এলমো নোয়েল জোসেফ পেরেরা (৪ ডিসেম্বর ১৯৩২ – ৯ এপ্রিল ২০১৫) একজন রোমান ক্যাথলিক বিশপ ছিলেন।
পেরেরা ১৯৬০ সালে যাজকত্বে নিযুক্ত হন। ১৯৯২ সালে, পেরেরাকে শ্রীলঙ্কার গলের রোমান ক্যাথলিক ডায়োসিসের সহকারী বিশপ এবং তারপর ১৯৯৫ সালে, গালের ডায়োসিসের ডায়োসেসান বিশপ হিসাবে নামকরণ করা হয়। পেরেরা ২০০৪ সালে পদত্যাগ করেন। [১]