এসোয়াতিনি জাতীয় নারী ক্রিকেট দল

এসোয়াতিনি
এসোয়াতিনির জাতীয় পতাকা
সংঘএসোয়াতিনি ক্রিকেট অ্যাসোসিয়েশন
কর্মীবৃন্দ
অধিনায়কন্তোম্বিজোনকে ম্‌খাৎশোয়া
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল
আইসিসি মর্যাদাসহযোগী সদস্য (২০১৮)
আইসিসি অঞ্চলআফ্রিকা
আইসিসি র‍্যাংকিং বর্তমান[] সেরা
টি২০আই ৬৯তম ৪৫শ (৪ ফেব্রুয়ারি ২০১৯)
টোয়েন্টি২০ আন্তর্জাতিক
প্রথম টি২০আইবনাম  বতসোয়ানা (গাবোরোনে, ৯ সেপ্টেম্বর ২০২১)
সর্বশেষ টি২০আইবনাম  সিয়েরা লিওন (গাবোরোনে, ৫ সেপ্টেম্বর ২০২৩)
টি২০আই ম্যাচ জয়/পরাজয়
মোট[] ১৪ ০/১৪ (০ টাই, ০ ফলাফল হয়নি)
বর্তমান বছর[] ০/৩ (০ টাই, ০ ফলাফল হয়নি)
২১ সেপ্টেম্বর ২০২৩ অনুযায়ী

এসোয়াতিনি জাতীয় নারী ক্রিকেট দল নারীদের আন্তর্জাতিক ক্রিকেটে এসোয়াতিনি (পূর্বনাম সোয়াজিল্যান্ড)-এর প্রতিনিধিত্ব করে।

আন্তর্জাতিক প্রতিযোগিতা

[সম্পাদনা]

২০২১ সালের সেপ্টেম্বর মাসে বতসোয়ানায় অনুষ্ঠিত ২০২১ আইসিসি নারী টি২০ বিশ্বকাপ আফ্রিকা বাছাইপর্ব টুর্নামেন্টে এসোয়াতিনি অংশ নেয়। সে টুর্নামেন্টেই দলটি প্রথমবারের মত আন্তর্জাতিক ক্রিকেট খেলে। এসোয়াতিনির প্রথম আন্তর্জাতিক ম্যাচ ছিল ২০২১ সালের ৯ সেপ্টেম্বর বতসোয়ানার বিরুদ্ধে।

৯ সেপ্টেম্বর ২০২১
১৪:১৫
স্কোরকার্ড
বতসোয়ানা 
২২৪/২ (২০ ওভার)
 এসোয়াতিনি
২৯ (১৫ ওভার)
ওলেবোগেং বাতিসানি ৭৭ (৬৬)
নোম্বুসো খুমালো ১/৩৩ (৪ ওভার)
ম্বালি দ্লামিনি ৬ (১১)
বোৎসোগো ম্পেদি ৩/১ (৩ ওভার)
বতসোয়ানা ১৯৫ রানে জয়ী
বতসোয়ানা ক্রিকেট অ্যাসোসিয়েশন ওভাল ১, গাবোরোনে
আম্পায়ার: অ্যান্ড্রু লাউ (নামিবিয়া) ও আইজ্যাক ওয়িয়েকো (কেনিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: ওলেবোগেং বাতিসানি (বতসোয়ানা)
  • বতসোয়ানা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • উইনিলে গিনিন্দজা, খুলানি মাসেকো, দুমসিলে দ্লামিনি, নোথান্দো মাবিলা, নোম্বুসো খুমালো, ন্তোম্বিজিনি গোয়েবু, ন্তোম্বিজোদোয়া ম্‌খাৎশোয়া, ন্তোম্বিজোনকে ম্‌খাৎশোয়া, ফিন্দো দ্লামিনি, ম্বালি দ্লামিনি ও সামকেলিসিওয়ে মাবুজা (এসোয়াতিনি)-এর টি২০আই অভিষেক হয়।

টুর্নামেন্টে এসোয়াতিনি তাদের পাঁচটি খেলার প্রতিটিতে পরাজিত হয়।

খেলোয়াড়

[সম্পাদনা]

২০২৩ আইসিসি নারী টি২০ বিশ্বকাপ আফ্রিকা বাছাইপর্ব দ্বিতীয় বিভাগ প্রতিযোগিতায় এসোয়াতিনির দলটি ছিল নিম্নরূপ:[]

  • ন্তোম্বিজোনকে ম্‌খাৎশোয়া (অধি.)
  • ম্বালি দ্লামিনি (সহ-অধি.)
  • আবাহ্‌লে ন্‌য়িরেন্দা
  • উইনিলে গিনিন্দজা
  • তিবুসিসো দ্লামিনি
  • তেনেলে মালিংগা
  • দুমসিলে দ্লামিনি
  • নোকুলুংগা মাবুজা
  • নোকোয়েতু সিমেলানে
  • নোথান্দো মাবিলা
  • ন্‌কোসিংগিপিলে মাম্বা
  • ন্তোম্বিজোদোয়া ম্‌খাৎশোয়া (উই.)
  • লিন্দোকুহলে মাম্বা
  • লিহলে তোবেলা

পরিসংখ্যান

[সম্পাদনা]

আন্তর্জাতিক ম্যাচের সারসংক্ষেপ — এসোয়াতিনি[]
২১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে সর্বশেষ হালনাগাদ।

খেলার রেকর্ড
ফরম্যাট ম্যাচ জয় পরাজয় টাই ফলাফল হয়নি প্রথম ম্যাচ
টোয়েন্টি২০ আন্তর্জাতিক ১৪ ১৪ ৯ সেপ্টেম্বর ২০২১

টোয়েন্টি২০ আন্তর্জাতিক

[সম্পাদনা]

অন্যান্য দলের বিরুদ্ধে টি২০আই পরিসংখ্যান[]
টি২০আই #১৬৬৬ পর্যন্ত সঠিক পরিসংখ্যান। ২১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে সর্বশেষ হালনাগাদ।

প্রতিপক্ষ ম্যাচ জয় পরাজয় টাই ফলাফল হয়নি প্রথম ম্যাচ প্রথম জয়
পূর্ণ সদস্যের বিরুদ্ধে
 জিম্বাবুয়ে ১১ সেপ্টেম্বর ২০২১
সহযোগী সদস্যের বিরুদ্ধে
 ক্যামেরুন ৩ সেপ্টেম্বর ২০২৩
 তানজানিয়া ১৪ সেপ্টেম্বর ২০২১
 বতসোয়ানা ৯ সেপ্টেম্বর ২০২১
 মোজাম্বিক ১৬ সেপ্টেম্বর ২০২১
 রুয়ান্ডা ১২ সেপ্টেম্বর ২০২১
 সিয়েরা লিওন ৫ সেপ্টেম্বর ২০২৩

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Women's Team Rankings"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। 
  2. "Records for Women T20I Matches"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। 
  3. "Records in 2024 in Women T20I matches"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। 
  4. "Our final 14 to represent the country in the upcoming ICC Women's T20 World Cup Africa qualifiers division 2 in Botswana"এসোয়াতিনি ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে। 
  5. "Records for Eswatini Women in Women T20I matches"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৩ 
  6. "Records for Eswatini Women in Women T20I matches"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৩ 
  7. "Records for Eswatini Women in Women T20I matches"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৩ 
  8. "Records for Eswatini Women in Women T20I matches"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৩ 
  9. "Records for Eswatini Women in Women T20I matches"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৩ 
  10. "Records for Eswatini Women in Women T20I matches"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৩