এলিজাবেথ আলটম্যান-গটথেইনার | |
---|---|
![]() | |
জন্ম | |
মৃত্যু | ২১ অক্টোবর ১৯৩০ | (বয়স ৫৬)
জাতীয়তা | জার্মান |
পেশা | অর্থনীতিবিদ |
এলিজাবেথ আলটম্যান-গটথেইনার (২৬ মার্চ, ১৮৭৪ – ২১ অক্টোবর, ১৯৩০) ছিলেন জার্মানিতে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হওয়া প্রথম নারীদের মধ্যে একজন এবং নারীর অধিকার আন্দোলনের একজন সক্রিয় কর্মী।
তিনি বের্লিন-এ জন্মগ্রহণ করেন। ১৯০৪ সালে তিনি জুরিখ, সুইজারল্যান্ড থেকে ডক্টরেট লাভ করেন। ১৯০৮ সালের মধ্যে তিনি ম্যানহেইমের অর্থনৈতিক কলেজে লেকচারার হিসেবে কাজ শুরু করেন, এবং ১৯২৪ সালের মধ্যে তিনি অর্থনীতিতে প্রফেসর হিসেবে নিয়োগ পান। ১৯৩০ সালে তিনি ম্যানহেইম-এ ৫৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
তিনি অর্থনৈতিক বিষয়াদি নিয়ে বেশ কয়েকটি বই এবং প্রবন্ধ লিখেছেন। ১৯১২ সাল থেকে তিনি নারীবাদী বার্ষিকী Jahrbuch der Frauenbewegung সম্পাদনা করেন।[১]
ম্যানহেইম বিশ্ববিদ্যালয় প্রতিবছর "এলিজাবেথ আলটম্যান-গটথেইনার-প্রাইজ" প্রদান করে, যা শিক্ষার্থীদের লিঙ্গ গবেষণার উপর করা থিসিসের জন্য প্রদান করা হয়।[২]