ধরন | পাবলিক লিমিটেড কোম্পানি ন্যাসড্যাক: SRSL |
---|---|
শিল্প | শব্দ প্রযুক্তি শব্দ প্রকৌশল |
প্রতিষ্ঠাকাল | মার্কিন যুক্তরাষ্ট্র (১৯৯৩) |
সদরদপ্তর | ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র |
বাণিজ্য অঞ্চল | বিশ্বব্যাপী |
ওয়েবসাইট | www.srslabs.com |
এসআরএস ল্যাবস, সান্টা এ্যানা, ক্যালিফোর্নিয়া ভিত্তিক একটি শব্দ-প্রকৌশল কোম্পানি। প্রতিষ্ঠানটি শব্দ প্রযুক্তি বিষয়ক সফট্ওয়্যার এবং ডিভাইস তৈরি করে থাকে, যা বিভিন্ন ইলেক্ট্রনিক পণ্যসামগ্রীতে ব্যবহৃত হয়। ১৯৯৩ সালে এস.আর.এস প্রতিষ্ঠিত হয় এবং ১৯৯৬ সালে NASDAQ স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত হয়। বিশ্বখ্যাত বিভিন্ন প্রযুক্তি কোম্পানি যেমন- মাইক্রোসফট, স্যামসাং, এল জি, তোশিবা, ডেল, এইচ পি, সনি এস.আর.এস ল্যাবের সফট্ওয়্যার ও ডিভাইস ব্যবহার করে থাকে।[১]
২০০৮ এ প্রায় ৩৬ মিলিয়ন ফ্ল্যাট-প্যানেল টেলিভিশন এস.আর.এস-এর শব্দ প্রযুক্ত ব্যবহার করেছে, যা বিশ্বের টেলিভিশন বাজারের ৩০ শতাংশ।[২] এস.আর.এস ল্যাবের ৩০০-এরও অধিক ব্যবসায়িক অংশীদার এবং এর প্রযুক্তিপণ্য উদ্ভাবনের জন্য ১৫০টি প্যাটেন্ট রয়েছে।[৩]
এস.আর.এস ল্যাব নিম্নোক্ত পণ্য তৈরি করে থাকে:
|তারিখ=
(সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]