পূর্ণ নাম | সোসিয়েতা পোলিস্পোর্তিভা ত্রে পেন্নে | ||
---|---|---|---|
ডাকনাম | ত্রে পেন্নে | ||
প্রতিষ্ঠিত | ১৯৫৬ | ||
মাঠ | স্তাদিও ফোন্তে দেল'অভো | ||
ধারণক্ষমতা | ১,০০০ | ||
সভাপতি | আন্দ্রেয়া দেলা বালদা | ||
ম্যানেজার | স্তেফানো চেচি | ||
লিগ | কাম্পিওনাতো সাম্মারিনেসে দি কালচো | ||
২০১৮–১৯ | ১ম | ||
|
এসপি ত্রে পেন্নে হচ্ছে সান মেরিনো শহরে অবস্থিত একটি ফুটবল ক্লাব। এই ক্লাবটি ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং বর্তমানে কাম্পিওনাতো সাম্মারিনেসে দি কালচোর হিরোনে বিতে খেলছে। এই ক্লাব হোম ম্যাচে নীল এবং সাদা রঙয়ের জার্সি এবং অ্যাওয়ে ম্যাচে লাল রঙয়ের জার্সি পরিধান করত। পরবর্তীতে এই ক্লাবের জার্সির রঙ সবুজ করে দেওয়া হয়েছিল।
২০১৩ সালের ৯ই জুলাই মাসে, ত্রে পেন্নে ২০১৩–১৪ উয়েফা চ্যাম্পিয়নস লীগের প্রথম বাছাইপর্বের প্রতিযোগিতার দ্বিতীয় লেগে শিরাককে ১–০ গোলে হারিয়ে প্রথম সামারিনীয় দল হিসেবে ইউরোপীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।[১][২]
প্রতিযোগিতা | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো |
---|---|---|---|---|---|---|
উয়েফা চ্যাম্পিয়নস লীগ | ৭ | ১ | ০ | ৬ | ২ | ২০ |
উয়েফা ইউরোপা লীগ | ৭ | ০ | ০ | ৭ | ৪ | ৩৪ |
মোট | ১৪ | ১ | ০ | ১৩ | ৬ | ৫৪ |
এই তালিকাটি অসম্পূর্ণ; এটি সম্প্রসারণ করে আপনি সাহায্য করতে পারেন। (June 2013) |
|
|
|