এনজিসি ৭৫৩৮ হল একটি তারা তৈরির বিশাল নার্সারি।[১] প্রায় ৯০০০ আলোকবর্ষ দূরের এই নেবুলা পৃথিবীর সবচেয়ে কাছের তারা তৈরির এলাকাগুলির একটি যেখানে অত্যন্ত ভারী তারার জন্ম হচ্ছে।[২] এদের ভর সাধারণত সূর্যের চেয়ে ৮ গুন বা তার বেশি। এটির মত তারা তৈরির কারখানা প্রাথমিকভাবে হাইড্রোজেন গ্যাসে ভর্তি। তাছাড়াও কিছু পরিমাণ কসমিক ডাস্ট আছে। এটির মোট ভর সূর্যের ৪,০০,০০০ গুন। এখানে ১৩টি প্রোটো-স্টার আছে যেগুলো সূর্যের চেয়ে ৪০ গুন বা তার বেশি ভারী, কিন্তু সেগুলো খুবই ঠাণ্ডা, তাপমাত্রা -২৫০ ডিগ্রী সেলসিয়াসেরও কম।[২]