এফ. মারি আব্রাহাম

এফ. মারি আব্রাহাম
F. Murray Abraham
২০০৮ সালে মারি আব্রাহাম
জন্ম
মারি আব্রাহাম

(1939-10-24) ২৪ অক্টোবর ১৯৩৯ (বয়স ৮৫)
মাতৃশিক্ষায়তনইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট অস্টিন
পেশাঅভিনেতা
কর্মজীবন১৯৫৯-বর্তমান
দাম্পত্য সঙ্গীকেট হ্যানান (বি. ১৯৬২)
সন্তান

এফ. মারি আব্রাহাম (ইংরেজি: F. Murray Abraham; জন্ম: মারি আব্রাহাম,[] ২৪ অক্টোবর ১৯৩৯)[] হলেন একজন মার্কিন অভিনেতা। তিনি ১৯৮৪ সালে আমাডেয়ুস চলচ্চিত্রে আন্তোনিও সালিয়েরি চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতার জন্য একাডেমি পুরস্কার অর্জনের পর বহুল পরিচিতি অর্জন করেন। এই কাজের জন্য তিনি সেরা নাট্যধর্মী চলচ্চিত্র অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব অর্জন করেন এবং বাফটা পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

তিনি প্রধান ও পার্শ্ব চরিত্রে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন, তন্মধ্যে উল্লেখযোগ্য হল অল দ্য প্রেসিডেন্ট্‌স মেন (১৯৭৬), স্কারফেস (১৯৮৩), দ্য নেম অব দ্য রোজ (১৯৮৬), লাস্ট অ্যাকশন হিরো (১৯৯৩), স্টার ট্রেক: ইনসারেকশন (১৯৯৮), ফাইন্ডিং ফরেস্টার (২০০০), ইনসাইড লয়েইন ডেভিস (২০১৩), এবং দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল (২০১৪)। আব্রাহাম চলচ্চিত্রের পাশাপাশি টেলিভিশনে ও মঞ্চেও কাজ করেছেন। তিনি হোমল্যান্ড টিভি ধারাবাহিকের নিয়মিত অভিনয়শিল্পী এবং এই কাজের জন্য তিনি দুটি প্রাইমটাইম এমি পুরস্কারের মনোনয়ন লাভ করেছেন।

  1. ইন্টারনেট মুভি ডেটাবেজ-এ আব্রাহামের নামের প্রথমাংশ "এফ" দিয়ে ফাহরিড বোঝায় কিনা সে সম্পর্কে আব্রাহাম বলেন, "এফ" দিয়ে আসলে কিছু বোঝায় না। "আমি নিজেই এটি যোগ করেছি, আমি আমার পিতার সম্মানার্থে এটি যোগ করেছি, যার নামের প্রথমাংশ ছিল ফ্রেডরিক। আমি জানি না এই এফ কীভাবে যুক্ত হয়েছে, কিন্তু কেউ লিখেছিল এবং সবাই তা চালু করেছে। "এফ" দিয়ে ফাহরিড বোঝায় না। এটা আমার নাম নয়। "এফ" শুধুই একটি এফ।"[][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Getting to Know F. Murray Abraham ‹ @ This Stage"দিস স্টেজ। ১২ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০১৯ 
  2. "Academy Award-Winning Actor F. Murray Abraham"ডায়ান রেম (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০১৯ 
  3. "F. Murray Abraham | Biography & Facts"এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০১৯ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]