ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | এনের রেম্বের্তো ভালেনসিয়া লাস্ত্রা | ||
জন্ম | ৪ নভেম্বর ১৯৮৯ | ||
জন্ম স্থান | এসমেরালদাস, ইকুয়েডর | ||
উচ্চতা | ১.৭৭ মিটার (৫ ফুট ৯+১⁄২ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | আক্রমণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | ফেনারবাহচে | ||
জার্সি নম্বর | ১৩ | ||
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৬:২৫, ২০ নভেম্বর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
এনের রেম্বের্তো ভালেনসিয়া লাস্ত্রা (স্পেনীয়: Enner Valencia, স্পেনীয় উচ্চারণ: [enˈeɾ balˈɛnθja]; জন্ম: ৪ নভেম্বর ১৯৮৯; এনের ভালেনসিয়া নামে সুপরিচিত) হলেন একজন ইকুয়েডরীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে তুর্কি ক্লাব ফেনারবাহচে এবং ইকুয়েডর জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় অথবা বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
ভালেনসিয়া ২০১২ সালে ইকুয়েডরের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ইকুয়েডরের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৭৪ ম্যাচে ৩৫টি গোল করেছেন।
এনের রেম্বের্তো ভালেনসিয়া লাস্ত্রা ১৯৮৯ সালের ৪ঠা নভেম্বর তারিখে ইকুয়েডরের এসমেরালদাসে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
ভালেনসিয়া কাতারে অনুষ্ঠিত ২০২২ ফিফা বিশ্বকাপের জন্য ২০২২ সালের ১৪ই নভেম্বর তারিখে ঘোষিত ইকুয়েডরের ২৬ সদস্যের চূড়ান্ত দলে স্থান পেয়েছেন।[১][২][৩] বিশ্বকাপের প্রথম ম্যাচেই তিনি কাতারের বিরুদ্ধে পেনাল্টিতে গোল করেন।
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
ইকুয়েডর | ২০১২ | ১ | ০ |
২০১৩ | ৬ | ১ | |
২০১৪ | ১০ | ১০ | |
২০১৫ | ৫ | ২ | |
২০১৬ | ১২ | ৬ | |
২০১৭ | ৭ | ২ | |
২০১৮ | ৫ | ৬ | |
২০১৯ | ৮ | ৪ | |
২০২০ | ২ | ০ | |
২০২১ | ১১ | ৩ | |
২০২২ | ৭ | ১ | |
সর্বমোট | ৭৪ | ৩৫ |
ইকুয়েডরীয় ফুটবল সম্পর্কিত জীবনী বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |