ব্যক্তিগত তথ্য | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | এনগোলো কঁতে[১] | ||||||||||
জন্ম | ২৯ মার্চ ১৯৯১ | ||||||||||
জন্ম স্থান | প্যারিস, ফ্রান্স | ||||||||||
উচ্চতা | ১.৭১ মিটার (৫ ফুট ৭+১⁄২ ইঞ্চি)[২] | ||||||||||
মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||||||||||
ক্লাবের তথ্য | |||||||||||
বর্তমান দল | চেলসি | ||||||||||
জার্সি নম্বর | ৭ | ||||||||||
যুব পর্যায় | |||||||||||
১৯৯৯–২০১০ | জেএস সুরেন্সেস | ||||||||||
২০১০–২০১২ | বুলোগ্নে | ||||||||||
জ্যেষ্ঠ পর্যায়* | |||||||||||
বছর | দল | ম্যাচ | (গোল) | ||||||||
২০১২–২০১৩ | বুলোগ্নে | ৩৮ | (৩) | ||||||||
২০১৩–২০১৫ | কঁন | ৭৫ | (৪) | ||||||||
২০১৫–২০১৬ | লেস্টার সিটি | ৩৭ | (১) | ||||||||
২০১৬– | চেলসি | ৬৯ | (২) | ||||||||
জাতীয় দল‡ | |||||||||||
২০১৬– | ফ্রান্স | ৩০ | (১) | ||||||||
অর্জন ও সম্মাননা
| |||||||||||
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৪ মে ২০১৮ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১১ জুলাই ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক। |
এনগোলো কঁতে (ফরাসি : [ŋɡolo kɑ̃te]; জন্ম: ২৯ মার্চ ১৯৯১) হলেন একজন ফরাসি পেশাদার ফুটবলার, যিনি প্রিমিয়ার লিগ ক্লাব চেলসি এবং ফ্রান্স জাতীয় দলের হয়ে একজন মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।
ইউএস বুলোগ্নের হয়ে খেলার মাধ্যমে কঁতে তার পেশাদার ক্যারিয়ার শুরু করেন এবং পরবর্তীতে দুই মৌসুমের জন্য স্তাদ মালয়ার্ব কঁনের লিগ ১-এ খেলেন। ২০১৫ সালে, তিনি প্রিমিয়ার লিগ ক্লাব লেস্টার সিটিতে ৫.৬ মিলিয়ন ইউরোর বিনিময়ে এক চুক্তি স্বাক্ষর করেন। যোগদানের পর থেকেই তিনি ক্লাবটির একজন অখণ্ড খেলোয়াড়ে পরিণত হন। তিনি ২০১৫–১৬ মৌসুমে লেস্টার সিটিকে তাদের ইতিহাসে প্রথম প্রিমিয়ার লিগ শিরোপা জয়লাভ করতে সাহায্য করেন। তিনি উক্ত ক্লাবের হয়ে শুধুমাত্র একটি মৌসুম অতিবাহিত করেন। এর পরবর্তী বছরে, তিনি প্রিমিয়ার লিগের এক ক্লাব চেলসিতে ৩২ মিলিয়ন ইউরোর যোগদান করেন। চেলসিতে যোগদানের প্রথম মৌসুমেই তিনি আবারো প্রিমিয়ার লিগ শিরোপা জয়লাভ করতে সক্ষম হন। ২০১৬–১৭ মৌসুমে, তিনি পিএফএ খেলোয়াড়দের বছরের সেরা খেলোয়াড় এবং এফডাব্লিউএ বছরের সেরা ফুটবলারের পুরস্কার জয়লাভ করেন। ১৯৯২ এবং ১৯৯৩ সালে এরিক কাঁতোয়াঁর পর, তিনি প্রথম খেলোয়াড় হিসেবে একজন আউটফিল্ড খেলোয়াড় হিসেবে পরপর দুই প্রিমিয়ার লিগ শিরোপা দুই ক্লাবের হয়ে জয়লাভ করেন।[৩]
২০১৬ সালে ফ্রান্স জাতীয় দলের হয়ে খেলার মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেন। তিনি একই বছরের ২০১৬ উয়েফা ইউরো রানার-আপ ফ্রান্স দলের একজন সদস্য ছিলেন।
জাতীয় দল | সাল | উপস্থিতি | গোল |
---|---|---|---|
ফ্রান্স | ২০১৬ | ১৩ | ১ |
২০১৭ | ৭ | ০ | |
২০১৮ | ১০ | ০ | |
মোট | ৩০ | ১ |
# | তারিখ | ভেন্যু | ম্যাচ | প্রতিপক্ষ | স্কোর | ফলাফল | প্রতিযোগিতা |
---|---|---|---|---|---|---|---|
১. | ২৯ মার্চ ২০১৬ | স্তাদ দে ফ্রান্স, সেন্ট-দেনিস, ফ্রান্স | ২ | রাশিয়া | প্রীতি ম্যাচ |