এমপেরর জলপ্রপাত | |
---|---|
![]() | |
![]() | |
অবস্থান | রবসন পর্বত প্রাদেশিক উদ্যান, কানাডা |
স্থানাঙ্ক | ৫৩°০৭′৫০″ উত্তর ১১৯°১২′১৮″ পশ্চিম / ৫৩.১৩০৫৬° উত্তর ১১৯.২০৫০০° পশ্চিম |
ধরন | পাখা |
উচ্চতা | ৫,৩০০ ফুট (১,৬০০ মিটার) |
মোট উচ্চতা | ১৪২ ফুট (৪৩ মিটার) |
ঝরার সংখ্যা | ১ |
ধীর্ঘতম ঝরা | ১৪২ ফুট (৪৩ মিটার) |
গড় প্রস্থ | ৫০ ফুট (১৫ মিটার) |
জলপ্রবাহ | রবসন নদী |
'এমপেরর' জলপ্রপাত (ইংরেজি: Emperor, অনুবাদ 'সম্রাট') কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের রবসন পর্বত প্রাদেশিক উদ্যানের অন্তর্গত একটি জলপ্রপাত। এটি রবসন নদীর উপর বৃহত্তম এবং সর্বাধিক পরিচিত জলপ্রপাত। এটি রবসন নদীর বার্গ হ্রদের নির্গমন নালী হতে উৎপন্ন হয়ে কিছুটা দূরে এবং দক্ষিণ-পশ্চিমে কোনে অবস্থিত।[১][২]
'এমপেরর' জলপ্রপাতের বার্গ হ্রদের নির্গমন নালী হতে উৎপন্ন হয়ে রবসন পর্বতের পাদভূমিতে পতিত হয়েছে। এটির উচ্চতা ১৪২ ফুট(৪৩ মিটার), সমুদ্রপৃষ্ঠ থেকে ৫৩০০ ফুট উপরে অবস্থিত। উপর থেকে পতনের সময় জলস্রোতের অর্ধেক পথে একটি ভূমিস্তরের বাঁধা পেয়ে পতিত হয়। বাঁধাপ্রাপ্ত পানির নিম্নগামী প্রবাহটি দৃশ্যত 'মুরগির লেজে'র মত দেখতে, এর ফলে জলের ঝাপটা তৈরী হয়, যা প্রায় ৬০-৮০ পর্যন্ত দূরে ছড়ায়।[৩]
এমপেরর জলপ্রপাতে গমনের জন্য, বার্গ হ্রদের মেঠোপথ ধরে প্রায় ১৫ কিমি, এবং ভূ-পৃষ্ট হতে প্রায় ২৫০০ ফিট উপরে উঠতে হয়।[৪]