ব্যক্তিগত তথ্য | |
---|---|
পূর্ণ নাম | এরিক লিংফেং পিটার্স |
জন্ম | [১] অন্টারিও, কানাডা | ৩০ মে ১৯৯৭
উচ্চতা | ১.৭৩ মিটার (৫ ফুট ৮ ইঞ্চি) |
ওজন | ৮১ কিলোগ্রাম (১৭৯ পাউন্ড) |
ক্রীড়া | |
দেশ | কানাডা |
ক্রীড়া | তীরন্দাজী |
বিভাগ | বাঁকানো |
এরিক লিংফেং পিটার্স (ইংরেজি: Eric Peters; জন্ম: ৩০ মে ১৯৯৭; এরিক পিটার্স নামে সুপরিচিত) হলেন একজন কানাডীয় তীরন্দাজ, যিনি কানাডার প্রতিনিধি হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকেন।[২]
পিটার্স কানাডার হয়ে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন।
এরিক লিংফেং পিটার্স ১৯৯৭ সালের ৩০শে মে তারিখে কানাডার অন্টারিওতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
পিটার্স কানাডার প্রতিনিধি হিসেবে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে সর্বমোট ২টি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।[২]
তিনি তীরন্দাজীতে পুরুষদের ব্যক্তিগত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।[১] র্যাঙ্কিং পর্বে ২০টি ১০ পয়েন্ট অর্জন করে সর্বমোট ৬৫৯ পয়েন্ট নিয়ে তিনি ৩৬তম স্থান অধিকার করেছিলেন।[৩] ৬৪ জনের পর্বে, তিনি র্যাঙ্কিং পর্বে ২৯তম স্থান অধিকারী কাজাখস্তানের ইলফাত আব্দুল্লিনের মুখোমুখি হয়েছিলেন, যেখানে তিনি ৬–৪ সেট পয়েন্টের ব্যবধানে জয়লাভ করে পরবর্তী পর্বে উত্তীর্ণ হয়েছিলেন। অতঃপর ১৬ জনের পর্বে মাউরো নেস্পোলির কাছে ৬–২ সেট পয়েন্টের ব্যবধানে পরাজিত হয়ে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছিলেন।[৪][৫]
অন্যদিকে তিনি এবং ভির্জিনি শেনির একত্রে মিশ্র দলগত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।[৬] তারা র্যাঙ্কিং পর্বে ৪৭টি ১০ পয়েন্ট অর্জন করে সর্বমোট ১৩০৮ পয়েন্ট নিয়ে ২০তম স্থান অধিকার করেছিল।[৭][৮]