এমা মায়ার্স | |
---|---|
জন্ম | [১] অরল্যান্ডো, ফ্লোরিডা, মার্কিন যুক্তরাষ্ট্র | ২ এপ্রিল ২০০২
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ২০১০ – বর্তমান |
এমা মায়ার্স (জন্ম: ২ এপ্রিল, ২০০২[১]) একজন মার্কিন অভিনেত্রী। তিনি ২০১০ সালে দ্য গ্লেডস–এ শিশুশিল্পী হিসেবে অভিনয়ের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন।[১] তিনি নেটফ্লিক্স ধারাবাহিক ওয়েন্সডে (২০২২–বর্তমান)–এ এনিড সিনক্লেয়ার চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন। এছাড়াও তিনি হাস্যরসাত্মক চলচ্চিত্র ফ্যামিলি সুইচ (২০২৩) এবং রহস্য ধারাবাহিক এ গুড গার্লস গাইড টু মার্ডার (২০২৪)–এ অভিনয় করেছেন।
এমা মায়ার্স ২ এপ্রিল, ২০০২-এ ফ্লোরিডার অরল্যান্ডোতে নিকোল ও জেরেমি মায়ার্সের পরিবারে জন্মগ্রহণ করেন।[২][৩] তার তিন বোন রয়েছে এবং তিনি তাদের মধ্যে দ্বিতীয়। তার মায়ের দিক থেকে তিনি গ্রিক বংশধর।[৪]
মায়ার্স ২০১০ সালে দ্য গ্লেডস–এ শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন।[১] তিনি ১৬ বছর বয়সে পেশাগতভাবে অভিনয় শুরু করেন।[৫] মায়ার্স এ টেস্ট অব ক্রিসমাস (২০২০) এবং গার্ল ইন দ্য বেসমেন্ট (২০২১)–এ অভিনয় করেছেন।[৬] ২০২২ সালে তিনি নেটফ্লিক্স ধারাবাহিক ওয়েন্সডে–এ এনিড সিনক্লেয়ার চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন।[৭][৮] তিনি সাউদার্ন গসপেল (২০২৩)–এও অভিনয় করেছেন।
মায়ার্স নেটফ্লিক্সের হাস্যরসাত্মক চলচ্চিত্র ফ্যামিলি সুইচ–এ জেনিফার গার্নার, এড হেল্মস ও ব্র্যাডি নুনের সাথে অভিনয় করেছেন,[৯][১০] এবং রহস্য উপন্যাস এ গুড গার্লস গাইড টু মার্ডার–এর টেলিভিশন রূপান্তরে পিপ্পা ফিটজ–অ্যামোবি চরিত্রে অভিনয় করেছেন।[১১] এছাড়াও তিনি এ মাইনক্রাফট মুভি চলচ্চিত্রে অভিনয় করেছেন, যেটি একই নামের ভিডিও গেমের একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র রূপান্তর।[১২]
মায়ার্স কে-পপ, বিশেষ করে গ্রুপ সেভেন্টিনের ভক্ত।[১৩] তিনি নিজেকে একজন অন্তর্মুখী হিসেবে বর্ণনা করেন।[৮]
বছর | শিরোনাম | ভূমিকা | টীকা | সূত্র |
---|---|---|---|---|
২০১০ | লেটার্স টু গড | স্কুল বাসে থাকা মেয়ে | ||
ক্রুকড | জিমের মেয়ে | স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র | ||
২০২০ | ডেথলেস | মাভিস নেবিক | ||
২০২৩ | সাউদার্ন গসপেল | অ্যাঞ্জি ব্ল্যাকবার্ন | ||
ফ্যামিলি সুইচ | সিসি ওয়াকার | [৯] | ||
২০২৫ | এ মাইনক্রাফট মুভি | নাটালি |
বছর | শিরোনাম | ভূমিকা | টীকা | সূত্র |
---|---|---|---|---|
২০১০ | দ্য গ্লেডস | পেইজ স্লেটন | পর্ব: "দ্য গার্লফ্রেন্ড এক্সপিরিয়েন্স" | [১] |
২০২০ | দ্য বেকার অ্যান্ড দ্য বিউটি | স্টেফানি | পর্ব: "পাইলট" | |
ডেড অব নাইট | ম্যাগনোলিয়ার মেয়ে | ২ পর্ব | ||
এ টেস্ট অব ক্রিসমাস | বিবি জর্ডান | টেলিভিশন চলচ্চিত্র | [৬] | |
২০২১ | গার্ল ইন দ্য বেসমেন্ট | মেরি কোডি | ||
২০২২ – বর্তমান | ওয়েন্সডে | এনিড সিনক্লেয়ার | কেন্দ্রীয় চরিত্র | [৭] |
২০২৪ | এ গুড গার্লস গাইড টু মার্ডার | পিপ্পা "পিপ" ফিটজ–অ্যামোবি | [১১] |