ধরন | পাবলিক |
---|---|
বিএসই: 532529, এনএসই: এনডিটিভি | |
শিল্প | গণমাধ্যম |
প্রতিষ্ঠাকাল | ১৯৮৮ |
প্রতিষ্ঠাতা | রাধিকা রায় প্রন্নয় রায় |
সদরদপ্তর | , |
বাণিজ্য অঞ্চল | ভারত |
প্রধান ব্যক্তি | সুপর্না সিং (প্রেসিডেন্ট) |
কর্মীসংখ্যা | ৪৬৪ (২০২১) |
ওয়েবসাইট | www |
এনডিটিভি ১৯৮৮ সালে সাংবাদিক রাধিকা রায় কর্তৃক প্রতিষ্ঠিত ভারতীয় টেলিভিশন মিডিয়া কোম্পানি। এনডিটিভি'র ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে রাধিকা রায়ের স্বামী প্রন্নয় রায় বলেন, "এনডিটিভি প্রতিষ্ঠার কয়েক সপ্তাহ পর আমি যোগদান করেছিলাম"।[১] এনডিটিভি, নিউ দিল্লি টেলিভিশন লিমিটেডের সংক্ষিপ্ত রূপ। এনডিটিভি'র প্রথম টেলিভিশন অনুষ্ঠান "দ্য ওয়ার্ল্ড দিস উইক" শুরু হয় ১৯৮৮ সালের নভেম্বর মাসে। ২০২২ সালে আদানি গ্রুপ এর অধিগ্রহনের পরে প্রণয় রায়, রাধিকা রায় এবং রবীশ কুমার এনডিটিভি থেকে তাদের পদ থেকে পদত্যাগ করেন।
এনডিটিভি গ্রুপের পরিচালিত চ্যানেলসমূহ[২]