এমিল বোরেল

Émile Borel

ফেলিক্স এদুয়ার জুস্‌তাঁ এমিল বোরেল[] (ফরাসি: Félix Édouard Justin Émile Borel ফেলিক্স্‌ এদুয়ার্‌ জ্যুস্ত্যাঁ এমিল্‌ বোরেল্‌) (১৮৭১-১৯৫৬) ফরাসি গণিতবিদ যিনি বাস্তব মানবিশিষ্ট ফাংশনসমূহের প্রথম দিককার গবেষক। তাঁর কাজের ফলাফল পরবর্তীকালে সেট তত্ত্বপরিমাপ তত্ত্বে (measure theory) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পাদটীকা

[সম্পাদনা]
  1. এই ফরাসি ব্যক্তিনামটির বাংলা প্রতিবর্ণীকরণে উইকিপিডিয়া:বাংলা ভাষায় ফরাসি শব্দের প্রতিবর্ণীকরণ-এ ব্যাখ্যাকৃত নীতিমালা অনুসরণ করা হয়েছে।