ব্যক্তিগত তথ্য | |
---|---|
জন্ম | [১] অ্যাথেন্স, গ্রিস | ৯ আগস্ট ১৯৯৪
ক্রীড়া | |
দেশ | গ্রিস |
ক্রীড়া | সাঁতার |
ধরন | সমলয় সাঁতার |
এভানগেলিয়া প্লাতানিয়োতি (গ্রিক: Ευαγγελία Πλατανιώτη; জন্ম: ৯ আগস্ট ১৯৯৪) হলেন একজন গ্রিক সমলয় সাঁতারু, যিনি গ্রিসের প্রতিনিধি হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকেন।[২]
প্লাতানিয়োতি গ্রিসের হয়ে ২০১২, ২০১৬, ২০২০ এবং ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন।
এভানগেলিয়া প্লাতানিয়োতি ১৯৯৪ সালের ৯ই আগস্ট তারিখে গ্রিসের অ্যাথেন্সে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
প্লাতানিয়োতি গ্রিসের প্রতিনিধি হিসেবে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে শুধুমাত্র একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।[২]
তিনি সোফিয়া মালকোজোরগুর সাথে গ্রিসের দ্বৈত হিসেবে মহিলাদের দ্বৈত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন;[১] তারা প্রতিযোগিতাটির টেকনিকাল রুটিনে ২৫০.৪৫৮৪ এবং ফ্রি রুটিনে ২৮১.৮৪১৮ পয়েন্ট অর্জন করেছিলেন, যার ফলে সর্বমোট ৫৩২.৩০০২ পয়েন্ট নিয়ে তারা ৬ষ্ঠ স্থান অধিকার করেছেন।[৩]