![]() Pérez with Argentina at the 2018 FIFA World Cup | ||||||||||||||
ব্যক্তিগত তথ্য | ||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | Enzo Nicolás Pérez[১] | |||||||||||||
জন্ম | [২] | ২২ ফেব্রুয়ারি ১৯৮৬|||||||||||||
জন্ম স্থান | Maipú, Argentina | |||||||||||||
উচ্চতা | 1.78 m[৩] | |||||||||||||
মাঠে অবস্থান | Central midfielder | |||||||||||||
ক্লাবের তথ্য | ||||||||||||||
বর্তমান দল | River Plate | |||||||||||||
জার্সি নম্বর | 24 | |||||||||||||
যুব পর্যায় | ||||||||||||||
1996–2003 | Deportivo Maipú | |||||||||||||
জ্যেষ্ঠ পর্যায়* | ||||||||||||||
বছর | দল | ম্যাচ | (গোল) | |||||||||||
2003–2007 | Godoy Cruz | 84 | (12) | |||||||||||
2007–2011 | Estudiantes | 119 | (14) | |||||||||||
2011–2014 | বেনফিকা | 70 | (9) | |||||||||||
2012 | → Estudiantes (loan) | 13 | (0) | |||||||||||
2015–2017 | ভালেনসিয়া | 61 | (0) | |||||||||||
2017– | রিভার প্লেত | 90 | (2) | |||||||||||
জাতীয় দল‡ | ||||||||||||||
2009–2018 | আর্জেন্টিনা | 26 | (1) | |||||||||||
অর্জন ও সম্মাননা
| ||||||||||||||
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং 07:55, 17 February 2022 (UTC) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা 30 June 2018 তারিখ অনুযায়ী সঠিক। |
এনসো নিকোলাস পেরেস (স্পেনীয় উচ্চারণ: [ˈenso ˈpeɾes]; জন্ম ২২ ফেব্রুয়ারি ১৯৮৬) একজন আর্জেন্টিনার পেশাদার ফুটবলার যিনি রিভার প্লেট এবং আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।
তিনি পর্তুগালের বেনফিকা এর হয়ে চার বছর খেলে পাঁচটি ট্রফি জিতেছেন, বিশেষ করে ২০১৩-১৪ মৌসুমে ঘরোয়া ট্রেবল, এবং পরপর দুটি উয়েফা ইউরোপা লিগের ফাইনালে পৌঁছেছেন।