সংক্ষেপে | এআইআইবি |
---|---|
গঠিত |
|
ধরন | আঞ্চলিক সংস্থা |
আইনি অবস্থা | চুক্তি |
উদ্দেশ্য | মূলধন |
সদরদপ্তর | বেইজিং, চীন |
যে অঞ্চলে কাজ করে | এশিয়া ওশেনিয়া সহ |
সদস্যপদ | ৫৭ টি প্রতিষ্ঠাকালীন সদস্য (চুক্তি স্বাক্ষর ৩৭ টি) |
দাপ্তরিক ভাষা | ইংরেজি, ফরাসি ও চীনা [১] |
মহাসচিব | Jin Liqun |
প্রধান অঙ্গ | আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থা (সচিবালয়)[২] |
ওয়েবসাইট | www |
এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক | |||||||
সরলীকৃত চীনা | 亚洲基础设施投资银行 | ||||||
---|---|---|---|---|---|---|---|
ঐতিহ্যবাহী চীনা | 亞洲基礎設施投資銀行 | ||||||
| |||||||
বিকল্প চীনা নাম | |||||||
সরলীকৃত চীনা | 亚投行 | ||||||
ঐতিহ্যবাহী চীনা | 亞投行 | ||||||
|
এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি) চীনের প্রস্তাবিত একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান। এশিয়া প্যাসিফিক অঞ্চলে অবকাঠামো উন্নয়নে অর্থ সহায়তা করাই এই বহুজাতিক উন্নয়ন ব্যাংকের উদ্দেশ্য। এআইআইবিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল, বিশ্ব ব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের বিকল্প মনে করা হচ্ছে কারণ এআইআইবি-র দৃষ্টিতে তারা উন্নত দেশ মুলত মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপান দ্বারা প্রভাবিত।
এআইআইবি গঠনের প্রথম খবর প্রকাশিত হয় অক্টোবর, ২০১৩ সালে। [৩] চীন, আমেরিকান ইউরোপীয় এবং জাপানি স্বার্থে পরিচালিত আইএমএফ, বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে সুশাসন, বৃহত্তর প্রভাব ও মন্থর পুনর্গঠন প্রক্রিয়ায় চীন হতাশা প্রকাশ করে।[৪] ২০১০- ২০১২ সালে এই অঞ্চলের পরিকাঠামো উন্নয়নে ৮ ট্রিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন বলে দেখা গেছে।[৪][৫]
এই নতুন ব্যাংকের মাধ্যমে চীন এশীয় অঞ্চলে বিনিয়োগের মাধ্যমে অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব বিস্তার করবে বলে মনে করা হয়।[৬] ২০১৪ সালের জুন মাসে চীন ব্যাংকটির মুলধন ৫০ বিলিয়ন ডলার থেকে ১০০ বিলিয়ন ডলারে বৃদ্ধির প্রস্তাব করে এবং ভারতকে যোগদানের আহবান জানায়।[৭][৮] ২৪ অক্টোবর, ২০১৪ সালে বেইজিং-এ সমঝোতা স্মারক সইয়ের মাধ্যমে ব্যাংকটির আনুষ্ঠানিকতা শুরু হয়। ২১ টি দেশ চুক্তি স্বাক্ষর করেছে।[৯] আগ্রহ প্রকাশ করলেও মার্কিন চাপে অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া ও দক্ষিণ কোরিয়া চুক্তি স্বাক্ষর থেকে বিরত থেকেছে।[১০]
পরবর্তী পদক্ষেপ, ব্যাংকটির গঠনতন্ত্র তৈরি করা, যা ২০১৫ সালের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।.[১১][১২]
সদস্য রাষ্ট্র | সংযোজন তারিখ |
---|---|
বাংলাদেশ | ২০১৪ |
ব্রুনেই | ২০১৪ |
কম্বোডিয়া | ২০১৪ |
চীন | ২০১৪ |
ভারত | ২০১৪ |
কাজাখস্তান | ২০১৪ |
কুয়েত | ২০১৪ |
লাওস | ২০১৪ |
মালয়েশিয়া | ২০১৪ |
মঙ্গোলিয়া | ২০১৪ |
মায়ানমার | ২০১৪ |
নেপাল | ২০১৪ |
ওমান | ২০১৪ |
পাকিস্তান | ২০১৪ |
ফিলিপাইন | ২০১৪ |
কাতার | ২০১৪ |
সিঙ্গাপুর | ২০১৪ |
শ্রীলঙ্কা | ২০১৪ |
থাইল্যান্ড | ২০১৪ |
উজবেকিস্তান | ২০১৪ |
ভিয়েতনাম | ২০১৪ |
|ওয়েবসাইট=
এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |