এন্দারস লিন্ডেগার্দ

এন্দারস লিন্ডেগার্দ
খেলার পূর্বে অনুশীলনরত লিন্ডেগার্দ, ২০১১ সাল
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম এন্দারস রোজেনক্রান্তজ লিন্ডেগার্দ[]
জন্ম (1984-04-13) ১৩ এপ্রিল ১৯৮৪ (বয়স ৪০)
জন্ম স্থান দ্রুপ, ডেনমার্ক
উচ্চতা ১.৯৩ মি (৬ ফু ৪ ইঞ্চি)[]
মাঠে অবস্থান গোলরক্ষক
ক্লাবের তথ্য
বর্তমান দল
ম্যানচেস্টার ইউনাইটেড
জার্সি নম্বর ১৩
যুব পর্যায়
২০০১–২০০৩ উদিনেস বোল্ডক্লাব
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০০৩–২০০৯ উদিনেস বোল্ডক্লাব (০)
২০০৮ → কোল্ডিং এফসি (ধারে) ১০ (০)
২০০৯–২০১০ আলেসুন্দ এফকে ৫৬ (০)
২০১০– ম্যানচেস্টার ইউনাইটেড ১৯ (০)
জাতীয় দল
২০০২ ডেনমার্ক অনূর্ধ্ব ১৯ (০)
২০০৩ ডেনমার্ক অনূর্ধ্ব ২০ (০)
২০১০– ডেনমার্ক (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১১ মে ২০১৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২৬ ডিসেম্বর ২০১১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

এন্দারস রোজেনক্রান্তজ লিন্ডেগার্দ (ডেনীয়: [ˈɑnɐs ˈlinˀəɡɒːˀ]; জন্ম ১৩ এপ্রিল ১৯৮৪) একজন ড্যানিশ পেশাদার ফুটবলার যিনি একজন গোলরক্ষক হিসেবে প্রিমিয়ার লিগ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডডেনমার্ক জাতীয় দলে খেলে থাকেন। ২০১০ সালে তিনি নরওয়ের ক্লাব আলেসুন্দ এফকে থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন। এর পূর্বে তিনি তার ঘরের মাঠের ক্লাব উদিনেস বোল্ডক্লাবে খেলেছেন। ২০১০ সালে তিনি ডেনমার্ক ও নরওয়ের বর্ষসেরা গোলরক্ষক নির্বাচিত হন।

লিন্ডেগার্দ অনূর্ধ্ব ১৯ এবং অনূর্ধ্ব ২০ স্তরে প্রতিনিধিত্ব করার পর ২০১০ সালে ৭ সেপ্টেম্বর আয়ারল্যান্ডের বিরুদ্ধে ডেনমার্কের হয়ে তার অভিষেক ঘটে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Premier League Clubs submit Squad Lists" (পিডিএফ)। Premier League। ৪ ফেব্রুয়ারি ২০১৪। পৃষ্ঠা 22। ১৬ মার্চ ২০১৪ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১৪ 
  2. "Player Profile: Anders Lindegaard"। Premier League। ১৪ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০১২ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]