এন্তিসার আমের | |
---|---|
মিশরের ফার্স্ট লেডি | |
অনুমিত ভূমিকা ৮ জুন ২০১৪ | |
রাষ্ট্রপতি | আবদেল ফাত্তাহ আল-সিসি |
পূর্বসূরী | নাজলা মাহমুদ |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | এন্তিসার মোহাম্মেদ আমের ৩ ডিসেম্বর ১৯৫৬ কায়রো, মিশর |
দাম্পত্য সঙ্গী | আবদেল ফাত্তাহ আল-সিসি |
সন্তান | মুস্তফা, মাহমুদ, হাসান ও আয়া |
এন্তিসার মোহাম্মেদ আমের (আরবি: انتصار عامر) (জন্ম ৩ ডিসেম্বর ১৯৫৬) হচ্ছেন ষষ্ঠ মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ এল-সিসির স্ত্রী এবং খালাতো বোন এবং তিনি ২০১৪ সালের ৮ই জুন থেকে মিশরের ফার্স্ট লেডি হিসেবে নিয়োজিত রয়েছেন।
আমের ১৯৭৭ সালে এল আব্বাসিয়া হাই স্কুল থেকে তার হাই স্কুল ডিপ্লোমা লাভ করেন। তিনি আইন-শামস বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ হতে ব্যাচেলর অব কমার্স ডিগ্রী লাভ করেন।
আবদেল ফাত্তাহ এল-সিসির সামরিক একাডেমি থেকে স্নাতক সম্পূর্ণ হওয়ার পর ১৯৭৭ সালে আমের ও এল-সিসির বিয়ে হয়েছিল। তাদের তিন পুত্র এবং এক মেয়ে রয়েছে: মাহমুদ, মোস্তফা, হাসান ও আয়া।[১]
৩০ই জুনে মিশরের সামরিক অভ্যুত্থানের পর মিশরের রাষ্ট্রপতি হিসেবে তার স্বামীর নিয়োগে আমের মিশরের মিশরের ফার্স্ট লেডি হন। ৩ জুলাই ২০১৩ থেকে ৭ জুন ২০১৪ পর্যন্ত পরিবর্তনকালীন সময়ে বিচারক অ্যাদলি মনসুরকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর সিসি প্রেসিডেন্ট পদে জয়লাভ করেন এবং পরে ৮ই জুন ২০১৪-এ শপথ গ্রহণ করেন।
সম্মানজনক পদবীসমূহ | ||
---|---|---|
পূর্বসূরী নাজলা মাহমুদ |
মিশরের ফার্স্ট লেডি ২০১৪ – বর্তমান |
নির্ধারিত হয়নি |