এল সালভাদোরের ভাষা

স্পেনীয় ভাষা এল সাভাদোরের সরকারি ভাষা।[] এখানকার প্রায় সবাই এই ভাষাতে কথা বলেন। কয়েক হাজার লোক আদিবাসী কেকচি ভাষাতে কথা বলেন। বাকী প্রায় সব আদিবাসী আমেরিকান ভাষা বিলুপ্ত। দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজি ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রাথমিক ও মাধ্যমিক স্কুলগুলিতে ইংরেজি শেখানো বাধ্যতামূলক।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "El Salvador | History, Flag, Map, Population, Capital, Religion, & Facts | Britannica"www.britannica.com (ইংরেজি ভাষায়)। ২০২৩-০৮-১০। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৭ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]