এল এলিয়ন

এল এলিয়ন বা এলিয়ন হলো ইহুদিধর্মে ঈশ্বরের একটি নাম এবং হিব্রু বাইবেলে উল্লেখিত এপিথেট যা সর্বোচ্চ ঈশ্বরকে বোঝায়। এল এলিয়ন পণ্ডিতদের বিতর্কের সাধারণ বিষয়, কখনও কখনও ইব্রাহিমীয় ঈশ্বরের সমতুল্য হিসাবে ব্যাখ্যা করা হয়, এবং সম্ভাব্য ইয়াহওয়েহের থেকে উপরে।[তথ্যসূত্র প্রয়োজন]

বাইবেলের প্রেক্ষাপটের বাইরে, শব্দটিরও জাগতিক ব্যবহার রয়েছে, যেমন "উপরের", "শীর্ষ", বা "উর্ধ্বতম", বস্তুর অবস্থানকে বোঝায় (যেমন, আদি পুস্তক ৪০:১৭-এর ঝুড়িতে বা যিহিষ্কেল ৪২:৫-এর চেম্বারে প্রয়োগ করা হয়েছে)।[তথ্যসূত্র প্রয়োজন]

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]