প্রতিষ্ঠা | ১৯৭০-এর দশক[১] |
---|---|
প্রতিষ্ঠিত হয়েছিল | লং বীচ / লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র |
সক্রিয় | ১৯৯০-বর্তমান |
বিচরন | যুক্তরাষ্ট্রের ১৪ টি অঙ্গরাজ্যে সক্রিয় (২০০৯)[১] |
জাতি | ভিয়েতনাম, কম্বোডিয়া বা লাওসীয় বংশদ্ভূত[১] |
সদস্যপদ | ১,৩০০ থেকে ২,০০০ (২০০৯) [১] |
সন্ত্রাসী কর্মকান্ড | মাদক চোরাচালান, ডাকাতি, সশস্ত্র হামলা, চুরি ও নরহত্যা[১] |
প্রতিদ্বন্দ্বী | ভ্যালেরিও স্ট্রিট গ্যাং,[২] টাইনি রাস্কেলস্[৩] |
এশিয়ান বয়েজ বা এবিজেড (ইংরেজি: Asian Boyz) একটি এশিয়ান-আমেরিকান স্ট্রিট গ্যাং। ১৯৭০-এর দশকে মার্ভিন “সাই বয়” ম্যারকাদু এই গ্যাংটি প্রতিষ্ঠা করেন।[৪] এশিয়ান বয়েজের সদস্যরা মূলত ভিয়েতনাম, কম্বোডিয়া বা লাওসীয় বংশদ্ভূত।[১]
১৯৯৭ সালের আগস্টে এশিয়ান বয়েজ ভ্যান নায়েস গ্যাং-এর নেতা সুথি ম্যানকে গ্রেফতার করা হয়। তাকে নম পেন, কম্বোডিয়া থেকে গ্রেফতার করা হয় এবং আমেরিকায় ফিরিয়ে আনা হয়। উল্লেখ্য তিনি জানুয়ারিতে যুক্তরাষ্ট্র থেকে পালিয়ে গিয়েছিলেন। ১৯৯৫ সালে লস অ্যাঞ্জেলস এর সান ফেরনাদো ভ্যালীতে পাঁচটি গ্যাং সম্পর্কিত হত্যায় তাকে অভিযুক্ত করা হয়।[৫] ১৯৯৮ সালের ২০ সেপ্টেম্বর এশিয়ান বয়েজের সাতজন সদস্যকে গ্রেফতার করা হয় ও তাদের বিরুদ্ধে সাতটি হত্যা, ১৮টি হত্যা চেষ্টা ও পাঁচটি হত্যার প্ররোচনার অভিযোগ আনা হয় যা ভ্যান নায়েসে ১৯৯৫ সালে সংগঠিত হয়েছিল।[৬]
নিউইয়র্কে ২০০৭ সালের জানুয়ারিতে গ্যাং-এর তিন জন সদস্যের বিরুদ্ধে স্যাং ভু নামে ১৫ বছরের একজন বালককে পিটিয়ে হত্যার অভিযোগ গঠন করা হয়।[৭]