস্থা দ্বারা চ্যাম্পিয়নশিপের স্বীকৃত দিন সংখ্যা |
+ | বর্তমান রাজত্ব প্রতিদিন পরিবর্তন হচ্ছে |
নং | চ্যাম্পিয়ন | চ্যাম্পিয়নশিপ পরিবর্তন | রাজত্বের পরিসংখ্যান | টীকা | সূত্র | |||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
তারিখ | অনুষ্ঠান | অবস্থান | রাজত্ব | দিন | স্বীকৃত দিন | |||||
ডাব্লিউডাব্লিউই: এনএক্সটি | ||||||||||
১ | টাইলার বেট | ১৫ জানুয়ারি ২০১৭ | ইউনাইটেড কিংডম চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা | ব্ল্যাকপুল, ইংল্যান্ড | ১ | ১২৫ | ১২৫ | প্রতিযোগিতার ফাইনালে পিট ডানকে হারিয়ে প্রথম ও অভিষেক শিরোপা জয় করেন। টাইলার বেট পরবর্তীতে বেশ কয়েকবার এনএক্সটি অনুষ্ঠানে ও যুক্তরাজ্যে শিরোপা রক্ষার লড়াই করেন। | [১৮] | |
২ | পিট ডান | ২০ মে ২০১৭ | এনএক্সটি টেকওভারঃ শিকাগো | রোজমন্ট, ইলিনয় | ১ | ৬৮৫ | ৬৮৫ | জুন, ২০১৮ হতে শিরোপাটি এনএক্সটি ইউকে-এর শীর্ষ শিরোপা হিসেবে গণ্য করা হয়; তথাপি এনএক্সটি ও অন্যান্য স্বাধীন কুস্তি সংস্থায় শিরোপা রক্ষার খেলা হয়েছে। | [৫] | |
ডাব্লিউডাব্লিউই: এনএক্সটি ইউকে | ||||||||||
৩ | ওয়াল্টার (পেশাদার কুস্তিগির) | ৫ এপ্রিল ২০১৯ | এনএক্সটি টেকওভার: নিউ ইয়র্ক | ব্রুকলিন, নিউ ইয়র্ক | ১ | ৮৭০ | ৮৭০ | জানুয়ারি ২০২০-এ শিরোপার নাম পরিবর্তন করে এনএক্সটি ইউনাইটেড কিংডম চ্যাম্পিয়নশিপ করা হয়। | [২০] | |
৪ | ইলিয়া দ্রাগুনভ | ২২ আগস্ট ২০২১ | টেকওভার ৩৬ | অরল্যান্ডো, ফ্লোরিডা | ১ | ৩১৯ | ৩৪৬ | [২১] | ||
— | ৭ জুলাই ২০২২ | এনএক্সটি ইউকে | লন্ডন | — | ইলিয়া দ্রাগুনভ আহত হওয়ার জন্য শিরোপা ত্যাগ করেন। | [২২] | ||||
৫ | টাইলার বেট | ৭ জুলাই ২০২২ | এনএক্সটি ইউকে | লন্ডন | ২ | ৫৯ | ৩ | খালি শিরোপা জয়ের জন্য ট্রেন্ট সেভেনকে হারিয়েছিলেন। | [২৩] | |
— | একত্রীত | ৪ সেপ্টেম্বর ২০২২ | ওয়ার্ল্ডস কোলাইড | অরল্যান্ডো, ফ্লোরিডা, মার্কিন যুক্তরাষ্ট্র | — | — | — | এনএক্সটি চ্যাম্পিয়ন ব্রন ব্রেকার তৎকালীন ইউনাইটেড কিংডম চ্যাম্পিয়ন টাইলার বেটকে পরাজিত করে শিরোপাটি মূল এনএক্সটি শিরোপার সাথে একত্রিত করেন। ডাব্লিউডাব্লিউই টাইলার বেটকে শিরোপাটির চূড়ান্ত শিরোপাধারীর স্বীকৃতি দেয়। শিরোপা দুইটি একত্রিত হওয়ার পর ব্রন ব্রেকারকে 'উইনিফাইড এনএক্সটি চ্যাম্পিয়ন' হিসেবে কয়েক দিন পরিচিত হন। | [১৬] |
ক্রম | রক্ষক | রাজত্বের সংখ্যা | সম্মিলিত দিন | ডাব্লিউডাব্লিউই স্বীকৃত সম্মিলিত দিন |
---|---|---|---|---|
1 | ওয়াল্টার | ১ | ৮৭০ | |
2 | পিট ডান | ১ | ৬৮৫ | |
3 | ইলিয়া দ্রাগুনভ | ১ | ৩১৯ | ৩৪৬ |
4 | টাইলার বেট | ২ | ১৮৪ | ১২৮ |