ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
জন্ম | ৪ নভেম্বর ১৯৬২ | ||
জন্ম স্থান | সানানা, ইন্দোনেশিয়া | ||
মাঠে অবস্থান | আক্রমণভাগের খেলোয়াড় | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
১৯৮২–১৯৮৫ | ইয়ানিতা উতামা | ||
১৯৮৫–১৯৮৯ | ক্রমা যুধা | ||
১৯৮৯ | মাদুরা ইউনাইটেড | ||
পরিচালিত দল | |||
২০১১–২০১৩ | পেরসিতা তাঙ্গেরাং | ||
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে |
এলি ইদ্রিস (ইংরেজি: Elly Idris; ৪ নভেম্বর ১৯৬২) হলেন একজন ইন্দোনেশীয় সাবেক পেশাদার ফুটবল খেলোয়াড় এবং ম্যানেজার।[১] তিনি সর্বশেষ ইন্দোনেশীয় ক্লাব পেরসিতা তাঙ্গেরাংয়ে ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন।[২] তিনি তার খেলোয়াড়ি জীবনের অধিকাংশ সময় ইয়ানিতা উতামা এবং ক্রমা যুধার হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছেন। তিনি মূলত কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছেন।
এলি ইদ্রিস ১৯৬২ সালের ৪ঠা নভেম্বর তারিখে ইন্দোনেশিয়ার সানানায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।