এভারেস্ট হাউস

এভারেস্ট হাউস
মানচিত্র
সাধারণ তথ্যাবলী
অবস্থাসম্পূর্ণ
অবস্থানকলকাতা, ভারত
উচ্চতা৮৪ মিটার (২৭৬ ফু)
কারিগরী বিবরণ
তলার সংখ্যা২১

এভারেস্ট হাউস হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতা শহরের একটি বহুতল ভবন। এটি জওহরলাল নেহেরু রোডে অবস্থিত। এভারেস্ট হাউস চ্যাটার্জি ইন্টারন্যাশানাল সেন্টারের পরে কলকাতার দ্বিতীয় বৃহত্তম বহুতল ভবন। এটি একটি বাণিজ্যিক ভবন। ১৯৭৮ সালে এটির নির্মাণকাজ শেষ হয়। ২১ তলা এই বাড়িটির উচ্চতা ৮৪ মিটার (২৭৬ ফু)। এই বাড়ির নিচের তলায় একাধিক শোরুম আছে।[]

আরো দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Everest House"। Emporis.com।