এভানো ওরুভান | |
---|---|
পরিচালক | নিশিকান্ত কমথ |
প্রযোজক | আব্বাস-মুস্তান কে. ছেরা ছেরা সহ-প্রযোজক: মাধবন |
রচয়িতা | সংলাপ: মাধবন সংলাপ ব্যবস্থাপক : শীমান |
চিত্রনাট্যকার | নিশিকান্ত কমথ পাল |
কাহিনিকার | নিশিকান্ত কমথ |
উৎস | ফলিং ডাউন by জোয়েল স্কুমেকার |
শ্রেষ্ঠাংশে | মাধবন সঙ্গীতা শীমান |
সুরকার | শিরোনাম গান:- জি ভি প্রকাশ কুমার গান:- সঞ্জয় মৌর্য আবহ সঙ্গীত:- পি সমীর |
চিত্রগ্রাহক | সঞ্জয় যাদব |
সম্পাদক | অমিত পাওয়ার |
প্রযোজনা কোম্পানি | কে ছেরা ছেরা লিমিটেড বার্মাওয়ালা ব্রাদার্স |
পরিবেশক | লিউকোস ফিল্মস পিরামিড সইমিরা |
মুক্তি | ৭ ডিসেম্বর ২০০৭ |
স্থিতিকাল | ১১২ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | তামিল |
নির্মাণব্যয় | ১৫ কোটি |
এভানো ওরুভান (তামিল: எவனோ ஒருவன்; বাংলা: কেউ একজন) হচ্ছে ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত একটি তামিল নাট্য চলচ্চিত্র। চলচ্চিত্রটির কাহিনী রচয়িতা ছিলেন নিশিকান্ত কমথ যিনি পরিচালনাও করেছিলেন। নিশিকান্ত কমথ পরিচালিত প্রথম তামিল চলচ্চিত্র ছিলো এটি। চলচ্চিত্রটি ছিলো ইংরেজি চলচ্চিত্র 'ফলিং ডাউন' (১৯৯৩) এর পুনঃনির্মাণ। মাধবন এবং সঙ্গীতা চলচ্চিত্রটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন এবং শীমান যিনি চলচ্চিত্রটির সংলাপ ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন তিনিও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলে। চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালক ছিলেন পি সমীর এবং শিরোনাম সঙ্গীতের সুর জি ভি প্রকাশ কুমার দ্বারা সুরারোপিত হয়েছিলো। হিন্দি চলচ্চিত্র শিল্পের খ্যাতিমান দুই ভাই পরিচালক আব্বাস-মুস্তান চলচ্চিত্রটি প্রযোজনা করেছিলেন তাদের বার্মাওয়ালা ব্রাদার্স নামের প্রযোজনা প্রতিষ্ঠান দ্বারা, এছাড়াও কে ছেরা ছেরা প্রোডাকশন্স ছিলো সহ-প্রযোজনা প্রতিষ্ঠান। আব্বাস-মুস্তানের এটিই ছিলো প্রথম তামিল চলচ্চিত্র প্রযোজনা।[১][২][৩]