২৬ জুন ২০১৮ (2018-06-26) – ৬ আগস্ট ২০১৯ (2019-08-06)
এরকেঞ্জি কুশ (তুর্কি: Erkenci Kuş) বা (ডাবিংয়ের কারণে বিখ্যাত) ভোরের পাখি বা ডে ড্রিমার বা পেহলা পাঞ্ছি হচ্ছে একটি তুর্কি টেলিভিশন সিরিজ। সিরিজটি স্টার টিভিতে ২৬ জুন, ২০১৮ থেকে ৬ আগস্ট, ২০১৯ পর্যন্ত সম্প্রচারিত হয়েছে।[১][২] সিরিজে অভিনয় করেছেন দেমেত ওজদেমির এবং জন ইয়ামান।[৩]
সানেম নামের একজন সরলমনা তরুণী লেখক হতে এবং গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে বসবাস করতে চায়। সে তার বাবার মুদি দোকানে সাহায্য করে কিন্তু তার বাবা-মা তাকে তার প্রতিবেশী মুজাফফরের সাথে বিয়ে কিংবা একটি উপযুক্ত চাকরির মধ্যে যেকোনো একটি বেছে নিতে বাধ্য করে। সানেম তুরস্কের নামকরা বিজ্ঞাপনী সংস্থা ফিকরি হারিকাতে একটি চাকরি পান, যেখানে তার বড় বোন লায়লা একজন নির্বাহী সহকারী। বিজ্ঞাপনী সংস্থার মালিক আজিজের দুই ছেলে এমরে ও জন। এমরে ব্যবসার দায়িত্ব নিতে চায়, কিন্তু তার বাবা জনকে কাজের জন্য অধিক উপযুক্ত মনে করেন। আর তাকে এজেন্সির ম্যানেজার নিয়োগ করেন। জনের জন্য তার বাবার কোম্পানির সহজলভ্য সবকিছুই উপলব্ধ ছিল। তবে সে বিশ্বের প্রত্যন্ত অঞ্চলে ছবি তোলা পছন্দ করে। জন তার বাবার স্বাস্থ্যজনিত সমস্যার কথা জানতে পারলে শেষপর্যন্ত কোম্পানি চালাতে রাজি হয়। আজিজ জনকে সেই কোম্পানির গুপ্তচর খুঁজে বের করতে বলে যে তাদের প্রতিযোগী আইলিনকে সাহায্য করছে। এমরে তার ভাইয়ের ম্যানেজার হওয়ার বিষয়টি পছন্দ করে না। সে মনে করে সেই এই পদের জন্য উপযুক্ত। আসলে সেই প্রকৃত গুপ্তচর ছিল, কিন্তু তার সকল পরিকল্পনা ব্যর্থ হয়। একটি হলে ৪০তম বার্ষিকীর অনুষ্ঠানে সানেম অন্ধকারে একটি কক্ষে প্রবেশ করে। অন্ধকারে চিনতে না পেরে জন তার বান্ধবী পোলেন ভেবে তাকে চুমু খায়। সেখান থেকে চলে যাওয়ার পর, সানেম বুঝতে পারে যে- সে একজন অপরিচিত ব্যক্তির প্রেমে পড়েছে; যে তাকে চুম্বন করেছিল। সে সেই ব্যক্তির সাংকেতিক নাম দেয়: আলবাট্রস। কিন্তু সানেম জনকে ঘৃণা করে। কারণ সে বিশ্বাস করে যে জন কেবল কোম্পানির মূল্য বৃদ্ধি করে সেটি বিক্রি করতে চায়। খুব দ্রুতই জন সানেমের প্রেমে পড়ে। সে জানতে পারে, সেদিন অনুষ্ঠানে সে সানেমকেই চুম্বন করেছিল। এবং সানেম সেই চুম্বনকারীর অনুসন্ধান করছে। ... এবং এভাবে একটি ধারাবাহিক প্রেমের গল্প শুরু হয়।