![]() ২০১৬ সালে কাতোলিকা দেল ইকুয়েডরের হয়ে গালিন্দেস | |||
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | এর্নান ইসমাইল গালিন্দেস | ||
জন্ম | ৩০ মার্চ ১৯৮৭ | ||
জন্ম স্থান | রোসারিও, আর্জেন্টিনা | ||
উচ্চতা | ১.৮৮ মিটার (৬ ফুট ২ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | গোলরক্ষক | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | আউকাস | ||
জার্সি নম্বর | ১২ | ||
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১২:১৯, ২০ নভেম্বর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
এর্নান ইসমাইল গালিন্দেস (স্পেনীয়: Hernán Galíndez, স্পেনীয় উচ্চারণ: [eɾnˈan ɡalˈindeθ]; জন্ম: ৩০ মার্চ ১৯৮৭; এর্নান গালিন্দেস নামে সুপরিচিত) হলেন একজন ইকুয়েডরীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইকুয়েডরীয় ক্লাব আউকাস এবং ইকুয়েডর জাতীয় দলের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন।
গালিন্দেস ২০২১ সালে ইকুয়েডরের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ইকুয়েডরের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১২ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
এর্নান ইসমাইল গালিন্দেস ১৯৮৭ সালের ৩০শে মার্চ তারিখে আর্জেন্টিনার রোসারিওতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
গালিন্দেস কাতারে অনুষ্ঠিত ২০২২ ফিফা বিশ্বকাপের জন্য ২০২২ সালের ১৪ই নভেম্বর তারিখে ঘোষিত ইকুয়েডরের ২৬ সদস্যের চূড়ান্ত দলে স্থান পেয়েছেন।[১][২][৩]
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
ইকুয়েডর | ২০২১ | ৭ | ০ |
২০২২ | ৫ | ০ | |
সর্বমোট | ১২ | ০ |