ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | এ্যাডাম চার্লস ভোজেস | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
জন্ম | পশ্চিম অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া | ৪ অক্টোবর ১৯৭৯|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ডাকনাম | "কেনী", "হ্যাংক" | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
উচ্চতা | ১৮৭ সেমি[১] | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরন | ডান-হাতি ব্যাটসম্যান | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বোলিংয়ের ধরন | বা-হাতি অর্থডক্স স্পিন | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ভূমিকা | ব্যাটসম্যান | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
আন্তর্জাতিক তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
জাতীয় দল | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ওডিআই অভিষেক (ক্যাপ ১৬৩) | ২০ ফেব্রুয়ারি ২০০৭ বনাম নিউজিল্যান্ড | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
শেষ ওডিআই | ২ নভেম্বর ২০১৩ বনাম ভারত | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
টি২০আই অভিষেক (ক্যাপ ২৮) | ১১ ডিসেম্বর ২০০৭ বনাম নিউজিল্যান্ড | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
শেষ টি২০আই | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ বনাম ওয়েস্ট ইন্ডিজ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ঘরোয়া দলের তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বছর | দল | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০০২–২০১৩ | পশ্চিম অস্ট্রেলিয়া | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০০৭ | হ্যাম্পশায়ার | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০০৮–২০১২ | নটিংহ্যামশায়ার | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০১০ | রাজস্থান রয়ালস | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০১১ | মেলবোর্ন স্টার | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০১২–২০১৪ | পার্থ স্করচার্স | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০১৩ | মিডলসেক্স | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
উৎস: Cricinfo, ১৮ জুন ২০১৫ |
এ্যাডাম চার্লস ভোজেস (ইংরেজি: Adam Charles Voges); (/ˈvoʊdʒ[অসমর্থিত ইনপুট: 'ɨ']z/; জন্ম: ৪ অক্টোবর ১৯৭৯) হলেন একজন অস্ট্রেলিয়ান ক্রিকেটার যিনি বর্তমানে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ঘরোয়া স্তরের অধিনায়ক এর দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) এবং টোয়েন্টি২০ ইন্টারন্যাশনাল (টি২০আই) উভয় প্রতিযোগীতায় অস্ট্রেলিয়ার জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলেছেন। তিনি ২০১৫ সালের জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ক্রিকেটে আত্মপ্রকাশ করেন।[২]
ভোজেস সুবিয়াকোর ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণ করেন এবং সেফটি বে সিনিয়র হাই স্কুলে পড়াশোনা করেন।[৩]
৩ জুন, ২০১৫ তারিখে ওয়েস্ট ইন্ডিজ সফরে তার টেস্ট অভিষেক ঘটে। টেস্ট ক্রিকেট অভিষেকে সর্বাপেক্ষা বয়োজ্যেষ্ঠ ক্রিকেটার হিসেবে অপরাজিত ১৩০* রানের মনোমুগ্ধকর সেঞ্চুরি করেন তিনি।[৪][৫] এরফলে তার দল ৯ উইকেটের ব্যবধানে জয় পায়। খেলায় তিনি ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার লাভ করেন।
ক্রমিক | প্রতিপক্ষ | মাট | তারিখ | ম্যাচের অবদান | ফলাফল |
---|---|---|---|---|---|
১ | ইংল্যান্ড | ওয়াকা, পার্থ | ৬ ফেব্রুয়ারি ২০১১ | ৮০* (৭২ বল: ৪x৪); বল করেননি | বিজয়ী[৬] |
২ | ওয়েস্ট ইন্ডিজ | এমসিজি, মেলবোর্ন | ১০ ফেব্রুয়ারি ২০১৩ | ১১২* (১০৬ বল: ১০x৪, ২x৬); বল করেননি | বিজয়ী[৭] |
এ্যাডাম ভোজেস' এর টেস্ট শতক | |||||||
---|---|---|---|---|---|---|---|
# | রান | ম্যাচ | প্রতিপক্ষ | শহর/দেশ | মাঠ | বছর | ফলাফল |
১ | ১৩০* | 1 | ওয়েস্ট ইন্ডিজ | রোসিয়া, ডোমিনিকা | উইন্ডসর পার্ক | ২০১৫ | বিজয়ী |
এ্যাডাম ভোজেস' এর কদিনের আন্তর্জাতিক শতক | |||||||
---|---|---|---|---|---|---|---|
# | রান | ম্যাচ | প্রতিপক্ষ | শহর/দেশ | মাঠ | বছর | ফলাফল |
১ | ১১২* | ওয়েস্ট ইন্ডিজ | মেলবোর্ন, অস্ট্রেলিয়া | মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড | ২০১৩ | বিজয়ী |
ক্রীড়া অবস্থান | ||
---|---|---|
পূর্বসূরী ক্রিস রজার্স |
মিডলসেক্স কাউন্টি ক্রিকেট অধিনায়ক ২০১৫– |
উত্তরসূরী আরোপিত |