প্রাক্তন নাম |
|
---|---|
ধরন | ব্যক্তিগত |
শিল্প | ভিডিও গেইম |
প্রতিষ্ঠাকাল | ১৯৯১ | পোটোম্যাক, ম্যারিল্যান্ড, যুক্তরাষ্ট্রে
প্রতিষ্ঠাতা | টিম সুইনে |
সদরদপ্তর | ক্যারি, উত্তর ক্যারোলিনা , যুক্তরাষ্ট্র |
বাণিজ্য অঞ্চল | সারা বিশ্বে |
প্রধান ব্যক্তি |
|
পণ্যসমূহ | |
মালিকসমূহ | টিম সুইনে (>৫০%) টেনসেন্ট (৪০%) |
কর্মীসংখ্যা | ১,০০০+ (২০১৯) |
অধীনস্থ প্রতিষ্ঠান |
|
ওয়েবসাইট | epicgames |
পাদটীকা / তথ্যসূত্র [১][২][৩] |
এপিক গেমস, ইনক. হলো একটি আমেরিকান ভিডিও গেম ও সফটওয়্যার প্রকাশক, যা ক্যারি, উত্তর ক্যারোলিনাতে অবস্থিত। ১৯৯১সালে এটি প্রতিষ্ঠা করেন টিম সুইনে, যখন এটির নাম ছল পোটোম্যাক কম্পিউটার সিস্টেমস ও এটি টিম সুইনের বাবা-মার বাড়ি ম্যারিলেন্ডে অবস্থিত ছিল। প্রথম বাণিজ্যিকভাবে ভিডিও গেম জিজিটি (১৯৯১) মুক্তির পর এটির নাম হয় এপিক মেগাগেমস, ইনক. এবং এটি কিনে নেয় মার্ক রেইন, যিনি বর্তমানে কোম্পানিটির সহ-সভাপতি।