এই নিবন্ধটি মেয়াদোত্তীর্ণ।(নভেম্বর ২০২২) |
এফটিডাব্লিউ চ্যাম্পিয়নশিপ | |||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
তথ্য | |||||||||||||||||||
সংস্থা | এক্সট্রিম চ্যাম্পিয়নশিপ রেসলিং (১৯৯৮–১৯৯৯) অল এলিট রেসলিং (২০২০–বর্তমান) | ||||||||||||||||||
প্রতিষ্ঠা | ১৪ মে, ১৯৯৮ | ||||||||||||||||||
বর্তমান চ্যাম্পিয়ন | রিকি স্টার্কস | ||||||||||||||||||
জয়ের তারিখ | ১৪ জুলাই, ২০২১ | ||||||||||||||||||
পূর্ববর্তী নকশা | |||||||||||||||||||
অন্যান্য নাম | |||||||||||||||||||
| |||||||||||||||||||
|
'দ্য এফটিডাব্লিউ (ফাক দ্য ওয়ার্ল্ড) হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ' (ব্রুকলিন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ নামেও পরিচিত) একটি বিকল্প পেশাদার কুস্তি শিরোপা। শিরোপাটি লুপ্ত পেশাদার কুস্তি সংস্থা এক্সট্রিম চ্যাম্পিয়নশিপ রেসলিং (ইসিডাব্লিউ) কর্তৃক প্রবর্তিত। শিরোপাটি ইসিডাব্লিউতে ১৪ মে, ১৯৯৮ হতে ২১ মার্চ, ১৯৯৯ পর্যন্ত সক্রিয় ছিল। বর্তমানে অল এলিট রেসলিং-এ সক্রিয় শিরোপাটি ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট ( ডাব্লিউডাব্লিউই)-এর মিলিয়ন ডলার চ্যাম্পিয়নশিপের অনুরূপ অনুমোদনবিহীন শিরোপা। বর্তমান ধারক রিকি স্টার্কস এবং এটি রিকি'র প্রথম শিরোপা।
১৯৯৮ সালে ইসিডাব্লিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন শেন ডগলাস সাইনাসে মারাত্মক সংক্রমণ এবং কনুইয়ের আঘাতে জর্জরিত ছিলেন। এছাড়াও স্বাস্থ্যগত কারণে ইসিডাব্লিউর দুই কুস্তিগির ট্যাজ এবং অল স্নো'র মধ্যকার রেসলপালুজা' ৯৮ এর খেলা অনুষ্ঠিত হয়নি।[১] খেলা না হওয়ার গল্পক্রমে ক্ষতিপুষিয়ে নিতে এবং ইসিডাব্লিউ'র ভক্তদের মাঝে আগ্রহ ধরে রাখার জন্য ইসিডব্লিউর কর্ণধার পল হেইম্যান এফটিডাব্লিউ হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ তৈরি করেছিলেন। শিরোপাটি প্রথম ট্যাজকে দেয়া হয় কারণ ট্যাজের 'বদ কিন্তু অনর্থক নয়' মনোভাবের কারণে শিরোপাটি তারজন্য মানানসই ছিল।
১৪ মে, ১৯৯৮-এ ইসিডাব্লিউ'র ইট এইন্ট সিনফিল্ড অনুষ্ঠানে ট্যাজ এফটিডব্লিউ হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ তৈরির ঘোষণা করেছিলেন। গল্পক্রম অনুযায়ী, ইসিডাব্লিউ চ্যাম্পিয়ন শেন ডগলাস আঘাত পাওয়ার কারণে ট্যাজের মুখোমুখি হতে অস্বীকার করেন ফলে ইসিডাব্লিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলতে না পারার কারণে ট্যাজ হতাশ হয়েছিলেন। এসময় ট্যাজ নিজেকে "আসল"
বিশ্ব শিরোপাজয়ী বা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হিসাবে দাবী করেছিলেন এবং নিজের জন্য এই শিরোপা তৈরি করেছিলেন। শিরোপা প্রতিষ্ঠার পাশাপাশি ট্যাজ এই শিরোপা অক্ষুণ রাখার লড়াইও করতেন। ট্যাজ বিশ্বাস করেন যে এটি ইসিডাব্লিউ'র শীর্ষ শিরোপা-ইসিডাব্লিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের চেয়ে বেশি প্রশংসা পেয়েছিল।[২] ইসিডাব্লিউ শিরোপাটিকে "অস্বীকৃত" হিসাবে প্রচার করেছিল।[৩]
ট্যাজ একবার এই শিরোপা হাতছাড়া করেন। ১৯ ডিসেম্বর, ১৯৯৮-এ সাবু'র বিরুদ্ধে শিরোপা রক্ষার এক ম্যাচে তিনি সেচ্ছায় হেরে যান (তিনি আত্মবিশ্বাসী ছিলেন যে আসন্ন ওয়ার্ল্ড হেভিওয়েট শিরোপা লড়াইয়ে শেন ডগলাসকে পরাস্ত করবেন, এবং তখন আর এফটিডব্লিউ হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের দরকার থাবেনা।[৪] ২১ মার্চ, ১৯৯৯-এ ইসিডাব্লিউ'র লিভিং ডেনজারাসলি অনুষ্ঠানে ট্যাজ এই শিরোপা আবার জয় করেন।
এসময় তিনি ইসিডাব্লিউ'র ওয়ার্ল্ড হেভিওয়েট শিরোপাধারী ছিলেন। সাবু'র বিরুদ্ধে শিরোপা বনাম শিরোপা ম্যাচে জয়ী হয়ে ট্যাজ ইসিডাব্লিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের সাথে এফটিডব্লিউ হেভিওয়েট চ্যাম্পিয়নশিপকে একীভূত করেছিলেন।[৫][৬] ট্যাজ ইসিডাব্লিউ'র একমাত্র ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হিসেবে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ বেল্টটি ব্যবহার শুরু করেন।
৮ জুলাই, ২০২০-এ প্রচারিত অল এলিট রেসলিং-এর ফাইটার ফেস্টে কোভিড-১৯ সংক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এইডাব্লিউ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ শিরোপাধারি জন মক্সলি ব্রায়ান কেজের বিরুদ্ধে শিরোপা রক্ষার লড়াইয়ে অংশ না নিলে ট্যাজ এই শিরোপাটি পুনরায় সক্রিয় করে ব্রায়ান কেজকে পুরস্কার দেন।[৭]
শিরোপাটি তৈরীর সময় ট্যাজকে একটি ইসিডব্লিউ টেলিভিশন চ্যাম্পিয়নশিপ-এর বিবর্তিত বেল্ট দেয়া হয়েছিল। কমলা রঙের ঐ বেল্টের মূল পাত বা প্লেটের উপরে একটি 'ট্যাজ' লোগো এবং "এফটিডাব্লিউ"-এর স্টিকার দিয়ে 'টেলিভিশন' শব্দটা ঢাকা থাকতো।[২]
এফটিডাব্লিউ" স্টিকারগুলি কৌশলগতভাবে বেল্টের মাঝখানে "টেলিভিশন" শব্দের পাশাপাশি পাশের প্লেটগুলিতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের পতাকার উপরে লাগানো হতো। কয়েক মাস পরে শন ডগলাসের বিরুদ্ধে সাবু এবং রব ভ্যান ডেমের জোট বাধার জন্য ট্যাজকে উৎসাহ দিতে বিল আলফোনসো বেল্টের সেন্টারপ্লেটে খোদাই করা একটি "ট্যাজ" লোগো সহ সম্পূর্ণ নতুন এবং আসল এফটিডাব্লিউ বেল্ট ট্যাজকে উপহার দেন।[২]
দ্য রাইজ এন্ড ফল অব ইসিডাব্লিউ প্রামাণ্যচিত্রে দেয়া এ সাক্ষাৎকারে ট্যাজ বলেছিলেন যে সাবুর বিপক্ষে ম্যাচে তিনি যখন নতুন বেল্টটি হারিয়েছিলেন, তখন ট্যাজের নাম বেল্টে স্থায়ীভাবে সংযুক্ত থাকার কারণে সাবু মানুষিকভাবে বিচলিত হয়ে পড়েছিলেন। এরপরে, সাবু এই বেল্ট প্রদর্শনের সময়, অ্যাথলেটিক টেপ দিয়ে ট্যাজের লোগোটি ঢেকে রাখতেন এবং টেপের উপর নিজের নাম লিখে রাখতেন।
নং | সামগ্রিক রাজত্বের সংখ্যা |
---|---|
রাজত্ব | নির্দিষ্ট চ্যাম্পিয়নের জন্য রাজত্বের নম্বর |
দিন | চ্যাম্পিয়ন থাকার দিন |
<1 | রাজত্ব এক দিনেরও কম ছিল |
নং | চ্যাম্পিয়ন | চ্যাম্পিয়নশিপ পরিবর্তন | রাজত্বের পরিসংখ্যান | টীকা | সূত্র | |||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
তারিখ | অনুষ্ঠান | অবস্থান | রাজত্ব | দিন | ||||||
এক্সট্রিম চ্যাম্পিয়নশিপ রেসলিং (ইসিডাব্লিউ) | ||||||||||
১ | ট্যাজ | ১৪ মে ১৯৯৮ | ইট এইন্ট সিনফিল্ড | কুইন্স, নিউইয়র্ক | ১ | ২১৯ | গল্পক্রম অনুযায়ী ট্যাজ শিরোপাটি উদ্বোধন করেন। | [৮] | ||
২ | সাবু | ১৯ ডিসেম্বর ১৯৯৮ | ইসিডাব্লিউ হার্ডকোর টিভি | ফিলাডেলফিয়া, পেন্সিল্ভেনিয়া | ১ | ৯২ | শিরোপা হাতবদল ২৩ ডিসেম্বর, ১৯৯৮ সালে দেরীতে সম্প্রচার হয়েছিল। | [৪] | ||
৩ | ট্যাজ | ২১ মার্চ ১৯৯৯ | লিভিং ডেনজারাসলি (১৯৯৯) | আশবুরি পার্ক, নিউ জার্সি | ২ | < ১ | [৫][৬] | |||
— | ২১ মার্চ ১৯৯৯ | লিভিং ডেনজারাসলি (১৯৯৯) | আশবুরি পার্ক, নিউ জার্সি | ইসিডাব্লিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের সাথে একীভূত করা হয়। | ||||||
অল এলিট রেসলিং (এইডাব্লিউ) | ||||||||||
৪ | ব্রায়ান কেজ | ৮ জুলাই ২০২০ | ফাইটার ফেস্ট (২০২০) | জ্যাকসনভিল, ফ্লোরিডা | ১ | ৩৭৭ | ট্যাজ শিরোপাটি সক্রিয় করেন এবং ব্রায়ান কেজকে পুরস্কার দেন শিরোপা হাতবদল ৮ জুলাই, ২০২০-এ সম্প্রচারিত হয়। |
[৯][১০] | ||
৫ | রিকি স্টার্কস | ১৪ জুলাই ২০২১ | ফাইটার ফেস্ট ১ম রাত |
সিডার পার্ক, টেক্সাস | ১ | ১,২২১+ | [১১] |
নভেম্বর ১৬, ২০২৪.পর্যন্ত
† | বর্তমান শিরোপাধারি |
---|
র্যাঙ্ক | কুস্তিগির | রাজত্বের সংখ্যা |
মোট দিন |
---|---|---|---|
১ | ব্রায়ান কেজ | ১ | ৩৭৭ |
২ | ট্যাজ | ২ | ২১৯ |
৩ | সাবু | ১ | ৯২ |
৪ | রিকি স্টার্কস | ১ | ১,২২১+ |