এনিমি আ্যট দি গেটস | |
---|---|
![]() সিনেমার পোস্টার | |
পরিচালক | জ্যাঁ-জ্যাকস আন্নাউদ |
প্রযোজক | Jean-Jacques Annaud John D. Schofield |
রচয়িতা | Jean-Jacques Annaud Alain Godard |
উৎস | William Craig কর্তৃক Enemy at the Gates: The Battle for Stalingrad |
শ্রেষ্ঠাংশে | জুদ ল জোসেফ ফিননেস র্যাচেল ওয়েইসজ বব হসকিনস অ্যাড হ্যারিস রন পার্লমান |
সুরকার | জেমস হর্নার |
চিত্রগ্রাহক | Robert Fraisse |
সম্পাদক | Noëlle Boisson Humphrey Dixon |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | প্যারামাউন্ট পিকচার্স |
মুক্তি | ১৬ মার্চ ২০০১ |
স্থিতিকাল | ১৩১ মিনিট |
দেশ | ফ্রান্স[১] জার্মানি যুক্তরাজ্য আয়ারল্যান্ড মার্কিন যুক্তরাষ্ট্র |
ভাষা | English German Russian |
নির্মাণব্যয় | $৬৮,০০০,০০০[২] |
আয় | $৯৬,৯৭৬,২৭০[২] |
এনিমি আ্যট দি গেটস হচ্ছে জ্যাঁ-জ্যাকস আন্নাউদ পরিচালিত ২০০১ সালের একটি যুদ্ধের সিনেমা। সিনেমাটিতে অভিনয় করেছেন জোসেফ ফিননেস, জুদ ল, র্যাচেল ওয়েইসজ, বব হসকিনস এবং অ্যাড হ্যারিস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে স্তালিনগ্রাদের যুদ্ধের এক ঘটনার উপর ভিত্তি করে সিনেমাটি তৈরি হয়েছে।
সিনেমাটির শিরোনাম নেয়া হয়েছে উইলিয়াম ক্রেগের ১৯৭৩ সালের বই Enemy at the Gates: The Battle for Stalingrad থেকে; যে বইয়ে ১৯৪২-৪৩ সালের স্তালিনগ্রাদের যুদ্ধের বিভিন্ন ঘটনার কাহিনী বর্ণিত হয়েছে।[৩] এই সিনেমাটিতে দুর্বলভাবে সোভিয়েত স্নাইপার জেইতসিভের যুদ্ধের গল্পটিকে ভিত্তি করা হয়েছে।
ভাসিলির সাহসিকতাকে দুই ঘণ্টা ১১ মিনিটে সেলুলয়েডের কোন ফিতায় যেমন ধারণ করা সম্ভব নয়, তেমনি সম্ভব নয় ২য় বিশ্বযুদ্ধের বিভীষিকা, প্রাণহানি আর সবচেয়ে বেশি ধবংস যজ্ঞের মুখোমুখি হওয়া সোভিয়েত ইউনিয়নকে ফুটিয়ে তোলা। তবুও “এনিমি আ্যট দি গেটস” চলচ্চিত্রে প্রাণহানি আর ধবংস যজ্ঞের যে টুকু চিত্র ফুটে উঠেছে তাতে গা শিউরে উঠে।