এম্পেদোক্লেস | |
---|---|
জন্ম | আনু. খ্রিস্টপূর্ব ৪৯০ |
মৃত্যু | আনু. খ্রিস্টপূর্ব ৪৩০ (বয়স ৬০-এর কাছাকাছি) মাউন্ট এটনা, সিসিলি |
যুগ | প্রাক-সক্রেটিস দর্শন |
অঞ্চল | পশ্চিমা দর্শন |
ধারা | Pluralist school |
প্রধান আগ্রহ | সৃষ্টিতত্ত্ব, তত্ত্ববিদ্যা, জ্ঞানতত্ত্ব |
উল্লেখযোগ্য অবদান | সৃষ্টিতত্ত্বের প্রধান চার ধ্রুপদী উপাদান ভালোবাসা ও বিবাদের নীতি[১] Theories about respiration |
ভাবগুরু | |
ভাবশিষ্য |
এম্পেদোক্লেস (প্রাচীন গ্রিক Εμπεδοκλής এম্পেদোক্ল্যাস্, খ্রিস্টপূর্ব ৪৯০ - খ্রিস্টপূর্ব ৪৩০) ছিলেন সক্রেটিস পূর্ববর্তী সময়কালীন একজন গ্রিক দার্শনিক। তিনি গ্রিক নগর শহর সিসিলির অ্যাগেজন্টামের নাগরিক ছিলেন। এমপেডোক্লিসের দর্শনে বলা হয় চারটি ধ্রুপদী উপাদানের সমন্বয়ে সৃষ্টিতত্ত্বের উৎপত্তি হয়েছে। চারটি উপাদান হল পানি, মাটি, বায়ু ও আগুন। তিনি বলেন ভালোবাসা ও বিবাদ নামক দুটি বল উপাদানসমূহকে একত্রিত ও আলাদা করে থাকে।কোন এক ধরনের জীব অপর এক প্রকার জীব হতে উৎপত্তি লাভ করতে পারে এমন ধারণা এনাক্সিম্যান্ডার ও এম্পেডকলসের মত প্রাথমিককালের কয়েকজন সক্রেটিস-পূর্ব গ্রিক দার্শনিক সর্বপ্রথম প্রস্তাব করে থাকেন। রোমান যুগে এমন কিছু প্রস্তাবনার অস্তিত্ব ছিল। কবি ও দার্শনিক লুক্রেটিয়াস তার বৃহৎকর্ম দে রেরাম ন্যাচুরা (অন দ্য ন্যাচার অব থিংস)-এ এম্পেডকালসের চিন্তাধারাকে অনুসরণ করেন।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
গ্রন্থাগার সংরক্ষণ সম্পর্কে Empedocles |
By Empedocles |
---|