ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | এসাম কামাল তৌফিক এল-হেদারি | ||
জন্ম | ১৫ জানুয়ারি ১৯৭৩ | ||
জন্ম স্থান | কাফর এল-বাত্তিখ, দামিয়েত্তা, মিশর[১] | ||
উচ্চতা | ১.৮৮ মিটার (৬ ফুট ২ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | গোলরক্ষক | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | আল-তায়ুন | ||
জার্সি নম্বর | ১ | ||
যুব পর্যায় | |||
১৯৯১–১৯৯৩ | দামিয়েত্তা | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
১৯৯৩–১৯৯৬ | দামিয়েত্তা | ৫৮ | (০) |
১৯৯৬–২০০৮ | আল আহলি এসসি | ৪১২ | (১) |
২০০৮–২০০৯ | সিয়ন | ৩২ | (০) |
২০০৯–২০১০ | ইসমাইলি | ২০ | (০) |
২০১০–২০১১ | জামালেক | ৪ | (০) |
২০১১–২০১৩ | আল-মেররেইখ | ৯২ | (০) |
২০১২ | → আল ইত্তিহাদ অ্যালেক্সান্দ্রিয়া (ধার) | ১ | (০) |
২০১৩–২০১৪ | ওয়াদি দেগলা | ১৪ | (০) |
২০১৪–২০১৫ | ইসমাইলি | ৩৮ | (০) |
২০১৫–২০১৭ | ওয়াদি দেগলা | ৫৭ | (০) |
২০১৭– | আল-তায়ুন | ২৫ | (১) |
জাতীয় দল‡ | |||
১৯৯৬– | মিশর | ১৫৬ | (০) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ২০ এপ্রিল ২০১৮ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ৩১ আগস্ট ২০১৭ তারিখ অনুযায়ী সঠিক। |
এসাম কামাল তৌফিক এল-হেদারি (মিশরীয় আরবি: عصام الحضري; জন্ম: ১৫ জানুয়ারি ১৯৭৩) হলেন একজন মিশরীয় পেশাদার ফুটবলার, যিনি সৌদি পেশাদার লিগ ক্লাব আল-তায়ুন এবং মিশর জাতীয় দলের হয়ে একজন গোলরক্ষক হিসেবে খেলেন।
২০১২ সালের এপ্রিল মাসে, দিদিয়ের দ্রগবা চেলসি ফুটবল ক্লাব ম্যাগাজিনের সাথে এক সাক্ষাৎকারে বলেন যে, তার বিরুদ্ধে খেলা প্রতিপক্ষের মধ্যে এল-হেদারি ছিলেন "সেরা প্রতিপক্ষ"।[২] তার ডাকনাম হচ্ছে "হাই ডাম",[৩] এবং তিনি আফ্রিকান ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে পরিগণিত হন।[৪]
মিশরীয় ফুটবল সম্পর্কিত জীবনী বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |